Amazon’s Accessories Gifting Days Sale: অ্যামাজনের এই সেলে কোন কোন স্মার্ট টেক-আকসেসরিজ কত দামে পাওয়া যাচ্ছে? দেখে নিন
শোনা গিয়েছে, ওয়ানপ্লাস, অ্যাপেল, বোট, রিয়েলমি, জেব্রোনিক্স এবং আরও অনেক নামিদামি সংস্থার ডিভাইসে রয়েছে আকর্ষণীয় ছাড়। পাওয়ার ব্যাঙ্ক, হেডসেট, কেস অ্যান্ড কভার, কেবল অ্যান্ড চার্জার। স্ক্রিন প্রোটেক্টর--- এইসব ডিভাইসে রয়েছে ছাড়।

অ্যামাজনের অ্যাকসেসইজ গিফটিং ডেজ সেল শুরু হয়েছে গত ১৭ ডিসেম্বর। জানা গিয়েছে, আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত এই সেল চলবে। কোন কোন টেক- অ্যাকসেসরিজের দাম কত, কোথায় কত ছাড় রয়েছে, দেখে নিন একঝলকে। শোনা গিয়েছে, ওয়ানপ্লাস, অ্যাপেল, বোট, রিয়েলমি, জেব্রোনিক্স এবং আরও অনেক নামিদামি সংস্থার ডিভাইসে রয়েছে আকর্ষণীয় ছাড়। পাওয়ার ব্যাঙ্ক, হেডসেট, কেস অ্যান্ড কভার, কেবল অ্যান্ড চার্জার, স্ক্রিন প্রোটেক্টর— এইসব ডিভাইসে রয়েছে ছাড়। অ্যামাজনের এই সেলে অফারের পাশাপাশি OneCard ক্রেডিট কার্ড ব্যবহার করে ক্রেতারা ১০ শতাংশ ইনস্ট্যান্ট ছাড় পেতে পারেন।
- সিসকা ১০,০০০ mAh পাওয়ার ব্যাঙ্ক এখন অ্যামাজনে পাওয়া যাচ্ছে ৭৪৯ টাকায়। এই পাওয়ার ব্যাঙ্কে রয়েছে একটি ছোট কিন্তু বেশ শক্তিশালী এলইডি টর্চ লাইট। সব ধরনের স্মার্টফোন এবং ট্যাবের সঙ্গেই এই পাওয়ার ব্যাঙ্ক সামঞ্জস্য রাখতে পারে বলে জানা গিয়েছে। তিনটি ইউএসবি পোর্ট রয়েছে সিসকার এই পাওয়ার ব্যাঙ্কে।
- এমআই ১০,০০০ mAh পাওয়ার ব্যাঙ্ক অ্যামাজনে এখন পাওয়া যাচ্ছে ৮৯৯ টাকায়। এর মধ্যে রয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। টু-ওয়ে ফাস্ট চার্জিং ফিচারও রয়েছে এমআই- এর এই পাওয়ার ব্যাঙ্কে। ওজনে খুবই হাল্কা এই ডিভাইস। ডুয়াল ইউএওসবি পোর্ট থাকায় এই পাওয়ার ব্যাঙ্কের সাহায্যে একই সঙ্গে দুটো ডিভাইসে চার্জ দেওয়া সম্ভব।
- বোল্ট অডিয়ো এয়ারব্যাস ট্রুবাডসের বর্তমান দামে অ্যামাজনে ১২৯৯ টাকা। এই ওয়্যারলেস ইয়ারবাডস রয়েছে এল্টেস্ট ব্লুটুথ ভি ৫.০ টেকনোলজির সাপোর্ট। এই ইয়ারবাডসের ন্যানো কোটিং ডিভাইসকে ওয়াটারপ্রুফ এবং সোয়েটপ্রুফ ডিভাইস হিসেবে কাজ করে। ব্লুটুথ ভি ৫.০ সাপোর্ট থাকার ফোনকল এবং মিউজিক স্পষ্টভাবে শোনা যায়। এই ইয়ারবাডস সোয়েট অর্থাৎ ঘামের ক্ষেত্রে রেসিসট্যান্ট বা সোয়েটপ্রুফ হওয়ায় জিমে ব্যবহারের জন্য আদর্শ। এখানে রয়েছে অটো-পেয়ারিং ফিচারের সাপোর্ট। ফলে সহজে স্মার্টফোনের সঙ্গে পেয়ার হয়ে যেতে পারে এই ইয়ারবাডস। একবার চার্জ দিলে ৮ ঘণ্টার মিজিক প্লেব্যাক পাওয়া যাবে এই ইয়ারয়াবডসে।
- RAEGR Ar ৫০০ টাইপ- সি PD Qi-Certified ১০ ওয়াটের ওয়ায়রলেস চার্জারের দাম বর্তমানে অ্যামাজনের এই সেলে ১১৬৯ টাকা। সমস্ত Qi-enabled স্মার্টফোনে এই চার্জার কাজ করে। রয়েছে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার মতো সেফটি বা সুরক্ষা নিয়ামক। এর ফলে শর্ট সার্কিটের সম্ভাবনা থাকে না। এই চার্জার ০.৪৭ ইঞ্চির পুরু এবং ওজন ৫৯ গ্রাম। হাল্কা ওজনের এই চার্জার আসলে একটি সার্কুলার ওয়্যারলেস কিউআই চার্জার।
আরও পড়ুন- Bisleri@Doorstep: এবার দুয়ারে পানীয় জল! মোবাইল অ্যাপ লঞ্চ করল বিসলেরি, ২৪ ঘণ্টার মধ্যেই ডেলিভারি
