AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

240 টাকায় Reliance Jio-র দুর্দান্ত অফার! 84 দিন রোজ 2GB করে ডেটা

Jio Recharge Plan: রিলায়েন্স জিও-র ঝুলিতে একটি 719 টাকার একটি চমৎকার প্ল্যান রয়েছে। এই প্ল্যানের পিছনে প্রতি মাসে আপনার 240 টাকারও কম খরচ করতে হবে। তার বদলে আপনি পেয়ে যাবেন 2GB করে ডেটা। 84 দিন পর্যন্ত এই প্ল্যান আপনি ব্যবহার করতে পারবেন।

240 টাকায় Reliance Jio-র দুর্দান্ত অফার! 84 দিন রোজ 2GB করে ডেটা
Jio-র দুর্দান্ত প্ল্যান।
| Edited By: | Updated on: Apr 09, 2023 | 4:34 PM
Share

Reliance Jio তার ব্যবহারকারীদের যে বিরাট রেঞ্জের রিচার্জ প্ল্যান অফার করে, তা এই মুহূর্তে আর কোনও বেসরকারি টেলকোর কাছে নেই। তার মধ্যে এমন অনেক প্ল্যান রয়েছে, যেগুলি সম্পর্কে গ্রাহকের কোনও ধারণাই নেই। কারণ, গ্রাহকরা প্রতি মাসে একই প্ল্যান রিচার্জ করেন। আর তা তাঁরা আজকাল MyJio অ্যাপ থেকেই করে নেন। Jio-র 719 টাকার রিচার্জ প্ল্যানটি একটি চমৎকার প্ল্যান। যে সব গ্রাহকরা কম খরচে একটু বেশি দিনের ভ্যালিডিটির খোঁজ করেন, তাঁদের জন্য এটি সেরা অপশন হতে পারে। এখন আপনি যদি প্রতি মাসে এই প্ল্যানের খরচের হিসেব দেখতে চান, সেক্ষেত্রে আপনাকে 240 টাকা করে খরচ করতে হবে। প্ল্যানটির ভ্যালিডিটি 84 দিন বা প্রায় দুই মাস 24 দিন। গ্রাহকরা এই প্ল্যানটি রিচার্জ করতে পারেন কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট বা MyJio App থেকে।

আমরা প্রতি মাসে প্ল্যান রিচার্জ করি ঠিকই। কিন্তু তার জন্য দৈনিক ভিত্তিতে আমাদের কত খরচ করতে হচ্ছে, হিসেব কষি না আমরা। Jio-র কাছে এমন অনেক প্ল্যান রয়েছে যেগুলির ভ্যালিডিটি খুব কম। কিন্তু আপনি খরচ বাঁচাতে চাইলে কোম্পানির একটু বেশি বৈধতার প্ল্যানগুলি রিচার্জ করতে পারেন। তাহলে দেখবেন, মাসিক প্ল্যানের ক্ষেত্রে যা খরচ করছেন, হাই-ভ্যালিডিটি প্ল্যানের প্রতি মাসের খরচ তার থেকে অনেকটাই কম। তার থেকেও বড় কথা সে ক্ষেত্রে আপনাকে প্রতি মাসে রিচার্জ করার ঝক্কিও পোহাতে হবে না।

Jio 719 টাকার প্ল্যান

Reliance Jio-র 719 টাকার প্ল্যানে আপনি 84 দিনের বৈধতা পেয়ে যাবেন। সমগ্র ভ্যালিডিটি পিরিয়ড পর্যন্ত আপনার জন্য থাকছে আনলিমিটেড কলিংয়ের সুবিধা। তার থেকেও বড় কথা, এই 84 দিন ধরে রোজ আপনি 2GB করে হাই-স্পিড ডেটা পেয়ে যাবেন। অর্থাৎ সব মিলিয়ে সমগ্র ভ্যালিডিটি পিরিয়ডে আপনি পেয়ে যাচ্ছেন 168GB ডেটা। এই পরিমাণ ডেটায় আপনার ইন্টারনেট সার্ফিং থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া অ্যাপগুলির ঘাঁটাঘাঁটি করা সব কিছুই হয়ে যাবে। পাশাপাশি অনেক কিছু ডাউনলোডও করতে পারবেন। তার মধ্যে কিছু সিনেমাও থাকতে পারে।

শুধু তাই নয়। এরপরেও রয়েছে একাধিক Jio App সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহারের সুবিধা। এই 719 টাকার প্ল্যান রিচার্জ করলে আপনি JioSecurity থেকে শুরু করে JioCloud, JioCinema, JioTV-সহ আরও একাধিক অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। তবে 2GB দৈনিক ডেটা আপনি একবার শেষ করে ফেললে আপনার ইন্টারনেট স্পিড 64Kbps হয়ে যাবে। এখন এই প্ল্যান আপনি যদি প্রতি মাসের হিসেবে দেখতে যান, তাহলে মাসে আপনার খরচ হচ্ছে 240 টাকারও কম। এত কম টাকা খরচ করে আপনি পেয়ে যাচ্ছেন প্রতি দিন 2GB করে ডেটা।

Jio 239 টাকার প্ল্যান

240 টাকার মাসিক খরচের ভিত্তিতে যদি Jio-র 719 টাকার প্ল্যানটি দেখতে চান, তাহলে আশ্চর্যজনক একটি সুবিধার দিক রয়েছে। এই Jio-র ঝুলিতেই এমন একটা প্ল্যান রয়েছে, যার জন্য গ্রাহকদের 239 টাকা খরচ করতে হয়। সেই প্ল্যানের ভ্যালিডিটিও 84 দিন। প্ল্যানটিতে আনলিমিটেড কলিং অফার করা হয়। কিন্তু ডেটা মেলে অনেকটাই কম। এই 239 টাকার Jio প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 1.5GB করে ডেটা পেয়ে যান।

এবার আপনিই বলুন, ডেটার অফার, কম খরচ এই সবকিছু মিলিয়ে আপনার জন্য 719 টাকা নাকি 239 টাকা, কোন প্ল্যানটি ভাল?