Xiaomi 11i HyperCharge: ভারতে শাওমির আসন্ন এই স্মার্টফোনের দাম কত হতে পারে? আঞ্চলিক লঞ্চের আগে দেখে নিন
শাওমি ইন্ডিয়ার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে ভারতে শাওমি ১১আই হাইপারচার্জ ফোন লঞ্চের কথা ঘোষণা করা হয়েছে। শাওমি ইন্ডিয়ার অফিশিয়াল সাইটে এই ফোনের জন্য একটি মাইক্রোসাইট তৈরি হয়েছে।
ভারতে শাওমি ১১আই ফোন আনুষ্ঠানিক লঞ্চের আগে, দেশে এই ফোনের দাম কত হতে পারে সে ব্যাপারে একটা ইঙ্গিত পাওয়া গিয়েছে। বলা হচ্ছে, শাওমির এই ফোনের দাম ভারতে ২৫ থেকে ৩০ হাজার টাকার মধ্যে হবে। ইন্ডিয়া টু’ডে- এই জাতীয় সংবাদমধ্যমের রিপোর্ট অনুসারে শাওমি ইন্ডিয়ার চিফ বিজনেস অফিসার রঘু রেড্ডি এমনটাই জানিয়েছেন এক সাক্ষাৎকারে। আগামী ৬ জানুয়ারি দেশে লঞ্চ হবে এই ফোন। শাওমি ১১আই হাইপারচার্জ ফোনে রয়েছে ১২০ ওয়াটের চার্জিং সাপোর্ট। বলা হচ্ছে, এটি ভারতের ফাস্টেস্ট চার্জিং স্মার্টফোন। ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে রয়েছে ফোনে। আসলে শাওমি ১১আই হাইপারচার্জ ফোন রেডমি নোট ১১ প্রো প্লাস ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হতে চলেছে। চলতি বছরের শুরুর দিকে চিনে এই ফোন লঞ্চ হয়েছিল।
ভারতে তিনটি স্টোরেজ কনফিগারেশন এবং তিনটি রঙে লঞ্চ হতে পারে শাওমি ১১আই হাইপারচার্জ স্মার্টফোন। ৬ জিবি র্যাম- ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম-১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম-২৫৬জিবি স্টোরেজ, এই তিনটি স্টোরেজ কনফিগারেশন লঞ্চের সম্ভাবনা রয়েছে। তবে কোন স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ভারতে কত হবে তা এখনও জানা যায়নি। শাওমি ১১আই হাইপারচার্জ ফোনের সঙ্গে শাওমি ১১ সিরিজের ভ্যানিলা মডেল লঞ্চের সম্ভাবনা রয়েছে।
শাওমি ১১আই হাইপারচার্জ ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
- ১২০ হার্টজ রিফ্রেশ রেটের একটি অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে এই ফোনে।
- ডলবি অ্যাটমোস সাপোর্ট থাকবে এই ফোনে।
- ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে এই ফোনে।
- পুরো চার্জ হতে ১৫ মিনিট সময় লাগবে এই ফোনে।
- এই ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক Dimensity ৯২০ প্রসেসর থাকতে পারে।
- এই ফোনের পিছনের অংশে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে।
- ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে শাওমির এই স্মার্টফোনে।
- এই ফোনে ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে।
- ডুয়াল জেবিএল টিউনড স্টিরিয়ো স্পিকার, এনএফসি সাপোর্ট, ৪৫০০এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে শাওমি ১১আই হাইপারচার্জ ফোনে।
শাওমি ইন্ডিয়ার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে ভারতে শাওমি ১১আই হাইপারচার্জ ফোন লঞ্চের কথা ঘোষণা করা হয়েছে। শাওমি ইন্ডিয়ার অফিশিয়াল সাইটে এই ফোনের জন্য একটি মাইক্রোসাইট তৈরি হয়েছে। শোনা যাচ্ছে, ভারতে শাওমির এই নতুন ফোনে Camo Green এবং Stealth Black রঙের অপশন থাকতে পারে। এছাড়াও এই ফোনে থাকতে পারে ৫জি কানেক্টিভিটি।
আরও পড়ুন- Vivo V23e 5G: ভারতে আসতে চলেছে ভিভো ‘ভি’ সিরিজের এই ৫জি স্মার্টফোন, দাম কত হতে পারে?
আরও পড়ুন- Xiaomi New Folding Smartphone: নতুন ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে কাজ করছে শাওমি, থাকছে স্টাইলাস সাপোর্ট
আরও পড়ুন- Xiaomi 12X India Launch: চিনের পর এবার ভারতেও আসছে শাওমি ১২এক্স, সম্ভাব্য দাম ও ফিচার্স জেনে নিন