নতুন JioBook ল্যাপটপ আসছে 31 জুলাই, মাত্র 20,000 টাকা দামে একাধিক অনবদ্য ফিচার্স
2023 JioBook Laptop: টিজ়ার থেকেই জানা গিয়েছে, JioBook Laptop ভারতে লঞ্চ করা হবে 31 জুলাই। অ্যামাজ়ন থেকেই বিক্রি করা হবে ল্যাপটপটি। প্রাথমিক ভাবে 2022 JioBook ল্যাপটপটি রিলায়েন্স ডিজিটাল স্টোর থেকেই বিক্রয় করা হবে বলে জানা গিয়েছিল। তবে নতুন মডেলটি Amazon থেকেও বিক্রয় করা হবে।
Reliance Jio Laptop নিয়ে বিগত বেশ কিছু মাস ধরে জল্পনা চলছে। গত অক্টোবরে সেই ল্যাপটপের ঘোষণা করেছিল মুম্বইয়ের টেলিকম জায়ান্টটি। আগেই জানা গিয়েছিল, সস্তার এই ল্যাপটপে থাকবে আকর্ষণীয় কিছু ফিচার্স। এবার সেই ল্যাপটপেরই একটা টিজ়ার প্রকাশ করল Amazon। সেই টিজ়ার থেকেই জানা গিয়েছে, JioBook Laptop ভারতে লঞ্চ করা হবে 31 জুলাই। অ্যামাজ়ন থেকেই বিক্রি করা হবে ল্যাপটপটি। প্রাথমিক ভাবে 2022 JioBook ল্যাপটপটি রিলায়েন্স ডিজিটাল স্টোর থেকেই বিক্রয় করা হবে বলে জানা গিয়েছিল। তবে নতুন মডেলটি Amazon থেকেও বিক্রয় করা হবে।
গত অক্টোবরে JioBook ল্যাপটপের যে লুক দেখা গিয়েছিল, নতুন টিজ়ার থেকেও সেই একই ডিজ়াইন নজরে এসেছে। নীল রঙের, কমপ্যাক্ট ফর্ম ফ্যাক্টরের এই জিওবুক ল্যাপটপ সম্পর্কে টিজ়ারে বলা হচ্ছে, ‘সমস্ত বয়সের প্রোডাক্টিভিটি, বিনোদন এবং খেলা’র সবথেকে সেরা ডিভাইস। এই ল্যাপটপ 4G কানেক্টিভিটি সাপোর্ট করবে, রয়েছে অক্টা-কোর প্রসেসর। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, হাই-ডেফিনিশন ভিডিয়ো স্ট্রিমিং, বিভিন্ন অ্যাপ্লিকেশন, বিবিধ সফটওয়্যার সহ যাবতীয় সবকিছু অতি সহজে মাল্টিটাস্কিং করতে দেয় ল্যাপটপটি।
টিজ়ার থেকে আরও একটি বিষয়ে পরিষ্কার হওয়া গিয়েছে যে, এই Jio Laptop ওজনে খুবই হাল্কা, মাত্র 990 গ্রামের। একবার চার্জে এই ল্যাপটপ তার ব্যবহারকারীদের একদিনের ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। Amazon লিস্টিংয়েও এই ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ এবং একদিন চার্জিংয়ের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
প্রাথমিক ভাবে পড়ুয়াদের জন্য নিয়ে আসা 2022 JioBook ল্যাপটপটি ছিল লিমিটেড এডিশনের। নতুন যে মডেলটি লঞ্চ করা হবে, তা আগের মডেলের তুলনায় অনেক দিক থেকেই আলাদা হবে বলে মনে করা হচ্ছে। ব্রাউজ়িং, পড়াশোনা এবং সর্বোপরি বিনোদনের জন্য ল্যাপটপটি নিয়ে আসে হয়েছিল। সেই মডেলে ছিল একটি 11.6 ইঞ্চির HD ডিসপ্লে। প্রশস্ত বেজ়েল রয়েছে, সেই সঙ্গে ভিডিয়ো কলিংয়ের জন্য ল্যাপটপের সামনে 2MP ক্যামেরা রয়েছে।
পারফরম্যান্সের দিক থেকে এই ল্যাপটপ চালিত হবে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 665 প্রসেসরের সাহায্যে। গ্রাফিক্সের জন্য থাকছে Adreno 610 GPU। স্টোরেজের দিক থেকেও সেরা এই ল্যাপটপে রয়েছে 2GB RAM। আপনার মাল্টিটাস্কিং যাতে কোনও ভাবে প্রভাবিত না হয়, তার জন্য থাকছে একটি 32GB eMMC স্টোরেজ, যা আপনি 128GB পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন। অত্যন্ত স্মুধ পারফরম্যান্সের জন্য ল্যাপটপটিতে রয়েছে JioOS।
রয়েছে অত্যন্ত শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি। Reliance Jio-র তরফ থেকে দাবি করা হচ্ছে, একচার্জে এই ব্যাটারি 8 ঘণ্টার ব্যাকআপ দিতে পারে। হিট এমিসনের জন্য এই ল্যাপটপে থাকছে প্যাসিভ কুলিং সাপোর্ট। প্রাথমিক ভাবে দেশে এই ল্যাপটপ লঞ্চ করা হয়েছিল মাত্র 20,000 টাকায়।