WhatsApp Tips: হোয়াটসঅ্যাপ লোগোর রং বদলাতে জানেন? সহজ পদ্ধতি শিখে নিন এখনই

WhatsApp Golden Logo: আপনি চাইলে হোয়াটসঅ্যাপ লোগোর রংটাও বদলে নিতে পারেন। কী ভাবে, তা এখনই জেনে নিন।

WhatsApp Tips: হোয়াটসঅ্যাপ লোগোর রং বদলাতে জানেন? সহজ পদ্ধতি শিখে নিন এখনই
সবুজ থেকে গোল্ডেন, কী ভাবে করবেন?
Follow Us:
| Edited By: | Updated on: Dec 29, 2021 | 10:24 PM

দেখতে দেখতে চলে গেল ক্রিসমাস। আর এবার বর্ষবরণের পালা। বর্ষবরণ মানেই বাড়িটা একটু সাজিয়ে গুছিয়ে রাখা, ঝলমলে আলোয় পুরনো বাড়িটাই নতুন বছরে একটু নতুন স্বাদে ফিরে পাওয়া। শুধু বাড়ি কেন, আপনি চাইলে হোয়াটসঅ্যাপেও একটা নতুন লুক দিতে পারেন! আরামসে এই মেসেজিং শেয়ার প্ল্যাটফর্ম ডেকোরেট করতে পারেন। হোয়াটসঅ্যাপ লোগোতে যে সবুজ রং রয়েছে, সেটারই লুক বাদলাতে পারেন নতুন রং দিয়ে। খুব সহজ ট্রিক রয়েছে, যার সাহায্যে হোয়াটসঅ্যাপ লোগো সবুজ থেকে গোল্ডেন বা সোনালি (WhatsApp Golden Logo) হয়ে উঠবে। কী ভাবে, তাই এক বার জেনে নিন।

হোয়াটসঅ্যাপ আইকনের রং যে ভাবে বদলাবেন

১) প্রথমেই আপনার স্মার্টফোন থেকে নোভা লঞ্চার (Nova Launcher) ডাউনলোড করে নিন।

২) ডাউনলোড হয়ে গেলে নোভা লঞ্চার অ্যাপটি ফোন থেকে খুলুন। যে স্টাইলটি পছন্দ হচ্ছে, সেটি বেছে নিন।

৩) স্টাইল বাছার পরে গোল্ডেন হোয়াটসঅ্যাপ আইকনের ছবিটি আপনাকে খুঁজে বের করতে হবে।

৪) যত বার ডাউনলোড করতে চান, তত বারই ডাউনলোড করার অপশন দেওয়া হবে আপনাকে।

৫) এবার দু’সেকেন্ডের জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ আইকনে ট্যাপ করতে হবে, যার সাহায্যে আপনার হোয়াটসঅ্যাপের সবুজ লোগো গোল্ডেন হয়ে যাবে।

৬) এবার আপনার স্ক্রিন উইন্ডোতে একটি এডিটিং পেনসিল দেখতে পাবেন। সেটায় ট্যাপ করে আপনার ফটো গ্যালারি থেকে হোয়াটসঅ্যাপের গোল্ডেন লোগোর ছবিটি বেছে নিন।

৭) সবশেষে ডান অপশনে ক্লিক করুন। তার পরই আপনার হোয়াটসঅ্যাপ লোগোর ছবিটি সবুজ থেকে গোল্ডেন হয়ে যাবে।

৮) তবে এক্ষেত্রে আপনাকে একটি বিষয় মাথায় রাখতে হবে, যে গোল্ডেন রঙের হোয়াটসঅ্যাপ আইকন আপনি দিতে চলেছেন তার কোয়ালিটি যেন ভাল হয় এবং PNG ফর্ম্যাটে তা থাকে। অস্বচ্ছ ছবি হলে হোয়াটসঅ্যাপ কিন্তু তা কোনও মতেই গ্রহণ করবে না।

চলতি বছরে পাল্লা দিয়ে একের পর এক ফিচার্স রোল আউট করেছে হোয়াটসঅ্যাপ। যদিও বছরের শুরুটা এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মের জন্য কোনও দিক থেকেই ভাল ছিল না। সংস্থার নতুন পলিসি নিয়ে তীব্র বিতর্ক দেখা গিয়েছিল, যে কারণে প্রতিযোগী টেলিগ্রাম ও সিগন্যালে অনেকেই ফিরে গিয়েছিলেন। তবে সেই ধাক্কা সামলে আবার নিজের কেরামতি আরও একবার দেখাতে সক্ষম হয় মেটার এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম। ২০২২ সালেও হোয়াটসঅ্যাপের পাইপলাইনে রয়েছে একাধিক ফিচার্স। সেগুলি কবে নাগাদ লঞ্চ করে, সেটাই এখন দেখার।

আরও পড়ুন: কেওয়াইসি আপডেটের নামে প্রতারণা! আর্থিক ক্ষতি এড়াতে ৪২৬ মিলিয়ন গ্রাহকদের রিলায়েন্স জিওর সতর্কবার্তা

আরও পড়ুন: এবার হোয়াটসঅ্যাপ সার্চেই রেস্তরাঁ, মুদি-দোকান, হোটেল, জামাকাপড়ের দোকানের সুলুকসন্ধান!

আরও পড়ুন: অনলাইনে চাকরি, বিশাল বেতন? সাবধান! ১ লাখ টাকা খোয়ালেন এই মহিলা, জালিয়াতি ধরার উপায় জেনে নিন