ওয়ানপ্লাস ট্রিগার্স: ভারতে পাওয়া যাচ্ছে এই গেমিং গ্যাজেট, ব্যবহার করা যাবে স্মার্টফোনে
ওয়ানপ্লাস গেমিং ট্রিগার্স স্মার্টফোনের ডিসপ্লেতে স্ক্রিন প্রোটেক্টর লাগানো থাকলে কিংবা প্রোটেক্টিভ কেস (সর্বোচ্চ ১১.৫ মিলিমিটার পুরু) থাকলেও কাজ করতে পারে পারে। প্রতিটি ট্রিগার্সের ওজন মাত্র ২২ গ্রাম।
অবশেষে ভারতে পাওয়া যাচ্ছে ওয়ানপ্লাস গেমিং ট্রিগার্স। মার্চ মাসে ভারতে লঞ্চ হয়েছিল ওয়ানপ্লাস ৯ সিরিজ। সেই সময়েই শোনা গিয়েছিল যে, ওয়ানপ্লাসের একটি গ্যাজেট ভারতে লঞ্চ হবে। শেষ পর্যন্ত সেই গ্যাজেট এখন ভারতে পাওয়া যাচ্ছে। অ্যানড্রয়েড এবং আইওএস, দু’ধরণের মোবাইলের ক্ষেত্রেই এই গেমিং ট্রিগার্স ব্যবহার করা যাবে। ওয়ানপ্লাসের সিইও Pete Lau টুইটে এই গ্যাজেটের ডেভেলপমেন্ট প্রসঙ্গে তথ্য প্রকাশ করেছিলেন। Pete Lau জানিয়েছেন, ওয়ানপ্লাসের গেমিং ট্রিগার্স অত্যন্ত সলিড, রেসপনসিভ, সঠিক জায়গায় ক্লিক করার সুন্দর একটি গ্যাজেট। প্রতিটি গেমিং ট্রিগার্স ফোনের বাঁদিন বা ডানদিকে, যেকোনও সাইডেই ব্যবহার করা যাবে। অর্থাৎ ইউজার যেভাবে এই গেমিং ট্রিগার্স ব্যবহার করতে চান, সেভাবেই করতে পারবেন। কোনও সমস্যা নেই।
ভারতে ওয়ানপ্লাস গেমিং ট্রিগার্সের দাম এবং কীভাবে পাওয়া যাবে এই গ্যাজেট?
জানা গিয়েছে, ওয়ানপ্লাস গেমিং ট্রিগার্সের দাম সংস্থার অনলাইন স্টোর অনুযায়ী ১০৯৯ টাকা। এখন ভারতে কিনতেও পাওয়া যাচ্ছে। ওয়ানপ্লাসের অনলাইন স্টোর থেকে এই গেমিং ট্রিগার্স কেনা সম্ভব। এর মধ্যে রয়েছে capacitive sensing টেকনোলজি। ওয়ানপ্লাস ৯- এর লঞ্চ ইভেন্টে সংস্থার কর্পোরেট কমিউনিকেশনস হেড রায়ান ফেনউইক একথা জানিয়েছিলেন। এছাড়া ওয়ানপ্লাসের সিইও Pete Lau টুইটে এই গেমিং ট্রিগার্সের বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন।
এই গেমিং ট্রিগার্সের বিভিন্ন ফিচার
ওয়ানপ্লাসের এই গেমিং ট্রিগার্সে রয়েছে tactile buttons। এর সাহায্যে ডিভাইসের ডিসপ্লের সঙ্গে capacitive conduction টেকনোলজির সাহায্যে কুইক রেসপন্স পাওয়ার জন্য গেমিং ট্রিগার্স যুক্ত থাকে। সংস্থার দাবি, গেমের মধ্যে কী হচ্ছে, সেই অনুযায়ী সঠিক রেসপন্স দেওয়ার জন্য Omron সুইচ ব্যবহার করে এই ট্রিগার্স। মূলত ব্যাটেল রয়্যাল গেম অর্থাৎ পাবজি, কল অফ ডিউটি, ফ্রি ফায়ার এই জাতীয় গেম যেসব গেমাররা খেলেন, তাঁদের জন্য ওয়ানপ্লাসের এই গেমিং ট্রিগার দারুণ একটা গ্যাজেট।
আরও পড়ুন- চড়া দামে নতুন গেমিং ল্যাপটপ লঞ্চ করল এসার, অত্যাধুনিক ফিচার রয়েছে এই ডিভাইসে
ওয়ানপ্লাস গেমিং ট্রিগার্স স্মার্টফোনের ডিসপ্লেতে স্ক্রিন প্রোটেক্টর লাগানো থাকলে কিংবা প্রোটেক্টিভ কেস (সর্বোচ্চ ১১.৫ মিলিমিটার পুরু) থাকলেও কাজ করতে পারে পারে। প্রতিটি ট্রিগার্সের ওজন মাত্র ২২ গ্রাম।