Vivo V23 5G: বিআইএস- এর সার্টিফিকেশন সাইটে ভিভো ভি২৩ ৫জি ফোনের নাম, ভারতে দ্রুত লঞ্চের সম্ভাবনা

ভিভো ভি২৩ ৫জি ফোনের সম্পর্কে সেভাবে এখনও প্রকাশ্যে কোনও তথ্যই আসেনি। তবে শোনা গিয়েছে যে এই ফোনে ভিভো ভি২১ ৫জি ফোনের আপগ্রেডেড ভার্সান, যা ২৯ এপ্রিল লঞ্চ হয়েছিল ভারতে।

Vivo V23 5G: বিআইএস- এর সার্টিফিকেশন সাইটে ভিভো ভি২৩ ৫জি ফোনের নাম, ভারতে দ্রুত লঞ্চের সম্ভাবনা
বলা হচ্ছে, ভিভো ভি২১ ৫জি ফোনের আপগ্রেডেড ভার্সান ভিভো ভি২৩ ৫জি ফোন। ছবি সৌজন্যে- 91Mobiles

| Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Dec 23, 2021 | 11:45 AM

ভিভো ভি২৩ ৫জি ফোন ভারতে লঞ্চ হতে পারে খুব তাড়াতাড়ি। কারণ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস অর্থাৎ বিআইএস সার্টিফিকেশন সাইটে এই ফোনের নাম দেখা গিয়েছে। যদিও ভিভো সংস্থা এখনও জানায়নি যে ভিভো ভি২৩ ৫জি ফোন কবে লঞ্চ হবে। তবে অনুমান এই ফোনের সঙ্গে ভিভো ভি২৩ প্রো মডেলও লঞ্চ হবে। ভ্যানিলা মডেল ভিভো ভি২৩ ৫জি সম্পর্কে বিশেষ কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। তবে শোনা যাচ্ছে যে, এই ফোন ভিভো ভি২১ ৫জি ফোনের আপগ্রেডেড ভার্সান। ইন্ড্রাস্ট্রিয়াল রিসার্চ ইন্সটিটিউট অফ মালয়েশিয়া (SIRIM) সার্টিফিকেশন সাইটেও ভিও ভি২৩ ৫জি ফোনের নাম দেখা গিয়েছে।

MySmartPrice- এর একটি রিপোর্ট অনুসারে সম্প্রতিই ভিভো ভি২৩ ৫জি ফোনের নাম বিআইএস এবং SIRIM সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে। এই ফোনের ইন্টারনাল মডেল ডেসিগনেশন হিসেবে দেখা গিয়েছে V2130। অতএব ধরে নেওয়া হচ্ছে এটিই ভিভো ভি২৩ ৫জি ফোনের মডেল নম্বর। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভারতে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে বলে অনুমান করা হচ্ছে। কারণ বিআইএস- এর সার্টিফিকেশন সাইটে তখনই কোনও ফোনের নাম দেখা যায় যখন তার লঞ্চের সময় এগিয়ে আসে। এর আগে একবার শোনা গিয়েছিল যে ডিসেম্বরের শেষেই সম্ভবত ভারতে লঞ্চ হবে ভিভো ভি২৩ ৫জি ফোন। তবে তারপর আবার শোনা গিয়েছিল যে পরের বছর জানুয়ারি মাসে লঞ্চ হবে ভিভো ভি২৩ ৫জি ফোন।

শোনা গিয়েছে, ভিভো ভি২৩ সিরিজে তিনটি ফোন থাকতে পারে। সেগুলি হল- ভিভো ভি২৩ ৫জি, ভিভো ভি২৩ প্রো এবং ভিভো ভি২৩ই ৫জি ফোন। ভিভো ভি২৩ ৫জি ফোনের সম্পর্কে সেভাবে এখনও প্রকাশ্যে কোনও তথ্যই আসেনি। তবে শোনা গিয়েছে যে এই ফোনে ভিভো ভি২১ ৫জি ফোনের আপগ্রেডেড ভার্সান, যা ২৯ এপ্রিল লঞ্চ হয়েছিল ভারতে। বিভিন্ন সূত্রে বলা হচ্ছে ভিভো ভি২৩ ৫জি ফোনের স্পেসিফিকেশনস হতে চলেছে ভিভো ভি২১ ৫জি-র মতোই। বিশেষ করে ৫জি নেটওয়ার্ক বহন করার ক্ষমতা রয়েছে এমন প্রসেসর এবং আরও অতিরিক্ত ক্যামেরা ফিচার্স জুড়ে দেওয়া হতে পারে এই আসন্ন স্মার্টফোনের সঙ্গে।

সেই মোতাবেক ভিভো ভি২৩ ৫জি ফোনে থাকতে পারে একটি ৬.৪৪ ইঞ্চির ফুল HD+ AMOLED ডিসপ্লে (১০৮০X২৪০৪ পিক্সেলস), অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০ইউ এবং ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে একটি ৬৪ মেগাপিক্সেল সেন্সর। পাশাপাশি জানা গিয়েছে, এই ফোনের সঙ্গেই লঞ্চ হতে পারে ভিভো ভি২৩ই এবং ভিভো ভি২৩ প্রো।

আরও পড়ুন- Tesla Smartphone: এবার স্মার্টফোন নিয়ে আসছে এলন মাস্কের টেসলা, জম্পেশ ফিচার্সে ভরপুর! পিছু হটতে পারে নামীদামি ব্র্যান্ডের হ্যান্ডসেট

আরও পড়ুন- Xiaomi 11i Hypercharge: অবশেষে ভারতে আসছে শাওমি ১১আই হাইপারচার্জ, জানুয়ারিতেই লঞ্চ, দেখে নিন দিনক্ষণ