Amazon Sale: অ্যামাজনের বিশেষ সেল, ৪০% ছাড়ে হরেক ব্র্যান্ডের স্মার্টফোন, নামীদামি সংস্থার স্মার্টটিভিতে ৫৫% ছাড়

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Mar 11, 2022 | 11:01 PM

Amazon Fab Phones Fest And Fab TV Fest Sale: ১১ মার্চ, শুক্রবার থেকে শুরু হয়ে অ্যামাজন ফ্যাব ফোনস ফেস্ট অ্যান্ড টিভি সেল চলবে ১৪ মার্চ, সোমবার পর্যন্ত। কোন কোন ফোন ও টিভিতে কত টাকা পর্যন্ত ছাড় থাকছে দেখে নিন।

Amazon Sale: অ্যামাজনের বিশেষ সেল, ৪০% ছাড়ে হরেক ব্র্যান্ডের স্মার্টফোন, নামীদামি সংস্থার স্মার্টটিভিতে ৫৫% ছাড়
এসে গেল অ্যামাজনের সেল!

Follow Us

অ্যামাজনের ফ্যাব ফোনস ফেস্ট (Amazon Fab Phones Fest) ও ফ্যাব টিভি সেল (Amazon Fab TV Sale) শুরু হয়ে গিয়েছে। এই ই-কমার্স প্ল্যাটফর্মের তরফ থেকে জানানো হয়েছে যে, ক্রেতারা এই সেলে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোনে ৪০ শতাংশ ও স্মার্টটিভিতে ৫৫ শতাংশ (Smartphone And Smart TV Offers) পর্যন্ত ছাড় পেয়ে যাবে। স্মার্টফোন ও স্মার্টটিভির ক্ষেত্রে অ্যামাজনের এই সেলে মূলত যে সব কোম্পানির ডিভাইসে ছাড় মিলবে সেই তালিকায় রয়েছে ওয়ানপ্লাস, শাওমি, রেডমি, স্যামসাং, টেকনো, কোডাক, ওপ্পো এবং রিয়েলমি-সহ আরও বেশ কিছু ব্র্যান্ড। ১১ মার্চ, শুক্রবার থেকে শুরু হয়ে অ্যামাজন ফ্যাব ফোনস ফেস্ট অ্যান্ড টিভি সেল চলবে ১৪ মার্চ, সোমবার পর্যন্ত।

চার দিনের এই অ্যামাজন সেলে যে সব কাস্টমাররা এইচডিএফসি ও ব্যাঙ্ক অফ বরোদা ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটি করবেন, তাঁরা পেয়ে যাবেন ১০ শতাংশ পর্যন্ত ছাড়। আবার অ্যামাজব প্রাইম মেম্বারদের জন্য থাকছে ২০,০০০ টাকার অতিরিক্ত সুবিধা, যার মধ্যে রয়েছে ৬ মাসের ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট। এইচডিএফসি ব্যাঙ্কের ডেবিট কার্ডে থাকছে আবার নো-কস্ট ইএমআই অফার এবং এক্সচেঞ্জ অফারও। অ্যাক্সেসারিজ়ের দিক থেকে পাওয়ার ব্যাঙ্কে মিলবে ৭০ শতাংশ ছাড় এবং ওয়্যারলেস হেডফোনের ক্ষেত্রে পাওয়া যাবে ৬০ শতাংশ পর্যন্ত ছাড়।

স্মার্টফোনে অফার

১) ৮জিবি র‌্যাম ও ১২৮জিবি স্টোরেজের ওয়ানপ্লাস ৯আর ফোনে ১৫ শতাংশ ছাড় দেওয়ার পরে মাত্র ৩৩,৯৯৯ টাকায় ফোনটি কেনা যাবে। আবার ৮জিবি র‌্যাম ও ১২৮জিবি স্টোরেজের ওয়ানপ্লাস ৯ প্রো মডেলটি ক্রয় করলে ১২ শতাংশ ছাড় পাওয়া যাবে, যাতে করে ফোনের দাম দাঁড়াবে ৫৬,৯৯৯ টাকা।

২) ওয়ানপ্লাস ৯ স্মার্টফোনের ৮জিবি র‌্যাম ও ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে ১৪ শতাংশ ছাড় দেওয়ার পরে দাম হয়ে যাবে ৪২,৯৯৯ টাকা। তারপরেও আবার দেওয়া হবে এক্সচেঞ্জ বোনাসে ১৬,৫৫০ টাকা ছাড়। ফলে, মাত্র ২৬,৪৪৯ টাকাতেই ক্রয় করা যাবে এই ফোনটি।

৩) ওয়ানপ্লাস নর্ড সিই ২ ৫জি ফোনটির ৬জিবি র‌্যাম ও ১২৮জিবি স্টোরেজ মডেলটি পাওয়া যাবে মাত্র ২৩,৯৯৯ টাকায়। তার উপরে আবার এক্সচেঞ্জ ১৫,৪০০ টাকা ছাড় দেওয়ার পরে এই ফোনের দাম হয়ে যাবে মাত্র ৮,৫৯৯ টাকা।

৪) ৪জিবি র‌্যাম ও ৬৪জিবি স্টোরেজ মডেলের রিয়েলমি নার্জ়ো ৫০এ ফোনটিতে মিলবে ১,৫০০ টাকা ছাড়। ফলে এই ফোন ক্রয় করতে খরচ হবে ১১,৪৯৯ টাকা। আবার এই একই স্টোরেজ ভ্যারিয়েন্টের রিয়েলমি নার্জ়ো ৫০ ফোনে ৩,০০০ টাকা ছাড় দেওয়ার পরে সেটি মাত্র ১২,৯৯৯ টাকায় পাওয়া যাবে।

৫) স্যামসাং গ্যালাক্সি এম৫২ ৫জি ফোনের ৬জিবি র‌্যাম ও ১২৮জিবি স্টোরেজ মডেলে ১০,০০০ টাকা ছাড় দেওয়ার পরে ফোনটি মাত্র ২৪,৯৯৯ টাকায় ক্রয় করা যাবে। আবার গ্যালাক্সি এম১২ ফোনে ৩,৫০০ টাকা ছাড় দেওয়ার পরে ফোনের দাম হয়ে যাবে ১০,৪৯৯ টাকা। এছাড়াও গ্যালাক্সি এম৩২ ৫জি ফোনের ৬জিবি র‌্যাম ও ১২৮জিবি স্টোরেজ মডেলে ২,০০০ টাকা ছাড় দেওয়া হবে, যাতে এই ফোনের দাম হয়ে যাবে ২০,৯৯৯ টাকা।

৬) রেডমি ৯এ স্পোর্ট মডেলে ১,৫০০ টাকা ছাড় দেওয়ার পরে ফোনটির দাম হয়ে যাচ্ছে মাত্র ৬,৯৯৯ টাকা। আবার রেডমি নোট ১১ মডেলে ২৫ শতাংশ বা ৪,৫০০ টাকা ছাড় দেওয়ার পরে মাত্র ১৩,৪৯৯ টাকায় কেনা যাবে ফোনটি।

৭) রেডমি নোট ১০এস ফোনের ৬জিবি র‌্যাম ও ৬৪জিবি স্টোরেজ মডেলে ছাড় দেওয়ার পরে মাত্র ১৪,৪৯৯ টাকায় ক্রয় করা যাবে। পাশাপাশি আবার এই ফোন কিনলে ক্রেতারা পেয়ে যাবেন ৫০০ টাকার একটি কুপনও।

৮) শাওমি ১১ লাইট এনই ৫জি ফোনের ৬জিবি র‌্যাম ও ১২৮জিবি স্টোরেজ মডেলটির দাম এই মুহূর্তে ৩৩,৯৯৯ টাকা। সেই ফোনেই আপনাকে ৭,০০০ টাকা ছাড় দেওয়া হবে এবং তাতে করে ২৬,৯৯৯ টাকায় ফোনটি আপনি বাড়ি নিয়ে আসতে পারবেন।

৯) টেকনো স্পার্ক ৮ প্রো ফোনে ২৬ শতাংশ বা ৩,৫০০ টাকা ছাড় দেওয়ার পরে মাত্র ৯,৯৯৯ টাকায় ক্রয় করা যাবে ফোনটি। টেকনো ক্যামন ১৭ ফোনে থাকছে ২,০০০ টাকা ডিসকাউন্ট ও তার ফলে ফোনটি পাওয়া যাবে ১৩,৯৯৯ টাকায়। অন্য দিকে টেকনো পোভা ২ ফোনটিতে ১,৫০০ টাকা ছাড় দিয়ে মাত্র ১১,৯৯৯ টাকায় ক্রয় করা যেতে পারে।

স্মার্টটিভিতে অফার

১) ওয়ানপ্লাস ওয়াই সিরিজ় এইচডি রেডি এলইডি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি ৩২ওয়াই১ ক্রয় করা যেতে পারে ১৫,৯৯৯ টাকায়। যার দাম এই মুহূর্তে মার্কেটে ১৯,৯৯৯ টাকা।

২) ৩২ ইঞ্চি থেকে শুরু করে ৫৫ ইঞ্চি পর্যন্ত রেডমির বিভিন্ন স্মার্টটিভিতে আকর্ষণীয় ছাড়ের পরে খুবই সস্তায় উপলব্ধ হতে চলেছে এই সেলে।

৩) স্যামসাং ৪৩ ইঞ্চির ক্রিস্টাল ফোরকে সিরিজ় আলট্রা এইচডি স্মার্ট এলইডি টিভি-র দাম এই মুহূর্তে মার্কেটে ৫২,৯৯০ টাকা। প্রায় ৩০ শতাংশ বা ১৫,৯১০ টাকা ছাড়ের পরে সেই টিভিই আপনি পেয়ে যেতে পারেন মাত্র ৩৬,৯৯০ টাকায়।

আরও পড়ুন: স্মার্টফোন কিনলেই ২,৪০০ টাকা ছাড়, ৩১ মার্চ পর্যন্ত ভোডাফোন আইডিয়ার বিশেষ অফার!

আরও পড়ুন: ডিসপ্লে, ক্যামেরা কিংবা ব্যাটারি নয়! প্রাইভেসির উপরে ফোকাস করে তৈরি হচ্ছে এই স্মার্টফোন

আরও পড়ুন: ৪০ ও ৪৩ ইঞ্চির নতুন স্মার্টটিভি নিয়ে এল ব্লাউপাঙ্কট, দাম শুরু হচ্ছে মাত্র ১৫,৯৯৯ টাকা থেকে

Next Article
WhatsApp Without Internet: ইন্টারনেট ছাড়াও হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায়, যদি জানা থাকে এই ট্রিকস
Russia-Ukraine War: আক্রমণের প্রবল সম্ভাবনা! ইউক্রেনের অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের নোটিফিকেশনে সতর্ক করবে গুগল