Vivo X80 Series: ভারতে আসছে ভিভো এক্স৮০ সিরিজের দু’টি ‘প্রো’ মডেল, হয়তো আগামী বছরের শুরুতেই লঞ্চ

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Nov 17, 2021 | 7:57 PM

ভিভো এক্স৮০ প্রো এবং ভিভো এক্স৮০ প্রো প্লাস, এই দুই ফোন ভারতে লঞ্চ হতে পারে আগামী বছর অর্থাৎ ২০২২ সালের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে। তবে নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি।

Vivo X80 Series: ভারতে আসছে ভিভো এক্স৮০ সিরিজের দুটি প্রো মডেল, হয়তো আগামী বছরের শুরুতেই লঞ্চ
ভিভো এক্স৮০ সিরিজের দু'টি 'প্রো' মডেল লঞ্চ হতে পারে ভারতে।

Follow Us

ভিভো এক্স৮০ সিরিজ নিয়ে চিনের ফোন প্রস্তুতকারী সংস্থা ভিভো ইতিমধ্যেই কাজ শুরু করেছে বলে জানা গিয়েছে। শোনা গিয়েছে, আগামী বছর ২০২২ সালের শুরুর দিকেই ভারতে ভিভো এক্স৮০ সিরিজ লঞ্চ হতে পারে। এর আগে ভিভো এক্স৭০ সিরিজ দেশে লঞ্চ হয়েছে। তারই সাকসেসর হিসেবে ভিভো এক্স৮০ সিরিজ লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। ভিভো এক্স৭০ সিরিজের মতোই ভিভো এক্স৮০ সিরিজেও তিনটি ফোন থাকার সম্ভাবনা রয়েছে। ভিভো এক্স৮০, ভিভো এক্স৮০ প্রো এবং ভিভো এক্স৮০ প্রো প্লাস, এই তিনটি ফোন থাকার কথা রয়েছে। এই সমস্ত ফোনে MediaTek Dimensity চিপসেট বা প্রসেসর এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকতে পারে বলে শোনা গিয়েছে। ভিভো এক্স৭০ সিরিজের তুলনায় ভিভো এক্স৮০ সিরিজের উন্নত ধরনের ক্যামেরা ফিচার থাকার সম্ভাবনা রয়েছে।

91Mobiles- এর রিপোর্ট অনুসারী আগামী বছর জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে ভারতে ভিভো এক্স৮০ সিরিজ লঞ্চ হতে পারে। তবে নির্দিষ্ট কোনও দিনক্ষণ এখনও জানা যায়নি। ভিভো এক্স৮০ সিরিজের বেস মডেল ভিভো এক্স৮০ সবার প্রথমে প্রকাশ্যে আসবে না বলে মনে করা হচ্ছে। শোনা যাচ্ছে ,প্রথমে একে একে সামনে আসবে ভিভো এক্স৮০ প্রো এবং ভিভো এক্স৮০ প্রো প্লাস মডেল। হয়তো সবার শেষে বেস ভ্যারিয়েন্ট প্রকাশিত হবে। ভিভো এক্স৮০ সিরিজের প্রো এবং প্রো প্লাস মডেল প্রসঙ্গে তেমন কোনও তথ্য এখনও জানা যায়নি। তবে শোনা গিয়েছে যে, এই সিরিজের ভিভো এক্স৮০ স্মার্টফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও থাকতে পারে শক্তিশালী MediaTek Dimensity ২০০০ প্রসেসর। এর পাশাপাশি ৫০ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনাও রয়েছে এই ফোনে। এই ক্যামেরা সেনসরে ৫ অ্যাক্সিস স্টেবিলাইজেশন সাপোর্ট থাকতে পারে। এর সঙ্গে ১২ মেগাপিক্সেলের একটি সেনসর থাকতে পারে। সেখানে আভার টেলিফটো লেন্স ও ২এক্স জুম ফিচার থাকতে পারে।

চলতি বছর অর্থাৎ ২০২১ সালের সেপ্টেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছে ভিভো এক্স৭০ সিরিজ। এই স্মার্টফোন সিরিজে ভিভো এক্স৭০, ভিভো এক্স৭০ প্রো এবং ভিভো এক্স৭০ প্রো প্লাস— এই তিনটি মডেল ছিল। তবে এর মধ্যে দু’টি ‘প্রো’ মডেল ভারতে লঞ্চ হলেও বেস ভ্যারিয়েন্ট ভিভো এক্স৭০ এখনও ভারতের স্মার্টফোনের বাজারে আসেনি। তাই ভিভো এক্স৮০ সিরিজের বেস ভ্যারিয়েন্ট ভিভো এক্স৮০-ও ভারতে লঞ্চ হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। এমনিতেও ভিভো এক্স৮০ প্রো এবং প্রো প্লাস মডেল ভারতে লঞ্চ হওয়ার খবরই পাওয়া গিয়েছে। বেস ভ্যারিয়েন্ট ভিভো এক্স৮০ ফোন সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

আরও পড়ুন- Infinix Smart 5 Pro: কম দামে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, ৬০০০এমএএইচ ব্যাটারির ফোন নিয়ে এল ইনফিনিক্স

আরও পড়ুন- Moto G200: ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকতে পারে মোটোরোলার এই স্মার্টফোনে

আরও পড়ুন- Vivo V23e 5G: ২৩ নভেম্বর লঞ্চ হবে এই স্মার্টফোন, থাকতে পারে ৪৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর!

Next Article