AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BoAt Wave Flex Connect: ভারতে কলিং ফিচার দিয়ে স্মার্টওয়াচ আনল boAt, টানা 10 দিন চলবে ব্যাটারি

BoAt Wave Flex Connect Price: boAt তাদের নতুন স্মার্টওয়াচ boAt Wave Flex Connect চালু করেছে। boAt Wave Flex Connect হল দীর্ঘ ব্যাটারি লাইফ সহ একটি সাশ্রয়ী মূল্যের কলিং স্মার্টওয়াচ। এর ব্যাটারি সম্পর্কে কোম্পানি জানিয়েছে, এটি 10 দিনের ব্যাকআপ সহ বাজারে আনা হয়েছে।

BoAt Wave Flex Connect: ভারতে কলিং ফিচার দিয়ে স্মার্টওয়াচ আনল boAt, টানা 10 দিন চলবে ব্যাটারি
| Edited By: | Updated on: Mar 05, 2023 | 6:02 AM
Share

BoAt Wave Flex Connect Features: ভারতীয় বাজারে boAt-এর স্মার্টওয়াচ থেকে শুরু করে ইয়ারবাড, হেডফোন সব কিছুরই বিরাট জনপ্রিয়তা রয়েছে। আর এই জনপ্রিয়তাকে মাথায় রেখেই একের পর এক প্রোডাক্ট লঞ্চ করে চলেছে boAt। এরই মধ্য়ে ফের একটি নতুন  স্মার্টওয়াচ নিয়ে হাজির হয়েছে। boAt তাদের নতুন স্মার্টওয়াচ boAt Wave Flex Connect চালু করেছে। boAt Wave Flex Connect হল দীর্ঘ ব্যাটারি লাইফ সহ একটি সাশ্রয়ী মূল্যের কলিং স্মার্টওয়াচ। এর ব্যাটারি সম্পর্কে কোম্পানি জানিয়েছে, এটি 10 দিনের ব্যাকআপ  সহ বাজারে আনা হয়েছে। অর্থাৎ আপনি বার-বার চার্জ দেওয়া থেকে মুক্তি পেতে চলেছেন। একবার চার্জে একটানা 10 দিন চালাতে পারবেন। তবে চলুন জেনে নেওয়া যাক এই স্মার্টওয়াচের দাম, ফিচার ও স্পেসিফিকেশন।

boAt Wave Flex Connect স্মার্টওয়াচের দাম:

boAt Wave Flex Connect স্মার্টওয়াচের দাম রাখা হয়েছে 1,499 টাকা। আপনি এই স্মার্টওয়াচটি অ্যাক্টিভ ব্ল্যাক ছাড়াও চেরি ব্লসম এবং ডিপ ব্লু রঙে কিনতে পারবেন। এটি কোম্পানির অফিসিয়াল সাইট boAt-lifestyle.com এবং Flipkart-এর মাধ্যমে কিনতে পারবেন।

boAt Wave Flex Connect স্মার্টওয়াচের ফিচার ও স্পেসিফিকেশন:

boAt Wave Flex Connect-এ রয়েছে 1.83-ইঞ্চি HD ডিসপ্লে। এছাড়া এই স্মার্টওয়াচে আপনি মেটালিক ডিজাইন পেয়ে যাবেন। এছাড়া এই স্মার্টওয়াচে সিলিকন স্ট্র্যাপ ব্য়বহার করা হয়েছে। ঘড়িটিতে একটি ভাল মাইক এবং স্পিকার রয়েছে। আপনি boAt Wave Flex Connect-এ 10 জনের নম্বরও সেভ করে রাখতে পারবেন। এছাড়াও আপনি এই নতুন স্মার্টওয়াচে অনেক ধরণের স্পোর্টস মোডও পেয়ে যাবেন।

এই ঘড়িতে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্টও দেওয়া হয়েছে। BoAt Wave Flex Connect-এ জল প্রতিরোধের জন্য IP68 রেটিং রয়েছে। এটি 2 ঘন্টার মধ্যে সম্পূর্ণরূপে চার্জ করা যেতে পারে। আর এর ব্যাটারি ব্যাকআপ 10 দিনের।

এছাড়াও কোম্পানিটি সম্প্রতি তার নতুন প্রচারাভিযান ‘ক্র্যাফটেড ইন ইন্ডিয়া, ফর ইন্ডিয়া’ (Crafted in India, for India)-এর অধীনে নতুন স্মার্টওয়াচ বোল্ট অডিয়ো স্ট্রাইকার (Boult Audio Striker) চালু করেছে। বোল্ট অডিয়ো স্ট্রাইকার কালো, নীল এবং ক্রিম সহ তিনটি রঙে বাজারে পাওয়া যাচ্ছে। এটি ফ্লিপকার্ট এবং বোল্ট-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে 1,799 টাকায় কিনতে পারবেন। দাম অনুযায়ী এই স্মার্টওয়াচে দুর্দান্ত সব ফিচার দেওয়া হয়েছে।