AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

23 হাজারের প্রিমিয়াম স্মার্টওয়াচ মিলছে সস্তায়, ফ্যান হয়ে যাবেন ফিচার দেখলে

Fossil Gen 6 Smartwatch Price: এই স্মার্টওয়াচটি Wear OS by Google-এ চলে। 2022 সালে আসা এই স্মার্টওয়াচটি বিরাট জনপ্রিয় একটি স্মার্টওয়াচ। এতে একটি 1.28-ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে যার রেজোলিউশন 416 x 416 পিক্সেল। এর ডিসপ্লে বেশ বড় এবং আপনি এতে অনেক ধরনের কন্টেন্ট দেখতে পারবেন। পারফরম্যান্সের দিক থেকে এই স্মার্টওয়াচটি কারো থেকে পিছিয়ে নেই।

23 হাজারের প্রিমিয়াম স্মার্টওয়াচ মিলছে সস্তায়, ফ্যান হয়ে যাবেন ফিচার দেখলে
| Edited By: | Updated on: Dec 02, 2023 | 12:25 PM
Share

সাধারণ ঘড়িকে পিছনে ফেলে বাজারে এখন প্রচুর স্মার্টওয়াচ এসেছে। তবে প্রিমিয়াম স্মার্টওয়াচগুলির দাম অনেকটাই বেশি হয়। সেক্ষেত্রে কেনার প্ল্যান করেও অনেকেই কিনে উঠতে পারেন না। এবার আপনাকে একটি সুখবর দেওয়া হবে। অনলাইনে অনেক কমে আপনি আপনার পছন্দ মতো একটি স্মার্টওয়াচ কিনে ফেলতে পারবেন। আপনি ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon-এ বাম্পার ডিসকাউন্ট সহ কিনতে পারবেন।

Fossil Gen 6 কিনুন অনেক সস্তায়-

যদিও এই স্মার্টওয়াচটির আসল দাম 23,995 টাকা, কিন্তু আপনি এটি ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon থেকে 50 শতাংশ ছাড়ে মাত্র 11,997 টাকায় কিনতে পারবেন। আপনি যদি একবারে এত টাকা দিতে না চান, তাহলে আপনি প্ল্যাটফর্মে EMI-এর অপশনও পাবেন।

কেনার আগে এর ফিচার দেখে নিন:

এই স্মার্টওয়াচটি Wear OS by Google-এ চলে। 2022 সালে আসা এই স্মার্টওয়াচটি বিরাট জনপ্রিয় একটি স্মার্টওয়াচ। এতে একটি 1.28-ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে যার রেজোলিউশন 416 x 416 পিক্সেল। এর ডিসপ্লে বেশ বড় এবং আপনি এতে অনেক ধরনের কন্টেন্ট দেখতে পারবেন। পারফরম্যান্সের দিক থেকে এই স্মার্টওয়াচটি কারো থেকে পিছিয়ে নেই। Fossil Gen 6 Qualcomm Snapdragon Wear 4100+ প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসর স্মার্টওয়াচটিকে দ্রুত এবং সঠিকভাবে চলতে সাহায্য করে। আপনি Fossil Gen 6-এ অনেক ফিটনেস ট্র্যাকিং ফিচার পাবেন, যার মধ্যে রয়েছে হার্ট রেট, স্টেপ কাউন্ট, ক্যালোরি খরচ আরও অনেক কিছু।

কানেক্টিভিটি:

Fossil Gen 6-এ Bluetooth 5.0 এবং Wi-Fi কানেক্টিভিটি রয়েছে। আপনি সহজেই এটিকে আপনার স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করতে পারবেন। আপনার ফোনের সঙ্গে সঙ্গে এই স্মার্টওয়াচটিতে সমস্ত কম আর মেসেজ আসবে। এমনকি এই স্মার্টওয়াচ থেকেই আপনি বিভিন্ন অ্যাপে কাজ করতে পারবেন। এছাড়াও, আপনি এই স্মার্টওয়াচে স্মার্টফোনের মতো ফিচার পাবেন, যার মধ্যে রয়েছে গুগল অ্যাসিস্ট্যান্ট, গুগল পে, স্পটিফাই, গুগল ম্যাপ ইত্যাদি।