ফ্লিপকার্টে 7,950 টাকা ছাড়ে 12,999 টাকার Vivo Y02, জলদি করুন
Vivo Y02 Flipkart Offer: এমনিতে ফ্লিপকার্টে এই ফোনের দাম 12,999 টাকা। প্রাথমিক ভাবে ভিভো ফোনটির উপরে আপনাকে 34% ছাড় দেওয়া হচ্ছে। তার ফলে ফোনের দাম হয়ে যাচ্ছে মাত্র 8,499 টাকা।
Vivo এই মুহূর্তে অত্যন্ত জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে অনেক মানুষের মন জিতেছে। পরিসংখ্যান বলছে, ভারতে অফলাইনে যে কয়েকটি ব্র্যান্ডের স্মার্টফোন সবথেকে বেশি পরিমাণে বিক্রি হয়, তাদের মধ্যে এক নম্বরে রয়েছে Vivo। তবে এবার ভিভোর একটি জনপ্রিয় স্মার্টফোনে আপনি অফার পেয়ে যাবেন অনলাইনে। Flipkart-এ এক্কেবারে জলের দরে আপনি কিনতে পারবেন Vivo Y02 ফোনটি। কত টাকার ছাড় থাকছে, কী-কী অফারই বা থাকছে, সেই সংক্রান্ত সব তথ্য জেনে নেওয়া যাক।
Vivo Y02 ফোনে ব্যাপক ছাড়
যে ফোনটিতে আপনি অফার পাবেন তা Vivo Y02 এর 3GB RAM ও 32GB স্টোরেজ ভ্যারিয়েন্ট। এমনিতে ফ্লিপকার্টে এই ফোনের দাম 12,999 টাকা। প্রাথমিক ভাবে ভিভো ফোনটির উপরে আপনাকে 34% ছাড় দেওয়া হচ্ছে। তার ফলে ফোনের দাম হয়ে যাচ্ছে মাত্র 8,499 টাকা। সেই সঙ্গে আবার রয়েছে একাধিক ব্যাঙ্কের অফার। আপনার কাছে যদি HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকে এবং সেই কার্ড দিয়ে আপনি যদি ফোনটি ক্রয় করেন, তাহেল পেয়ে যাবেন অতিরিক্ত 1,250 টাকা ছাড়।
এরপরে থাকছে সবথেকে বড় অ ফারটি, তা হল এক্সচেঞ্জ অফার। আপনার পুরনো ফোনটি যদি ফ্লিপকার্টের কাছে দিয়ে দেন এবং যদি একটি Vivo Y02 ফোনে আপগ্রেড করিয়ে নিতে চান, তাহলে পেয়ে যাবেন 7,950 টাকার অতিরিক্ত ছাড়। তবে এই দামে Vivo Y02 ফোনটি বাড়ি নিয়ে আসতে, যে ফোনটা বদলাচ্ছেন তার পরিস্থিতি ভাল হতে হবে। নিশ্চিত করতে হবে, তাতে যেন কোনও স্ক্র্যাচ না থাকে, ক্যামেরাও যেন ভাল থাকে সেই ফোনের।
Vivo Y02: ফিচার ও স্পেসিফিকেশন
এই ফোনে রয়েছে একটি 6.51 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের পিছনে রয়েছে একটি চমৎকার 8MP ক্যামেরা এবং সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য সামনে একটি 5MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে। এছাড়া ফোনটিতে অত্যন্ত শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি, যা চার্জিং নিয়ে এক ফোঁটাও সমস্যায় পড়তে দেবে না ব্যবহারকারীকে। পারফরম্যান্সের জন্য রয়েছে MediaTek P22 প্রসেসর, যা মাল্টিটাস্কিংয়ে সাহায্য করে।