AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Doom Calculator: কবে মরবেন আপনি? সেই তারিখও এবার বলে দেবে AI

একটি AI ক্যালকুলেটর, যা থেকে মৃত্যুর তারিখ জানা যেতে পারে। এই 'ডুম ক্যালকুলেটর' নিয়ে গবেষণা চালিয়েছেন ডেনমার্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষকরা। তাঁরা life2vec নামে একটি AI সিস্টেম তৈরি করেছেন, যা 75% এরও বেশি নির্ভুলতার সঙ্গে ভবিষ্যদ্বাণী করে বলতে পারে যে কোনও ব্যক্তি চার বছরের মধ্যে মারা যাবেন কি না।

Doom Calculator: কবে মরবেন আপনি? সেই তারিখও এবার বলে দেবে AI
মৃত্যুর তারিখ জানাবে AI ক্যালকুলেটর।
| Edited By: | Updated on: Dec 26, 2023 | 6:46 PM
Share

জ্যোতিষীরা অনেক কিছুরই ভবিষ্যদ্বাণী করতে পারেন। আপনার চাকরি বা ব্যবসা, অর্থ, বাড়ি, গাড়ি সম্পর্কে অনেক কথাই তাঁরা বলতে পারেন। কিন্তু আপনার কবে মৃত্যু হতে পারে, তা বলার ক্ষমতা নেই তাবড় জ্যোতিষীরও। শুধু জ্যোতিষ কেন, স্বয়ং ঈশ্বরের পক্ষেও হয়তো কোনও মানুষের মৃত্যুর তারিখ বলাটা সম্ভব নয়। সেই অসম্ভবই এবার সম্ভব করতে পারে AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হ্যাঁ, যে AI নিয়ে চতুর্দিকে এত চর্চা, বহু মানুষের চাকরি কেড়ে নিয়েছে যে প্রযুক্তি, সেই কৃত্রিম বুদ্ধিমত্তা এবার আপনার মৃত্যুর দিনক্ষণও জানিয়ে দিতে পারবে।

মৃত্যুর তারিখ জানাবে AI ক্যালকুলেটর

AI নিয়ে রিসার্চ প্রযুক্তিক্ষেত্রে আলাদা মাত্রা যোগ করেছে। সেই রিসার্চেরই ফসল হল একটি AI ক্যালকুলেটর, যা থেকে মৃত্যুর তারিখ জানা যেতে পারে। এই ‘ডুম ক্যালকুলেটর’ নিয়ে গবেষণা চালিয়েছেন ডেনমার্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষকরা। তাঁরা life2vec নামে একটি AI সিস্টেম তৈরি করেছেন, যা 75% এরও বেশি নির্ভুলতার সঙ্গে ভবিষ্যদ্বাণী করে বলতে পারে যে কোনও ব্যক্তি চার বছরের মধ্যে মারা যাবেন কি না। চ্যাটজিপিটি তৈরি করতে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রক্রিয়া কাজে লাগানো হয়েছিল, এক্ষেত্রে সেটিই ব্যবহার করেছেন গবেষকরা।

এই AI দিয়ে 6 মিলিয়নেরও বেশি ডেনের (ডেনমার্কের একটি বিশেষ জনগোষ্ঠী) বয়স, স্বাস্থ্য, চাকরি, আয় এবং অন্যান্য বিষয় নিয়ে গবেষণা করা হয়েছিল। তার জন্য গবেষকদের বিপুল সংখ্যক ড্যানিশ ভিডিয়ো পরীক্ষা করতে হয় এবং সেখান থেকে এমন মানুষজনকে নির্বাচন করতে হয়, যাঁরা 2008 থেকে 2020 সালের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন। তারপরই তাঁরা একটি AI সিস্টেম তৈরি করেন এবং তা ব্যবহার করে জানতে পারেন, 2016 সালের পর কোন কোন ব্যক্তি চার বছর বা তার বেশি সময় বাঁচতে পারবেন।

গবেষকরা দাবি করেছেন, এই প্রযুক্তি 78 শতাংশ নির্ভুলতার সঙ্গে যে কোনও মানুষের মৃত্যুর তারিখ বলে দিতে পারে। যদিও গবেষণায় অংশগ্রহণকারীদের আনুমানিক মৃত্যুর তারিখ জানাননি গবেষকরা। তবে এই ক্যালকুলেটর সাধারণ মানুষ আদৌ ব্যবহার করতে পারবেন কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি এখনও পর্যন্ত।