AC For Heating: কনকনে ঠান্ডায় 30 ডিগ্রিতে AC চালালে ঘর গরম করা যায়! সত্যি নাকি?

Air Conditioner: অনেকেই বলেন, 30 ডিগ্রিতে এয়া কন্ডিশনার চালানোর পরে ঘর উষ্ণ হয়ে যায়। তাই সে ঘরে ঠান্ডায় হিটার চালানোর দরকার হয় না। আপনিও তা বিশ্বাস করেন নাকি? আসল সত্যিটা কী, এ বিষয়ে বিশেষজ্ঞমহল কী জানাচ্ছে, সেই সব তথ্য জেনে নেওয়া যাক।

AC For Heating: কনকনে ঠান্ডায় 30 ডিগ্রিতে AC চালালে ঘর গরম করা যায়! সত্যি নাকি?
সত্যিই কি এসি ঘর গরম করতে পারে?
Follow Us:
| Edited By: | Updated on: Jan 12, 2023 | 1:52 PM

All Weather AC: শীতে হয়তো এয়ার কন্ডিশনার চালানোর কথা আপনি ভুলেও ভাববেন না। কেনার কথা ভাবলেও ভাবতে পারেন। কারণ, শীতকাল অফ-সিজ়ন হওয়ার ফলে বিভিন্ন কোম্পানি তাদের এয়ার কন্ডিশনারগুলিতে আকর্ষণীয় ছাড় দিয়ে থাকে। কিন্তু অনেকের মধ্যেই একটা ভ্রান্ত ধারণা রয়েছে,গরমকালে যদি AC ঘর ঠান্ডা করতে পারে, এমন কিছু AC রয়েছে যেগুলি শীতকালে চালালে ঘর গরম করতে পারে। সত্যি নাকি! এমনটা আবার হতে পারে নাকি!

অনেকের মুখেই আমরা শুনি যে, 30 ডিগ্রিতে এয়া কন্ডিশনার চালানোর পরে ঘর উষ্ণ হয়ে যায়। তাই সে ঘরে ঠান্ডায় হিটার চালানোর দরকার হয় না। আপনিও তা বিশ্বাস করেন নাকি? আসল সত্যিটা কী, এ বিষয়ে বিশেষজ্ঞমহল কী জানাচ্ছে, সেই সব তথ্য জেনে নেওয়া যাক।

এয়ার কন্ডিশনার কি সত্যিই ঘর গরম করতে পারে?

বাজারে যে সব এয়ার কন্ডিশনার পাওয়া যায়, সেগুলি আপনি সর্বাধিক 28 বা 30 ডিগ্রিতে চালাতে পারেন। আপনার বাড়িতে যদি এয়ার কন্ডিশনার থাকেও, তাহলে একবার 30-এ চালিয়ে দেখুনই না, তা আপনার ঘর ঠান্ডা করতে পারে কি না। সম্ভবই নয়। আপনি নিজেই পরীক্ষা করে দেখে নিতে পারেন। কখনই কোনও এয়ার কন্ডিশনার 28 বা 30 ডিগ্রিতে চালানোর পরে তা আপনার ঘর গরম করতে পারবে না।

এয়ার কন্ডিশনার তৈরিই হয় ঘর ঠান্ডা করার জন্য। ঘরের যে গরম বাতাস থাকে, সেটাকেই টেনে নেয় একটা AC। তারপর তার ভিতরে থাকা কুল্যান্টের সাহায্যে ঘর ঠান্ডা হয়। সেই কারণেই তো AC চালানোর কয়েক মুহূর্ত পরেই তা আপনার ঘর ঠান্ডা করে। কিন্তু আপনি যদি ভাবেন যে, সেই AC-ই আপনার ঘর গরম করবে তাহলে ভুল করছেন। কখনই তা সম্ভব নয়। ঘর গরম করতে পারে কেবল হিটারই।

তবে হ্যাঁ, এমন কিছু এয়ার কন্ডিশনার রয়েছে যেগুলি টু ইন ওয়ানের কাজ করে। গরমকালে সেগুলি যেমন আপনার বাড়ি ঠান্ডা করে, তেমনই আবার শীতলকালে সেগুলি আপনার ঘর গরমও করতে পারে। যদিও এই ধরনের AC খুবই দামি হয় এবং সাধারণত বিদেশেই এগুলির চল বেশি।