Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amazon Prime Video: অ্যামাজন প্রাইমের নতুন ফিচার, শেয়ার করা যাবে ৩০ সেকেন্ডের ভিডিয়ো ক্লিপ

আপাতত আমেরিকায় আইফোন এবং আইপ্যাডের ক্ষেত্রে এই ফিচারের রোল আউট হয়েছে।

Amazon Prime Video: অ্যামাজন প্রাইমের নতুন ফিচার, শেয়ার করা যাবে ৩০ সেকেন্ডের ভিডিয়ো ক্লিপ
ছবি প্রতীকী।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 14, 2021 | 9:05 AM

প্রাইম ভিডিয়োর ক্ষেত্রে অ্যামাজনের তরফে নতুন একটি ফিচারের সূচনা করা হয়েছে। এবার থেকে প্রাইম ভিডিয়োর ক্লিপ শেয়ার করার সুযোগ পাবেন ইউজাররা। অর্থাৎ পছন্দের সিনেমা এবং ওয়েব সিরিজের অংশ বিশেষ পছন্দের মানুষের সঙ্গে শেয়ার করা যাবে। অ্যামাজন তাদের প্রাইম মেম্বারদের এই সুযোগ দেবে। কিন্তু আপাতত কেবলমাত্র আইফোন এবং আইপ্যাডের ক্ষেত্রে এই ফিচার চালু হয়েছে। অ্যানড্রয়েড ভার্সানে কবে এই ফিচার চালু হবে তা এখনও জানা যায়নি।

অন্যদিকে আবার শোনা গিয়েছে যে নির্দিষ্ট সংখ্যক সিনেমার ক্ষেত্রেই এই ফিচার প্রযোজ্য হবে বলে শোনা গিয়েছে। সেই তালিকায় রয়েছে- The Boys, The Wilds, Fairfax এবং Invincible Episode One। অ্যামাজন কর্তৃপক্ষ জানিয়েছেন, আগামী এই তালিকায় আরও সিনেমা, সিরিজে এবং অন্যান্য কনটেন্টের নাম জুড়বে। আপাতত শোনা গিয়েছে, এই তিনটি সিনেমার পছন্দসই ভিডিয়ো ক্লিপিংস ৩০ সেকেন্ড পর্যন্ত শেয়ার করার ফিচার চালু হচ্ছে। আগামী দিনে এই নির্দিষ্ট সময়সীমা অর্থাৎ ৩০ সেকেন্ডের মেয়াদও বাড়বে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, বর্তমানে আমেরিকার অ্যামাজন প্রাইম ইউজারদের জন্য আইওএস ভার্সানে এই ক্লিপ শেয়ারিং ফিচার চালু হয়েছে। ভারতে কবে চালু হবে, আইওএসের পাশাপাশি অ্যানড্রয়েডেও এই ফিচার আসবে, তা জানা যায়নি।

গত বৃহস্পতিবার অ্যামাজনের তরফে জানানো হয়েছে যে তাদের ক্লিপ শেয়ারিং ফিচার আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হয়েছে। তবে প্রাথমিক ভাবে কেবলমাত্র আমেরিকার অ্যামাজন প্রাইম ইউজার, তাও আবার যাঁরা আইওএস ডিভাইস অর্থাৎ আইপ্যাড এবং আইফোন ব্যবহার করেন, তাঁরাই এই ফিচারের সুবিধা পাবেন। আইফোন কিংবা আইপ্যাডে অ্যামাজন প্রাইম অ্যাপের মাধ্যমে কোনও ভিডিয়ো (সিনেমা, সিরিজ) দেখার সময় Share a clip অপশনে ক্লিক করে ৩০ সেকন্ডের একটি ক্লিপ কারও সঙ্গে শেয়ার করা যাবে। বিশ্বের অন্যত্র এই ফিচারের রোল আউট এখনও শুরু হয়নি।

যখন অ্যামাজন প্রাইমের ভিডিয়ো থেকে ৩০ সেকেন্ডের ভিডিয়ো ক্লিপ বেছে নেওয়া হবে, তখন এডিট ও শেয়ারের সময় ওই নির্দিষ্ট অ্যাপ পজ হয়ে যাবে বা থেমে যাবে। একবার ক্লিপ তৈরি হয়ে গেলে তা পাঠিয়ে দেওয়া যাবে। পাঠানোর আগে ক্লিপ দেখে নেওয়ার অর্থাৎ প্রিভিউয়ের অপশন থাকবে। জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে যেমন- ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, অ্যাপেলের আই-মেসেজ, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই ৩০ সেকেন্ডের ভিডিয়ো ক্লিপিং পাঠানো সম্ভব হবে। অ্যামাজন প্রাইমের অরিজিনাল সিনেমা এবং সিরিজ ও অন্যান্য শোয়ের ক্ষেত্রেও এই ভিডিয়ো ক্লিপ শেয়ারিং ফিচার প্রযোজ্য হবে।

আরও পড়ুন- Moto Watch 100: মোটরোলার এই স্মার্টওয়াচের সম্ভাব্য ফিচারগুলো দেখে নিন

আরও পড়ুন- JioBook: এবার Geekbench লিস্টিংয়ে ফাঁস হয়েছে জিওবুকের সম্ভাব্য ফিচার, দেখে নিন কী কী থাকতে পারে