boAt Smart Ring: কেতাদুরস্ত স্মার্ট রিং নিয়ে হাজির boAt, অল্প দামে চিত্তাকর্ষক ফিচার্স
boAt Smart Ring সবথেকে গুরুত্বপূর্ণ হল তার হেলথ ও ফিটনেস ট্র্যাকিং ফিচারগুলি। কতটা পথ হেঁটেছেন, কতগুলি পদক্ষেপ ফেলেছেন, কতটা ক্যালোরি বার্ন করেছেন, গোল সেট করা থেকে শুরু করে স্বাস্থ্যসম্মত লাইফস্টাইলের দিকে আপনি কতটা অগ্রসর হতে পেরেছেন, তার খুটিনাটি সবই এই স্মার্ট রিংয়ে দেখিয়ে দেওয়া হবে।
দেশি গ্যাজেটস-মেকার boAt একটি চমৎকার স্মার্ট রিং নিয়ে হাজির হল। ফিটনেস এবং হেলথ ট্র্যাকার হিসেবে কাজ করবে সেই boAt Smart Ring। দিনে কতটা পথ হেঁটেছেন, হার্ট রেট কত আপনার, এমনই যাবতীয় সব তথ্য জানাবে স্মার্ট রিংটি। প্রসঙ্গত, ভারতে প্রথম স্মার্ট রিং নিয়ে আসে আলট্রাহিউম্যান নামের একটি সংস্থা, যাকে এই সেগমেন্টের পথিকৃত বলা হয়। boAt, যারা বিগত কিছু বছরে দেশে একের পর এক স্মার্টওয়াচ এবং ইয়ারফোন নিয়ে এসেছে, তারাও এবার স্মার্ট রিং লঞ্চ করে একপ্রকার চমক দিল।
boAt Smart Ring তৈরি করা হয়েছে সেরামিক এবং মেটাল সহযোগে। এর লুক যেমন চমৎকার, ডিভাইসটি ঠিক ততটাই শক্তিশালী। যে কোনও অনুষ্ঠানে, যে কোনও পোশাকের সঙ্গে আপনি এই স্মার্ট রিং পরতে পারেন। ওজনে অত্যন্ত হাল্কা, স্বস্তিদায়ক এবং স্মার্ট রিংটি পরাও খুব সহজ। একাধিক আকর্ষণীয় ফিচার্স রয়েছে এই স্মার্ট রিংয়ে। জল এবং ঘাম প্রতিরোধী এই স্মার্ট রিং 5ATM রেটিং প্রাপ্ত। বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যকলাপ করার সময় অত্যন্ত সহায়ক হতে পারে এই ডিভাইস।
তবে boAt Smart Ring সবথেকে গুরুত্বপূর্ণ হল তার হেলথ ও ফিটনেস ট্র্যাকিং ফিচারগুলি। কতটা পথ হেঁটেছেন, কতগুলি পদক্ষেপ ফেলেছেন, কতটা ক্যালোরি বার্ন করেছেন, গোল সেট করা থেকে শুরু করে স্বাস্থ্যসম্মত লাইফস্টাইলের দিকে আপনি কতটা অগ্রসর হতে পেরেছেন, তার খুটিনাটি সবই এই স্মার্ট রিংয়ে দেখিয়ে দেওয়া হবে। তার থেকেও বড় কথা হল, স্মার্ট রিংটি আপনার হার্ট রেট মনিটর করতে পারে। পাশাপাশি ওয়ার্ক আউটের সময় আপনার কার্ডিওভাস্কুলার হেলথ সম্পর্কে বিভিন্ন তথ্য জানাতে পারবে এই স্মার্ট রিং।
ঘুম যাঁদের খুব একটা ভাল হয় না, তাঁদের ঘুমের মান উন্নত করতে স্মার্ট রিংটিতে দেওয়া হয়েছে মনিটরিং ফিচার্স। আপনার স্লিপ প্যাটার্ন, সারাদিনে কতটা ঘুমিয়েছেন, ঘুমের বিভিন্ন পর্যায়ে কতটা সময় অতিবাহিত করেছেন, স্লিপ ডিসঅর্ডার ইত্যাদি অনেক কিছুই ট্র্যাক করতে পারবেন। মহিলাদের জন্য এই স্মার্ট রিং দুর্দান্ত। মেনস্ট্রুয়াল ট্র্যাকিং এবং প্রেডিকশনের জন্য এই স্মার্ট রিংয়ে রয়েছে স্মার্ট নোটিফিকেশন এবং রিমাইন্ডার।
এছাড়া এই স্মার্ট রিংয়ে রয়েছে টাচ কন্ট্রোলস, যা অন্যান্য কম্প্যাটিবল ডিভাইসের সঙ্গে ইন্টার্যাক্ট করতে দেবে স্রেফ একবার হাত নেড়েই। স্মার্ট রিংটির সব ফিচারের সুবিধা নিতে আপনাকে নিতে গেলে ফোনে boAt Ring Appটি আপনাকে ডাউনলোড করে রাখতে হবে। অ্যামাজ়ন, ফ্লিপকার্ট এবং boAt এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই স্মার্ট রিং ক্রয় করতে পারবেন। যদিও তার দাম এখনও কোম্পানির তরফে জানানো হয়নি।