Netflix: এক বাড়িতে এক পরিবারের বাইরে আর নয়, ভারতে পাসওয়ার্ড শেয়ার করার সব রাস্তা বন্ধ করল নেটফ্লিক্স

Netflix Household সেটআপ করার অর্থ হল, আপনার বাড়িতে যে একমাত্র টিভিটি সকলে ব্যবহার করেন, তাতেই নেটফ্লিক্স অ্যাকাউন্ট সেটআপ করা। ওটিটি প্ল্যাটফর্মটি যোগ করেছে, একই ইন্টারনেট কানেকশন ব্যবহার করছেন ওই বাড়ি ও পরিবারের সদস্যরা, তাঁরাও নিজেদের ডিভাইস থেকে ওই নেটফ্লিক্স অ্যাকাউন্টটিই ব্যবহার করতে পারবেন।

Netflix: এক বাড়িতে এক পরিবারের বাইরে আর নয়, ভারতে পাসওয়ার্ড শেয়ার করার সব রাস্তা বন্ধ করল নেটফ্লিক্স
নেটফ্লিক্সে পাসওয়ার্ড শেয়ার করার রাস্তা চিরতরে বন্ধ।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 20, 2023 | 7:28 PM

Netflix Password Sharing: অনেকেই আছেন, যাঁরা দিনের পর দিন অন্যের Netflix ব্যবহার করে চলেছেন স্রেফ পাসওয়ার্ড শেয়ার করে। তারপরেও স্ট্রিমিং প্ল্যাটফর্মটি ভারতের অন্যতম জনপ্রিয় একটি। কিন্তু একটা পাসওয়ার্ড দিনের পর তিন থেকে চার জন করে ব্যবহার করে যাবেন, এভাবে অনেক পাসওয়ার্ড অনেকজনের কাছে ঘুরলে তো ভারী সমস্যা! এই অনুশীলনটাই অনেক দিন আগে বন্ধ করতে চেয়েছিল Netflix। সেই মোতাবেক তারা কাজও শুরু করে দিয়েছে। একটি ইমেলে OTT প্ল্যাটফর্মটি তার ব্যবহারকারীদের জানিয়েছে, এই ইমেলে রেজিস্টার্ড পাসওয়ার্ডটি কেবল আপনার এবং আপনার পরিবারের লোকজনের। আপনার পরিবারের বাইরে কেউ এই অ্যাকাউন্ট ব্যবহার করলে তাঁদের নতুন অ্যাকাউন্ট খুলতে হবে।

বিগত বেশ কিছু মাস ধরেই শোনা যাচ্ছিল যে, নেটফ্লিক্স তার পাসওয়ার্ড শেয়ার করার বিষয়টি চিরতরে বন্ধ করতে চলেছে। তাই, জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের এহেন সিদ্ধান্ত হঠাৎ এলেও তা মোটেই অপ্রত্যাশিত নয়। একটি ব্লগপোস্টে Netflix লিখছে, ‘আজ থেকে আমরা সেই সব সদস্যের কাছে ইমেল পাঠাব, যাঁরা নিজেদের পরিবারের বাইরে অন্যত্র পাসওয়ার্ড শেয়ার করছেন। একটা পরিবারের যে কোনও মানুষ, যে কোনও জায়গায় তা বাড়ি হোক বা বাইরে ওই পাসওয়ার্ড দিয়েই নেটফ্লিক্স করতে পারেন। পাশাপাশি তাঁরা ট্রান্সফার প্রোফাইল এবং ম্যানেজ অ্যাক্সেস অ্যান্ড ডিভাইসেস ফিচারটিও ব্যবহার করতে পারেন।’

এখন Netflix ব্যবহারকারীদের কী করা উচিত?

ব্যবহারকারীদের প্রথমেই চেক করে নিতে হবে, তাঁদের অ্যাকাউন্টে আর কারা লগইন করে রয়েছেন। অ্যাকাউন্টের সিকিওরিটি অ্যান্ড প্রাইভেসি সেটিংস অপশন থেকে বিষয়টি দেখতে হবে এবং তার জন্য তাঁদের যেতে হবে, ‘ম্যানেজ অ্যাক্সেস অ্যান্ড ডিভাইসেস’ অপশনে। তারপর যে সব ডিভাইসের অ্যাক্সেস দেওয়া এখন আর আপনার উচিত নয়, সেগুলিকে সাইন আউট করাতে হবে। সবশেষে পাসওয়ার্ডটা বদলে নিতে হবে। এখন আপনার বাড়ি বা পরিবারের বাইরে যদি কেউ আপনার অ্যাকাউন্ট থেকেই নেটফ্লিক্স ব্যবহার করতেন, তাহলে সেই প্রোফাইলটি ট্রান্সফারও করা যেতে পারে।

Netflix হাউসহোল্ড সেট আপ করবেন কীভাবে?

Netflix Household সেটআপ করার অর্থ হল, আপনার বাড়িতে যে একমাত্র টিভিটি সকলে ব্যবহার করেন, তাতেই নেটফ্লিক্স অ্যাকাউন্ট সেটআপ করা। ওটিটি প্ল্যাটফর্মটি যোগ করেছে, একই ইন্টারনেট কানেকশন ব্যবহার করছেন ওই বাড়ি ও পরিবারের সদস্যরা, তাঁরাও নিজেদের ডিভাইস থেকে ওই নেটফ্লিক্স অ্যাকাউন্টটিই ব্যবহার করতে পারবেন।

নেটফ্লিক্স হাউসহোল্ড সেটআপ করবেন যে ভাবে –

1) প্রথমে Netflix অ্যাকাউন্টে সাইন ইন করুন একটি টিভি থেকে যা আপনার বাড়ির ইন্টারনেট দ্বারা সংযুক্ত।

2) Netflix হোমস্ক্রিন থেকে মেনু খুলুন Get Help সিলেক্ট করে Manage Netflix Household অপশনে ট্যাপ করুন।

3) Confirm Netflix Household বা Update My Netflix Household এই দুটি অপশনের যে কোনও একটি বেছে নিন।

4) এবার Send Email বা Send Text অপশনের মধ্যে থেকে যে কোনও একটি আপনাকে বেছে নিতে হবে। আপনার ইমেল আইডি বা মোবাইল নম্বরে তারপরে একটি ভেরিফিকেশন লিঙ্ক পৌঁছে যাবে। 15 মিনিটের মধ্যে লিঙ্কটির মেয়াদ শেষ হয়ে যাবে।

5) আপনি যখন ভেরিফিকেশন লিঙ্কে ক্লিক করছেন, তখন Yes, This Was Me নামক একটি অপশন দেখতে পাবেন। তাতে ক্লিক করুন। তারপরে সেই অ্যাকাউন্টটি ব্যবহার করতে Confirm Netflix Household বা Update Netflix Household অপশনে ক্লিক করুন। ব্যস! এবার আপনি আপনার নেটফ্লিক্স অ্যাকাউন্ট থেকে ওয়েব সিরিজ় বা সিনেমা দেখতে পাবেন।