Smart TVs: কম বাজেটে স্মার্ট টিভি কিনতে চান? ভারতেই পাবেন এই পাঁচটি টিভি
এই পাঁচটি স্মার্ট টিভির স্ক্রিন সাইজ ৪০ থেকে ৪৩ ইঞ্চির মধ্যে। আর দাম ২৫ হাজারেরও কম। দেখে নিন, এই তালিকায় কোন কোন সংস্থার স্মার্ট টিভি রয়েছে।
স্মার্ট টিভি কিনবেন ভাবছেন? এদিকে আপনার যা বাজেট তার মধ্যে ভাল টিভি খুঁজে পাচ্ছেন না। এই সমস্যার সমাধান করার চেষ্টা করলাম আমরা। ভারতে লঞ্চ হয়েছে বেশ কয়েকটি স্মার্ট টিভি, যার স্ক্রিন সাইজ ৪৩ ইঞ্চি পর্যন্ত। আর দাম ২৫ হাজারের কম। চলুন দেখে নেওয়া যাক এই তালিকায় কোন কোন কোম্পানির স্মার্ট টিভি রয়েছে।
৪৩ ইঞ্চির টিসিএল আলট্রা এইচডি (৪কে) এলইডি স্মার্ট অ্যানড্রয়েড টিভি (৪৩পি৮)- এই স্মার্ট টিভির দাম ২৪,৪৯০ টাকা। ৪৩ ইঞ্চি স্ক্রিনের এই টিভি পরিচালিত হয় অ্যানড্রয়েড টিভি ওএস- এর সাহায্যে। এই টিভিতে রয়েছে গুগল অ্যাসিসট্যান্ট এবং ক্রোমকাস্ট সাপোর্ট। অডিয়োর ক্ষেত্রে এই স্মার্ট অ্যানড্রয়েড টিভিতে রয়েছে ২০W আউটপুট। এছাড়াও নেটফ্লিক্স, ডিজনি+হটস্টার এবং অন্যান্য জনপ্রিয় ওটিটি সাপোর্ট রয়েছে এই স্মার্ট টিভিতে।
৪০ ইঞ্চি শাওমি এমআই ৪এ হরাইজন এডিশন- এই টিভিতে রয়েছে ফুল এইচডি ডিসপ্লে। তার সঙ্গে রয়েছে কোয়াড কোর প্রসেসর, ১ জিবি র্যাম এবং ৮ জিবি স্টোরেজ। এই অ্যানড্রয়েড টিভিতে রয়েছে ২০W স্টিরিও স্পিকার এবং ডিটিএস এইচডি সারাউন্ড সাউন্ড ফিচার সাপোর্ট। এছাড়াও অ্যানড্রয়েড ৯.০ এবং প্যাচওয়াল সাপোর্ট রয়েছে এমআই- এর এই স্মার্ট টিভিতে। ৪০ ইঞ্চি শাওমি এমআই ৪এ হরাইজন এডিশন- এর দাম ২৩,৯৯৯ টাকা।