Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

AC Repairing Tips: গরমে AC চালু করার আগে মেনে চলুন এসব জিনিস, নইলে বিপদ

AC Cleaning Tips: আপনার বাড়িতে হয়তো AC আছে। গরমকালে এসি ছাড়া ভাবতেই পারেন না। তবে যদি গরমে আপনার এসি ঠিকভীবে না চলে তাহলে তার থেকে বিরক্তির কিছু আর হতে পারে না।

AC Repairing Tips: গরমে AC চালু করার আগে মেনে চলুন এসব জিনিস, নইলে বিপদ
Follow Us:
| Edited By: | Updated on: Feb 17, 2023 | 10:45 AM

Latest Tech Tips: শীতের দিন শেষ হয়ে এবার গ্রীষ্ম শুরু হতে চলেছে। আপনার বাড়িতে হয়তো AC আছে। গরমকালে এসি ছাড়া ভাবতেই পারেন না। তবে যদি গরমে আপনার এসি ঠিকভীবে না চলে তাহলে তার থেকে বিরক্তির কিছু আর হতে পারে না। তাই গরম আসার আগেই AC-এর দেখভাল করে নিন। কারণ AC-এর যত্ন না নিলে তা সম্পূর্ণ খারাপ হয়ে যাওয়ার সম্ভবনা থাকে। তাই আপনার একটি ভুলের জন্য আপনাকে 5 হাজার টাকা পর্যন্ত গুনতে হতে পারে। আগে থেকেই সতর্ক হোন। বিশেষ করে যখনই আপনি অনেকদিন এসি বন্ধ রাখেন এবং তারপর আবার চালু করেন, তখন আপনার AC-এর উপর অনেক চাপ পড়ে। কুলিং কয়েল জ্যামও হয়ে যেতে পারে। আর তখন কুলিং কয়েল কিনতে আপনাকে 10-15 হাজার টাকা খরচ করতে হয়। এবার এখন নিশ্চয়ই ভাবছেন, তাহলে কোন কোন দিকে আপনার খেয়াল রাখা উচিত? এখানে সেটিই আপনাকে জানানো হবে।

ac repairr

রোদে এসির মেশিন লাগানো থাকলে তা সরিয়ে ফেলুন:

আপনার বাড়ির এসির মেশিনটি যদি রোদে সেট করা থাকে, তাহলে তার অবস্থান পরিবর্তন করে নিন। কারণ রোদে রাখলে আপনার এসির কম্প্রেসারের ওপর চাপ পড়ে। এছাড়াও, এসি খুব গরম হয়ে যায় এবং ঘর ঠান্ডা করার ক্ষমতা কমে যায়। এটি প্রায়ই স্প্লিট এসির ক্ষেত্রে দেখা যায়। উইন্ডো এসির ক্ষেত্রেও যে, এমনটি হল না তা কিন্তু নয়। তেই চেষ্টা করুন এসির মেশিনটিকে ছায়ায় বা যেখানে রোদ একেবারেই পৌছোয় না সেখানে লাগাতে। এতে আপনার এসি একদম ঠিক থাকবে।

এয়ার ফিল্টার ক্লিনিং-এর দিকে খেয়াল রাখুন:

এসির ফিল্টার পরিষ্কার করাও খুবই গুরুত্বপূর্ণ কাজ। আপনি যদি সময়ে সময়ে এসি ফিল্টারও পরিষ্কার করেন, তাহলে আপনার খুব একটা সমস্যা হবে না। কিন্তু যদি না করে থাকেন তাহলে এয়ার ফিল্টার ক্লিনিং-এর দিকে খেয়াল রাখুন। একটি নির্দিষ্ট সময়ের পর মনে করে এয়ার ফিল্টার পরিষ্কার করুন। এর সবচেয়ে বড় সুবিধা হল কুলিং কয়েলও নোংরা হয় না। এই কারণেই আপনার উচিত সময়ে সময়ে কুলিং কয়েল পরিষ্কার করা।