Boult Audio AirBass Z1: ওয়াটার প্রুফ এই নতুন ইয়ারবাডস লঞ্চ হয়েছে ভারতে, দাম কত? আর কী কী ফিচারই বা রয়েছে…
ধূসর এবং জলপাই রঙে এই ইয়ারয়াবডস লঞ্চ হয়েছে ভারতে। বোল্ট সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ইয়ারবাডস কেনা যাবে।
ভারতে লঞ্চ হয়েছে বোল্ট অডিয়ো এয়ারবাজ় জেড১ (Boult Audio AirBass Z1) ট্রু ওয়্যারলেস স্টিরিয়ো ইয়ারবাডস (true wireless stereo or TWS)। দুটো রঙে দেশে লঞ্চ হয়েছে এই ইয়ারবাডস (Boult AirBass series)। এখানে রয়েছে ব্লুটুথ ভি ৫.১ কানেক্টিভিটি। সেই সঙ্গে রয়েছে টাচ কন্ট্রোল এবং ভয়েস অ্যাসিসট্যান্ট সাপোর্ট। এইচডি মাইক রয়েছে এই নতুন ইয়ারবাডসে। বোল্টের এই ট্রু ওয়্যারলেস স্টিরিয়ো ইয়ারবাডস একটি IPX5 রেটিং প্রাপ্ত সোয়েট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। ব্যাটারি কেস সঙ্গে থাকলে এই ইয়ারবাডসে ২৪ ঘণ্টা পর্যন্ত চার্জ থাকতে পারে।
ভারতে এই ইয়ারবাডসের দাম এবং উপলব্ধতা
১৪৯৯ টাকায় ভারতে পাওয়া যাচ্ছে বোল্ট অডিয়ো এয়ারবাজ় জেড১। ধূসর এবং জলপাই রঙে এই ইয়ারয়াবডস লঞ্চ হয়েছে ভারতে। বোল্ট সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ইয়ারবাডস কেনা যাবে।
বোল্ট অডিয়ো এয়ারবাজ় জেড১ ইয়ারবাডসের বিভিন্ন স্পেসিফিকেশন এবং ফিচার
- এই ট্রু ওয়্যারলেস স্টিরিয়ো ইয়ারবাডসে রয়েছে ১০mm ডায়নামিক ড্রাইভার্স। এর সাহায্যে অতিরিক্ত শক্তিশালী bass পাওয়া যাবে। স্টেম স্টাইল ডিজাইনের এই অয়ারবাডস হাল্কা ওজনের উপকরণ দিয়ে তৈরি হয়েছে, যার ফলে একটানা অনেকক্ষণ কানে লাগানো থাকলেও ইউজারদের অসুবিধা হবে না।
- এই ইয়ারবাডসের সাহায্যে ফোনকলে কথা বলার সময় আশপাশে আওয়াজ এড়াতে ইউজাররা প্যাসিভ নয়েজ় ক্যানেসেলশন সাপোর্ট পাবেন। এই ইয়ারয়াবডসে রয়েছে ডুয়াল এইচডি মাইক্রোফোন।
- বোল্টের এই নতুন ইয়ারবাডসে রয়েছে টাচ কন্ট্রোল। এর সাহায্যে ইউজাররা ফোন ধরতে বা ছাড়তে পারেবেন। অথবা পেয়ার্ড থাকার স্মার্টফোনের ভয়েস অ্যাসিসটেন্ট ফিচারের অ্যাকসেস পাবেন। সিরি বা গুগল অ্যাসিসট্যান্টের সাপোর্ট পাওয়া যাবে এই ইয়ারবাডসে। সেক্ষেত্রে একাধিকবার ট্যাপ করতে হবে। এছাড়াও এই ইয়ারবাডসে অটো-পেয়ারিং ফিচারও রয়েছে।
- এই ইয়ারবাডসে রয়েছে ব্লুটুথ ভি ৫.১ কানেক্টিভিটি। যার ফলে ১০ মিটার দূরের এলাকা পর্যন্ত ব্লুটুথ কানেকশন পাওয়া সম্ভব।
- বোল্ট অডিয়ো এয়ারবাজ় জেড১ ইয়ারবাডসে টাইপ- সি ইউএসবই কেবল থেকে চার্জ দেওয়া সম্ভব। এখানে রয়েছে ফাস্ট চার্জিং সাপোর্ট। বোল্ট সংস্থার দাবি, মাত্র ১৫ মিনিটের চার্জে ১০০ মিনিট পর্যন্ত প্লেব্যাক সাপোর্ট পাওয়া সম্ভব। এছাড়াও একবার পুরোপুরি চার্জ দিলে ৬ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক সাপোর্ট দিতে পারে এই ইয়ারবাডস, এমনটাই দাবি নির্মাণ সংস্থার।