Laptops under Rs 30,000: ভারতে ৩০ হাজার টাকার কম দামে আসুস, লেনোভো, এইচপি, এসারের কোন কোন ক্রোমবুক পাবেন? রইল তালিকা
যে তালিকা দেওয়া হয়েছে সেখানে থাকা সবক'টি ক্রোমবুকেরই দাম ৩০ হাজার টাকার কম। দেখে নিন, কোন কোন ল্যাপটপের কথা বলা হয়েছে।
যাঁরা বাজেট ল্যাপটপ কেনার পরিকল্পনা করছেন, ক্রোমবুক কেনা তাঁদের জন্য সবচেয়ে ভাল হবে বলে মনে করেন গ্যাজেট বিশেষজ্ঞদের অনেকেই। গুগলের ক্রোম অপারেটিং সিস্টেমের সাহায্যে এইসব ক্রোমবুক পরিচালিত হয়। বেশিরভাগ জনপ্রিয় অ্যানড্রয়েড অ্যাপের সাপোর্টও থাকে এইসব ক্রোমবুকে। অনলাইন ক্লাস বা অফিসের কাজের জন্য এই ক্রোমবুক আদর্শ ডিভাইস। তবে হাই রেসোলিউশন গেম খেলা বা জটিল গ্রাফিক্সের কাজের জন্য এইসব ক্রোমবুক বিশেষ উপযুক্ত নয়। কিন্তু সাধারণ কাজের জন্য দামের অনুপাতে ক্রোমবুক উপকারী ডিভাইস। বিশেষ করে করোনার দাপটে এখন অনলাইন ক্লাস আর ওয়ার্ক ফ্রম হোমই আমাদের ভরসা। সেক্ষেত্রে অনায়াসেই ব্যবহার করা যায় এইচপি, লেনোভো এবং আসুসের বিভিন্ন ক্রোমবুক। এদের দাম ৩০ হাজার টাকার মধ্যেই। কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে। দেখে নেওয়া যাক এই তালিকায় কোন কোন ক্রোমবুক রয়েছে।
এইচপি ক্রোমবুক ১১এ- অ্যামাজনে এই ক্রোমবুকের দাম ২৫,৪৭৫ টাকা। এখানে রয়েছে AMD A4-9120C APU ডুয়াল কোর প্রসেসর এবং ১১.৬ ইঞ্চির এইচডি ডিসপ্লে। ৪ জিবি র্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে এই ক্রোমবুকে। পরিচালিত হয় ক্রোম অপারেটিং সিস্টেমের সাহায্যে। এই ক্রোমবুকে এইচডি ওয়েবক্যাম রয়েছে। ৪৭Wh ব্যাটারি এবং ৪৫ ওয়াটের চার্জিং সাপোর্টও রয়েছে। এছাড়াও এইচপির এই ক্রোমবুকে রয়েছে একটি স্পিল রেসিসট্যান্ট ব্যাকলিট কিবোর্ড এবং একটি টাচপ্যাডে যেখানে রয়েছে মাল্টি টাচ ফিচার সাপোর্ট।
লেনোভো ক্রোমবুক ১৪ই- অ্যামাজনে এই ক্রোমবুকের দাম ২৪,৯৯০ টাকা। এখানে রিয়েছে একটি ওয়াটার রেসিসট্যান্ট কিবোর্ড। AMD A30115Ce প্রসেসর, ১৪ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে এই ক্রোমবুকে। এখানেও রয়েছে এইচডি ওয়েবক্যাম এবং AMD Radeon গ্র্যাফিক্স। একবার চার্জ দিলে ১০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ থাকবে বলে দাবি করেছে লেনোভো সংস্থা।
এইচপি ক্রোমবুক মিডিয়াটেক এমটি৮১৮৩- অ্যামাজনে এই ক্রোমবুকের দাম ২৩,৪৯০ টাকা। এখানে রয়েছে মিডিয়াটেক প্রসেসর, ক্রোম ওএস সাপোর্ট, ১১.৬ ইঞ্চির ডিসপ্লে, ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। স্লিক ডিজাইনের হাল্কা এই ক্রোমবুকে একবার চার্জ দিলে ১২ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকে। এছাড়াও এই ক্রোমবুকে রয়েছে গুগল অ্যাসিসট্যান্ট সাপোর্ট।
আসুস ক্রোমবুক ফ্লিপ- এই ক্রোমবুকের দাম অ্যামাজনে ২৪,৯৯৯ টাকা। এখানে রয়েছে ৩৬০ ডিগ্রি কনভার্টিবল টাচ স্ক্রিন ডিসপ্লে, ডুয়াল ক্যামেরা। এছাড়াও রয়েছে ৪ জিবি র্যাম, ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। একবার চার্জ দিলে ১০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে।
এসার ক্রোমবুক ৩১১ সি৭৩৩-সি৫এ- ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ক্রোমবুক কেনা যাবে ২৩,৯৯০ টাকায়। এখানে রয়েছে Intel Celeron dual-core N4020 প্রসেসর। ক্রোম ওএস দ্বারা পরিচালিত এই কোমবুকে ৪ জিবি র্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। ১১.৬ ইঞ্চির ডিসপ্লের সঙ্গে ইন্টেল আলট্রা এইচডি গ্রাফিক্স ৬০০ দেখা যাবে এই ক্রোমবুকে। একবার চার্জ দিলে ১২.৫ ঘণ্টা মতো চার্জ থাকবে বলে দাবি করেছে এসার সংস্থা।
লেনোভো আইডিয়াপ্যাড ৩ ১১ ক্রোমবুক- অ্যামাজনে এই ক্রোমবুকের দাম ২৪,০৯০ টাকা। ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে এই ক্রোমবুকে। ক্রোম ওএস এর সাহায্যে পরিচালিত হয় এই ল্যাপটপ। এখানে রয়েছে ইন্টেল সেলেরন প্রসেসর। ১১.৬ ইঞ্চির এইচডি ডিসপ্লে এবং এইচডি ওয়েবক্যাম রয়েছে এই ক্রোমবুকে। হাল্কা ওজনের এই ক্রোমবুকে একবার চার্জ দিলে ১০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে বলে দাবি করেছে সংস্থা।
আসুস ক্রোমবুক সি২২৩- এই ক্রোমবুকের দাম অ্যামাজনে ২৩,৯৬৬ টাকা। একদম হাল্কা এই ক্রোমবুকের ওজন এক কেজিরও কম। ১১.৬ ইঞ্চির ডিসপ্লে রয়েছে এই ক্রোমবুকে। এছাড়াও রয়েছে ইন্টেল UDH গ্রাফিক্স কার্ড, মাল্টিপল কানেক্টিভিটি পোর্ট, ৪ জিবি র্যাম, ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ, ক্রোম ওএস সাপোর্ট। এই ক্রোমবুকে রয়েছে Intel dual-core Celeron N3350 প্রসেসর।
এইচপি ক্রোমবুক- ২৭,৪৯০ টাকায় অ্যামাজন থেকে এই ক্রোমবুক কেনা যাবে। এইচপির এই ক্রোমবুকে রয়েছে Intel Celeron N4020 প্রসেসর, ১৪ ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে, ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি এসএসডি স্পেস। এই ক্রোমবুকের ওজন ১.৪৬ কিলোগ্রাম। গুগল অ্যাসিসট্যান্ট সাপোর্ট রয়েছে এই ক্রোমবুকে। ইউজাররা ১০০ জিবি গুগল ড্রাইভ স্টোরেজও পাবেন। ক্রোম ওএস- এর সাহায্যে পরিচালিত এই ক্রোমবুক।
আরও পড়ুন- Realme Book Enhanced Edition: রিয়েলমির নতুন ল্যাপটপ এসে গেল, দাম ও ফিচার্স জেনে নিন