How To Clean AC At Home: মেকানিক না ডেকে নিজে এসি পরিষ্কার করুন, বিনা খরচে ঘর হবে আরও ঠান্ডা, জেনে নিন টিপস

Air Conditioner Cleaning Tips: এসি পরিষ্কার করতে আপনাকে আর মেকানিক ডাকতে হবে না। নিজেই বাড়িতে পরিষ্কার করে নিতে পারবেন। এক পয়সাও খরচ করতে হবে না। কী ভাবে নিজ হাতে এসি পরিষ্কার করবেন, তাই একবার দেখে নিন।

How To Clean AC At Home: মেকানিক না ডেকে নিজে এসি পরিষ্কার করুন, বিনা খরচে ঘর হবে আরও ঠান্ডা, জেনে নিন টিপস
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 27, 2022 | 7:59 AM

ঠিক দু’বছর আগের কথাটা একবার ভাবুন তো। কোভিড অতিমারির কারণে দেশজুড়ে লকডাউন। শুনশান রাস্তাঘাট, চতুর্দিকে নিস্তব্ধতা। ডাক্তার থেকে রাধুঁনি, মেকানিক থেকে ধোপা – যাঁকেই ডাকুন না কেন, কয়েক লক্ষ টাকা দিলেও আপনার বাড়িতে আসার জো নেই তাঁদের। তখন সমস্যা হয়েছিল ঠিকই। কিন্তু তাতে যে আখেরে লাভের লাভ হয়েছে, সে কথাটাও অস্বীকার করার উপায় নেই। স্বনির্ভর হতে শিখেছেন মানুষ। সহজ কাজটা সহজেই সেরে ফেলার জন্য খামোখা মেকানিককে ডাকার প্রয়োজনীয়তা ফুরিয়েছে মানুষের। তার মধ্যে সবথেকে বড় বিষয় হল, নিজের হাতেই এয়ার কন্ডিশনারের (Air Conditioner) সার্ভিসিং করিয়ে নেওয়া। কারণ, দেশে ঠিক যে সময় লকডাউন শুরু হল, তখনই কাঠফাটা রোদ্দুর, তীব্র গরম। এসি সকলেই চালাতে শুরু করবেন, এমনটা ভাবছিলেন। আর তখনই এল সেই লকডাউনের খবরটা। বাজ পড়ারই উপক্রম হল অনেকের কাছে। আর তখনই মানুষ শিখে নিলেন, নিজ চেষ্টায় কী ভাবে এসিটা পরিষ্কার (AC Cleaning) করা যায়। বিশেষজ্ঞরা বলে থাকেন, গরমে যত বেশি এসি পরিষ্কার করবেন, ততই তা থেকে ভাল ঠান্ডা পাবেন। তাই, আজ আমরা একবার শিখে নেব, কী ভাবে বাড়িতে বসে নিজের হাতে এসি পরিষ্কার করা যায়।

কী ভাবে এসি পরিষ্কার করবেন

১) এসি পরিষ্কার করার শুরুতেই বাড়ির পাওয়ার সাপ্লাই বন্ধ করে দিন। কারণ, এসির প্যানেলটি খুলতে হবে।

২) এবার এসির ফিল্টারটি বের করে নিন।

৩) এখন আপনার এসি ইউনিটে যদি একাধিক ফিল্টার থাকে, তাহলে সেগুলিকে এক এক করে বের করে নিন।

৪) এবার একটি টুথব্রাশ নিয়ে নিন এবং সমস্ত ময়লা বের করার জন্য ইভাপোরেটরটি আস্তে আস্তে পরিষ্কার করুন।

৫) এই কাজটি আপনাকে অত্যন্ত সন্তর্পণে করতে হবে। কারণ, ইভাপোরেটরের তীক্ষ্ণ পাখা আপনার হাতে আঘাত হানতে পারে।

৬) টুথব্রাশ ব্যবহার করার সময় একটি পরিষ্কার কাপড় নিয়ে নিন এবং ধূলোবালি মুক্ত করুন।

৭) ফিল্টারগুলিকে পরিষ্কার করতে সেগুলিকে ট্যাপের নিচে রাখুন। জলের স্পিড ভাল থাকলে সেগুলি আপনাআপনিই ধুয়ে যাবে।

৮) এবার ফিল্টারগুলিকে বেশ কিছুক্ষণ শুকানোর জন্য রেখে দিন। শুকিয়ে গেলে সেগুলিকে এসির ইউনিটে লাগিয়ে দিন।

৯) এসি প্যানেলটি বন্ধ করে দিন।

১০) আপনার এসি পরিষ্কার হয়ে গিয়েছে। এবার সেটিকে চালু করতে পারেন।

এতো না হয় গেল এসির ইনডোর ইউনিট পরিষ্কার করার কাজ, যা খুবই সহজ। তবে এসির আউটডোর ইউনিট পরিষ্কার করার কাজটি একটু কঠিন। তার জন্য প্রথমেই আপনাকে ফিউজ়টি বন্ধ করতে হবে, যা এয়ার কন্ডিশনারটিকে নিয়ন্ত্রণ করে। এবার এসির শীর্ষের কনডেনসার ফিনটি ভ্যাকুম করতে হবে। এরপরে সেখান থেকে ময়লা বের করার জন্য সফ্ট ব্রিসল ভ্যাকুম রয়েছে এমন অ্যাটাচমেন্ট আপনাকে ব্যবহার করতে হবে, যা সেই মুহূর্তে বায়ুপ্রবাহের ক্ষেত্রে বাধা হতে পারে।

আপনি যদি বাহ্যিক ইউনিটটি আরও গভীর ভাবে পরিষ্কার করতে চান, তবে উপরের গ্রিল এবং পাওয়ার সংযোগ বিচ্ছিন্ন না করে ফ্যানটি সরিয়ে দিন। ফ্যান থেকে যে কোনও ধূলো বা অন্য কোনও নোংরা মুছে ফেলার জন্য একটি নরম কাপড় ব্যবহার করুন। জলের প্রেসার দিয়ে খালি এয়ার কন্ডিশনার ইউনিটের ভিতরে স্প্রে করুন এবং এটিকে রেখে দিন। পুনরায় চালু করার আগে বাহ্যিক ইউনিটটিও শুকানোর জন্য যথেষ্ট সময় দিন।

আরও পড়ুন: গরম পড়তেই রোজ চলছে, কিন্তু এসি সম্পর্কে এই তথ্যগুলি কি জানতেন?

আরও পড়ুন: ১,২৯৯ ও ১,৩৯৯ টাকায় দুটি চমৎকার ফিচার ফোন নিয়ে এল নোকিয়া, রয়েছে কল রেকর্ডিংয়ের মতো বিশেষ সুবিধা

আরও পড়ুন: মাস্কে লাগিয়ে ঘুরতে পারবেন ছোট্ট এই ফ্যান, শুধু মুখ নয়, সারা শরীরটাই ঠান্ডা রাখবে, দাম ১,১৪৩ টাকা