Asus ভারতে প্রথম Chromebook ল্যাপটপ নিয়ে এল, দাম 39,990 টাকা
Asus Chromebook Plus CX3402 ল্যাপটপটি ফ্লিপকার্ট থেকে ক্রয় করতে পারবেন কাস্টমাররা। ল্যাপটপের রকি গ্রে কালারের মডেলটির দাম 39,990 টাকা। এই ল্যাপটপের সঙ্গে দেওয়া হচ্ছে আকর্ষণীয় অফারও। নতুন বছরের 31 জানুয়ারির মধ্যে যে সব কাস্টমাররা এই ল্যাপটপ ক্রয় করবেন, তাঁরা তিন মাসের জন্য সম্পূর্ণ বিনামূল্যে Adobe Photoshop Web-এর কমপ্লিমেন্টারি সার্ভিস পেয়ে যাবেন।

Asus ভারতে একটি নতুন ল্যাপটপ নিয়ে এল, যার নাম Chromebook Plus CX3402। ভারতে সংস্থার ক্রোমবুক প্লাস সিরিজ়ের এটাই প্রথম মডেল। এই ল্যাপটপে রয়েছে 14 ইঞ্চির FHD ডিসপ্লে, 12th জেন ইন্টেল কোর প্রসেসর, 16GB পর্যন্ত RAM এবং 128GB স্টোরেজ। নতুন Asus ল্যাপটপের দাম ও ফিচার্স সংক্রান্ত সব তথ্য জেনে নেওয়া যাক।
Asus Chromebook Plus CX3402: দাম ও অন্যান্য তথ্য
Asus Chromebook Plus CX3402 ল্যাপটপটি ফ্লিপকার্ট থেকে ক্রয় করতে পারবেন কাস্টমাররা। ল্যাপটপের রকি গ্রে কালারের মডেলটির দাম 39,990 টাকা। এই ল্যাপটপের সঙ্গে দেওয়া হচ্ছে আকর্ষণীয় অফারও। নতুন বছরের 31 জানুয়ারির মধ্যে যে সব কাস্টমাররা এই ল্যাপটপ ক্রয় করবেন, তাঁরা তিন মাসের জন্য সম্পূর্ণ বিনামূল্যে Adobe Photoshop Web-এর কমপ্লিমেন্টারি সার্ভিস পেয়ে যাবেন। সেই প্ল্যানে কাস্টমাররা Adobe Express Premium-এর অ্যাক্সেস নিতে পারবেন।
Asus Chromebook Plus CX3402: ফিচার ও স্পেসিফিকেশন
এই ল্যাপটপে রয়েছে 14 ইঞ্চির ফুল HD থ্রি-সাইডেড ন্যানো এজ আইপিএস ডিসপ্লে, যার ব্রাইটনেস 250 নিটস। হাল্কা এই ল্যাপটপটি US MIL-STD 810H ডিউরেবিলিটি স্ট্যান্ডার্ড সার্টিফায়েড। অ্যান্টিমাইক্রোবায়াল গার্ড প্রোটেকশন দেওয়া হয়েছে এতে। রয়েছে একটি ব্যাকলিট কিবোর্ড এবং 5.7 ইঞ্চির টাচপ্যাড। টেম্পোরাল নয়েজ় রিডাকশন এবং ওয়েবক্যাম শিল্ড সহযোগে এই ল্যাপটপে 1080P ক্যামেরা রয়েছে।
পাওয়ারের জন্য ল্যাপটপটিতে 12th Gen Intel Core i3-1215U প্রসেসর রয়েছে, যা পেয়ার করা থাকছে 8GB RAM এবং 128GB স্টোরেজের সঙ্গে। ক্রোমবুক হিসেবে এতে গুগল প্লে স্টোর প্রিলোড করা থাকছে। রয়েছে ম্যাজিক ইরেজ়ার , গুগল ফটোজ় এআই, এইচডিআর ইফেক্ট এবং পোর্ট্রেইট ব্লার। অতিরিক্ত ফিচার হিসেবে ল্যাপটপটিতে অফলাইন অ্যাক্সেসের জন্য ফাইল সিঙ্ক রয়েছে, যেখান থেকে গুগল ওয়ার্কস্পেস ফাইলস অ্যাক্সেস পাবেন কাস্টমাররা। অ্যাডব ফটোশপ, অ্যাডব এক্সপ্রেস এবং লুমা ফ্যাশনের মতো একাধিক জরুরি জিনিসও থাকছে এতে।
এই ল্যাপটপে দেওয়া হয়েছে একটি 50Wh ব্যাটারি ও তার সঙ্গে 45W অ্যাডাপ্টার। এক চার্জে টানা 10 ঘণ্টার ব্যাকআপ দিতে পারে ল্যাপটপটি।
