Xiaomi 13T এবং 13T Pro-এর আত্মপ্রকাশ, Leica ক্যামেরা হার মানাবে DSLRকেও

Xiaomi 13T নিয়ে আসা হয়েছে একটাই মাত্র স্টোরেজ ভ্যারিয়েন্টে। সেই 8GB RAM + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে EUR 650 বা 57,200 টাকা থেকে। অন্য দিকে Xiaomi 13T Pro মডেলের দাম শুরু হচ্ছে EUR 800 বা 70,400 টাকা থেকে। এই দাম ধার্য করা হয়েছে ফোনের 12GB বেস ভ্যারিয়েন্টের জন্য। রয়েছে একটি 16GB স্টোরেজ মডেলও।

Xiaomi 13T এবং 13T Pro-এর আত্মপ্রকাশ, Leica ক্যামেরা হার মানাবে DSLRকেও
iPhone 15 সিরিজ়ের অ্যান্ড্রয়েড প্রতিদ্বন্দ্বী।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 27, 2023 | 11:07 AM

Xiaomi তার লেটেস্ট ফ্ল্যাগশিপ সিরিজ়ের আত্মপ্রকাশ করল বার্লিন থেকে। Xiaomi 13T সিরিজ়ের মধ্যে দিয়ে ব্র্যান্ডটি Leica-র সঙ্গে তাদের পার্টনারশিপ তুলে ধরেছে, যেখানে ব্যবহারকারীরা দুর্ধর্ষ ফটোগ্রাফি অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন। এই সিরিজ়ে রয়েছে মোট দুটি ফোন- Xiaomi 13T এবং Xiaomi 13T Pro। পারফরম্যান্সের দিক থেকে এই দুটি ফোনই মিডিয়াটেক ডাইমেনসিটি চিপসেট দ্বারা চালিত হবে।

দাম ও ভ্যারিয়েন্ট

এদের মধ্যে Xiaomi 13T নিয়ে আসা হয়েছে একটাই মাত্র স্টোরেজ ভ্যারিয়েন্টে। সেই 8GB RAM + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে EUR 650 বা 57,200 টাকা থেকে। অন্য দিকে Xiaomi 13T Pro মডেলের দাম শুরু হচ্ছে EUR 800 বা 70,400 টাকা থেকে। এই দাম ধার্য করা হয়েছে ফোনের 12GB বেস ভ্যারিয়েন্টের জন্য। রয়েছে একটি 16GB স্টোরেজ মডেলও।

ডিসপ্লে ও পারফরম্যান্স

Xiaomi 13T এবং 13T Pro এই দুই ফোনেই রয়েছে 6.67 ইঞ্চির OLED ডিসপ্লে, যা 144Hz রিফ্রেশ রেট এবং 2,600 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে। এদের মধ্যে Xiaomi 13T ফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 আলট্রা চিপসেট এবং 13T Pro ফোনটিতে রয়েছে ডাইমেনসিটি 9200+ চিপসেট। সফটওয়্যার হিসেবে দুটি ফোনেই থাকছে Android 13 ভিত্তিক MIUI 14 ভার্সন। সংস্থাটি জানিয়েছে, দুটি ফোনেই পরবর্তী চার বছর OS আপডেট এবং সিকিওরিটি প্যাচ দেওয়া হবে।

কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, Xiaomi 13T সিরিজ়ের দুটি ফোনেরই মূল বৈশিষ্ট্য় হল তাদের Leica পাওয়ার্ড ক্যামেরা, চমৎকার ফটোগ্রাফির অভিজ্ঞতা দেবে ফোনটি। রিয়ার প্যানেলে রয়েছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজ়েশন সাপোর্টেড 50MP সেন্সর, একটি 50MP পোর্ট্রেইট টেলিফটো সেন্সর এবং একটি 12MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য থাকছে 20MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা।

ব্যাটারি ও অডিও

Xiaomi 13T ফোনে রয়েছে 5000mAh ব্যাটারি, যা 67W চার্জিং সাপোর্ট করে। আবার এই একই ব্যাটারি রয়েছে Xiaomi 13T Proতেও, যা 120W চার্জিং সাপোর্ট করে। এছাড়া এই সিরিজ়ের দুটি ফোনেরই আর একটি গুরুত্বপূর্ণ ফিচার হল চমৎকার সাউন্ড কোয়ালিটি, যা Dolby Atmos সাপোর্টেড ডুয়াল স্পিকার্স থাকার ফলেই সম্ভব হয়েছে।