AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jio-র সস্তার 5G ডেটা প্ল্যান, 3 মাস রোজ 1.5GB করে হাই-স্পিড ডেটা, খরচ কত?

Jio-র সেরকমই একটি প্ল্যান হল 739 টাকার প্রিপেড প্যাক। এই প্ল্যানে গ্রাহকদের বিপুল পরিমাণ ডেটা অফার করা হয়। তার উপরে আবার থাকছে আনলিমিটেড কলিং সহ ফ্রি SMS-এর মতো একাধিক অফার।

Jio-র সস্তার 5G ডেটা প্ল্যান, 3 মাস রোজ 1.5GB করে হাই-স্পিড ডেটা, খরচ কত?
দুর্দান্ত Jio প্ল্যান।
| Edited By: | Updated on: Jul 01, 2023 | 12:19 AM
Share

Reliance Jio তার ব্যবহারকারীদের বিভিন্ন ধরনের প্ল্যান অফার করে। কম-বেশি মেয়াদ, কম-বেশি ডেটা, আনলিমিটেড কলিং সঙ্গে ওটিটি অফার থেকে কমপ্লিমেন্টারি অ্যাপের ফ্রি অফার- মুকেশ আম্বানির টেলকো তার ব্যবহারকারীদের ঝুলি ভরিয়ে দেয় এক-একটা রিচার্জ প্ল্যানে। Jio-র সেরকমই একটি প্ল্যান হল 739 টাকার প্রিপেড প্যাক। এই প্ল্যানে গ্রাহকদের বিপুল পরিমাণ ডেটা অফার করা হয়। তার উপরে আবার থাকছে আনলিমিটেড কলিং সহ ফ্রি SMS-এর মতো একাধিক অফার।

Jio 739 টাকার প্ল্যান

এই প্ল্যান রিচার্জ করলে Jio ব্যবহারকারীরা 84 দিনের বৈধতা পেয়ে যাবেন, যা প্রায় তিন মাসের কাছাকাছি। প্রতিদিন এই প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন 1.5GB হাই-স্পিড ডেটা। অর্থাৎ সমগ্র ভ্যালিডিটি পিরিয়ডে গ্রাহকরা পেয়ে যাবেন মোট 126GB ডেটা। প্ল্যানটি যাঁরা রিচার্জ করবেন, তাঁরা দেশের যে কোনও প্রান্তে, যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পেয়ে যাবেন।

অফারের এখানেই শেষ নয়। রয়েছে SMS অফারও। প্রতিদিন প্ল্যানটিতে 100টি করে SMS অফার করা হয়। তার পরেও আবার রয়েছে একাধিক কমপ্লিমেন্টারি অ্যাপ ব্যবহারের সুবিধা। সেই তালিকায় রয়েছে JioSaavn Pro, JioTv, JioCinema, JioSecurity, JioCloud-এর ফ্রি সাবস্ক্রিপশন। সবথেকে বড় ব্যাপার হল, Jio-র 739 টাকার প্ল্যানে আপনি 5G ডেটা ব্যবহার করতে পারবেন।

Airtel 719 টাকার প্ল্যান

ঠিক এরকমই একটি প্ল্যান রয়েছে Airtel-এর ঝুলিতে। সেই প্ল্যানের জন্য গ্রাহকদের 719 টাকা খরচ করতে হবে। তাতেও আপনি প্রতিদিন 1.5GB করে হাই-স্পিড ডেটা পেয়ে যাবেন। প্ল্যানটির বৈধতা 84 দিন। সব মিলিয়ে সমগ্র ভ্যালিডিটি পিরিয়ডে আপনি পেয়ে যাবেন 126GB ডেটা। এছাড়া আনলিমিটেড কলিংয়ের সুবিধা যেমন রয়েছে, তেমনই আবার প্রতিদিন ব্যবহারকারীদের 100টি করে SMS-ও অফার করা হবে। এছাড়া, Apollo 24|7 সার্কেলের সাবস্ক্রিপশন, ফ্রি Hellotune এবং Wynk Music সাবস্ক্রিপশনের অফারও পেয়ে যাবেন কাস্টমাররা।