JioBook Laptop: হার্ডওয়্যার অ্যাপ্রুভাল পেল জিওবুক, থাকতে পারে Windows 10, এ বছরই মার্কেটে রিলায়েন্স জিও-র সস্তার ল্যাপটপ

Reliance Jio Laptop: কটি নতুন রিপোর্ট থেকে রিলায়েন্স জিও-র ল্যাপটপের আরও একাধিক তথ্য জানা গেল, যার মধ্যে উল্লেখযোগ্য হল উইন্ডোজ় ১০। জিওবুক ল্যাপটপের ফিচার্স, স্পেসিফিকেশনস ও অন্যান্য সব জরুরি তথ্য এক নজরে দেখে নেওয়া যাক।

JioBook Laptop: হার্ডওয়্যার অ্যাপ্রুভাল পেল জিওবুক, থাকতে পারে Windows 10, এ বছরই মার্কেটে রিলায়েন্স জিও-র সস্তার ল্যাপটপ
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Feb 06, 2022 | 6:43 PM

সম্প্রতি দেশবাসীর জন্য সস্তার ৪জি স্মার্টফোন নিয়ে এসেছে রিলায়েন্স জিও (Reliance Jio), যার নাম জিওফোন নেক্সট। পাশাপাশি সস্তার একাধিক ডিভাইস লঞ্চ করার মধ্যে দিয়ে দেশে একটি ইকোসিস্টেম তৈরি করতে তৎপর মুকেশ আম্বানির টেলিকম সংস্থাটি। গত বছরই জানা গিয়েছিল যে, রিলায়েন্স জিও একটি কম দামি ল্যাপটপও (Most Affordable Laptop) বাজারে নিয়ে আসতে চলেছে। একাধিক তথ্যও সেই সময় লিক হয়েছিল জিওবুক (JioBook) ল্যাপটপ সম্পর্কে। চলতি বছরেই জিওবুক ভারতে লঞ্চ হতে পারে। এবার একটি নতুন রিপোর্ট থেকে রিলায়েন্স জিও-র ল্যাপটপের আরও একাধিক তথ্য জানা গেল, যার মধ্যে উল্লেখযোগ্য হল উইন্ডোজ় ১০। জিওবুক ল্যাপটপের ফিচার্স, স্পেসিফিকেশনস ও অন্যান্য সব জরুরি তথ্য এক নজরে দেখে নেওয়া যাক।

জিওবুক ল্যাপটপ: যা জানা জরুরি

চলতি বছরেই লঞ্চ করে যেতে পারে রিলায়েন্স জিও-র সস্তার ল্যাপটপ। ৯১মোবাইলস-এর একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, রিলায়েন্স জিও তার ল্যাপটপের জন্য হার্ডওয়্যার অ্যাপ্রুভালও পেয়ে গিয়েছে। টিপস্টার মুকুল শর্মা এই ডেভেলপমেন্ট সর্বপ্রথম খেয়াল করে ট্যুইট করেন। আর সেখান থেকেই মনে করা হচ্ছেস জিওবুক ল্যাপটপ জলদিই ভারতে লঞ্চ করে যেতে পারে। লিস্টিং থেকে জানা গিয়েছে, জিওবুক ল্যাপটপটি চালিত হতে পারে উইন্ডোজ় ১০ অপারেটিং সিস্টেমের সাহায্যে। এই ডিভাইসের প্রডাক্ট আইডি 400830078 বলেও জানা গিয়েছে লিস্টিং থেকে।

গত বছর অক্টোবরেই যেখানে উইন্ডোজ় ১১ সাপোর্টেড একাধিক ল্যাপটপ বাজারে আসতে শুরু করেছে, সেখানে রিলায়েন্স জিও তার ল্যাপটপে উইন্ডোজ় ১০ দিচ্ছে। আর সেই কারণেই জিওবুক ল্যাপটপের দাম যে বেশ কিছুটা কম হতে চলেছে, তা-ও একপ্রকার পরিষ্কার। তবে হ্যাঁ, এ-ও হতে পারে যে, ফাইনাল প্রডাক্ট লঞ্চের সময় জিওবুক উইন্ডোজ় ১১-সহ আসবে বা হয়তো পরবর্তীতে উইন্ডোজ় ১১ দ্বারা আপগ্রেড করা যাবে। লিস্টিং থেকে আরও একটি বিষয় জানা গিয়েছে, সেটি হল একটি কোম্পানির নাম – এমডোর ডিজিটাল টেকনোলজি কো লিমিটেড। হতে পারে, জিও ভেন্ডরের কাছ থেকে ল্যাপটপ ক্রয় করে নিজেদের ব্র্যান্ডিংয়ে সেগুলি মার্কেটে ছাড়বে।

জিওবুক ল্যাপটপ সম্পর্কে এই মুহূর্তে এর থেকে বেশি তথ্য জানা যায়নি। তবে এর আগে এই ল্যাপটপ হাডির হয়েছিল ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস অর্থাৎ বিআইএস সার্টিফিকেশন ওয়েবসাইট এবং গিকবেঞ্চে। সেই গিকবেঞ্চ লিস্টিং থেকে জানা গিয়েছিল, এই ল্যাপটপে ২জিবি পর্যন্ত র‌্যাম ও মিডিয়াটেক এমটি৮৭৮৮ চিপসেট থাকতে পারে। সফ্টওয়্যার হিসেবে এই ল্যাপটপে অ্যান্ড্রয়েড ১১, যা সচরাচর ফোনের ক্ষেত্রে হয়ে থাকে। হতে পারে, ল্যাপটপের অন্য ভ্যারিয়েন্টের জন্য এই সার্টিফিকেশন পেয়েছে জিওবুক।

রিলায়েন্স জিও-র প্রথম ল্যাপটপ কবে নাগাদ লঞ্চ হতে পারে, সে বিষয়ে সংস্থার তরফ থেকে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি। তবে একবার যখন হার্ডওয়্যার আপ্রুভার যখন এই ল্যাপটপ পেয়েছে, তাই লঞ্চ হতে যে খুব একটা দেরি নেই, তা জলের মতোই স্পষ্ট।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

আরও পড়ুন: আপনার ওয়াই-ফাই ব্যবহার করছে পাড়া-পড়শির সবাই! কী ভাবে বুঝবেন, নেটওয়ার্ক থেকে তাদের তাড়াবেনই বা কী ভাবে?

আরও পড়ুন: মেটাভার্সে পদার্পণ রিলায়েন্স জিও-র, প্রণব মিস্ত্রির টেক স্টার্ট-আপে ১১২ কোটি টাকা বিনিয়োগ

আরও পড়ুন: জিও, এয়ারটেল, ভোডাফোনের রিচার্জ প্ল্যানের খরচ বৃদ্ধির খেসারত দিচ্ছে ফেসবুক, ভারতে ইউজার গ্রোথে সবথেকে বড় পতন!