Jio-র নতুন 5G Data প্ল্যান, এক বছর রোজ 2.5GB করে ইন্টারনেট, সঙ্গে 75GB অতিরিক্ত

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Sayantan Mukherjee

Updated on: Mar 17, 2023 | 9:57 AM

Reliance Jio তার একটি পুরনো প্ল্যানে ব্যবহারকারীদের 5G স্পিড অফার করতে লাগল। বার্ষিক 2,999 টাকার Jio Plan-এ কাস্টমাররা এবার থেকে 5G Data-র অফার পেয়ে যাবেন। Jio 2,999 টাকার প্রিপেড প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন 2.5GB করে হাই-স্পিড ডেটা অফার করা হয়।

Jio-র নতুন 5G Data প্ল্যান, এক বছর রোজ 2.5GB করে ইন্টারনেট, সঙ্গে 75GB অতিরিক্ত
এবার 2,999 টাকার Jio প্ল্যানে সত্যিকারের 5G ডেটা।

Reliance Jio এখনও পর্যন্ত সে ভাবে কোনও 5G প্ল্যান লঞ্চ করেনি। 4G প্ল্যানগুলিতেই 5G নেটওয়ার্কের আনন্দ উপভোগ করতে পারছেন Jio ব্যবহারকারীরা। তবে Jio True 5G নেটওয়ার্কের স্বাদ নিয়ে ব্যবহারকারীদের 239 টাকা ও তারপরের প্ল্যানগুলি ব্যবহার করতে হচ্ছে। এখন একটি পুরনো প্ল্যানে ব্যবহারকারীদের 5G স্পিড অফার করতে লাগল মুম্বইয়ের টেলিকম জায়ান্ট। সেটি রিলায়েন্স জিও-র একটি হাই-এন্ড প্রিপেড প্ল্যান। বার্ষিক 2,999 টাকার Jio Plan-এ কাস্টমাররা এবার থেকে 5G Data-র অফার পেয়ে যাবেন।

Jio 2,999 টাকার প্রিপেড প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন 2.5GB করে হাই-স্পিড ডেটা অফার করা হয়। সেই সঙ্গেই আবার এই প্ল্যানে রয়েছে আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন 100টা করে ফ্রি SMS এবং 365 দিন বা এক বছরের বৈধতা। অতিরিক্ত অফারের দিক থেকে এই Jio Plan-এ গ্রাহকদের Jio Suite মোবাইল অ্যাপ্লিকেশনগুলি অফার করা হয়। সেই তালিকায় রয়েছে JioTV, Jio Cloud, JioSecurity এবং JioCinema।

অ্যাপের লিস্টিং অনুযায়ী, Jio 2,999 টাকার প্ল্যানে এখনও ‘Jio Happy New Year’ অফারটি পেয়ে যাবেন কাস্টমাররা। সেই অফারে 23 দিনের অতিরিক্ত ভ্যালিডিটি এবং 75GB অতিরিক্ত ডেটা অফার করা হয়, যার জন্য কাস্টমারদের এক পয়সাও অতিরিক্ত খরচ করতে হয় না।

এই খবরটিও পড়ুন

এই মুহূর্তে Reliance Jio দেশের 300টি শহরে তাদের ট্রু 5G সার্ভিস চালু করতে সক্ষম হয়েছে। সংস্থাটি চলতি বছরের জানুয়ারিতে একটি 5G প্ল্যান নিয়ে হাজির হয়েছিল, যার জন্য গ্রাহকদের মাত্র 61 টাকা খরচ করতে হবে। তবে এটি একটি ‘5G Upgrade’ ডেটা প্ল্যান। তে গ্রাহকদের মোট 6GB হাই স্পিড ডেটা অফার করা হয়। 119 টাকা, 149 টাকা, 179 টাকা, 199 টাকা এবং 209 টাকার প্ল্যানের সঙ্গে এই জিও প্ল্যানটি ব্যবহার করতে পারবেন কাস্টমাররা।

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla