Wi-Fi Network: আপনার ওয়াই-ফাই ব্যবহার করছে পাড়া-পড়শির সবাই! কী ভাবে বুঝবেন, নেটওয়ার্ক থেকে তাদের তাড়াবেনই বা কী ভাবে?
ওয়াই-ফাই কেউ চুরি করলে কী ভাবে বুঝবেন, যারা চুরি করছে, তাদের তাড়াবেন কী ভাবে, ভবিষ্যতে যাতে ওয়াই-ফাই চুরি না হয়, তা নিশ্চিত করতে কী করবেন, সেই সব তথ্যই জেনে নিন।
ইন্টারনেটের সেই শুরুর লগ্ন থেকে আজ ইস্তক, অনেকটাই এগিয়েছে সে। একটা সময় যে ইন্টারনেট কলেজ পড়ুয়া, রিসার্চ স্কলারদের মধ্যেই সীমাবদ্ধ ছিল, সে আজ মানুষের ড্রয়িং রুমে ঢুকে পড়েছে। আবার প্রত্যেকের পকেটেও তার বিচরণ। কোভিড অতিমারির পর থেকে এখনও পর্যন্ত বহু মানুষ ওয়ার্ক ফ্রম হোম করে চলেছেন, যার জন্য অত্যন্ত প্রয়োজনীয় হল একটি জবরদস্ত ইন্টারনেট কানেকশন। আর সঙ্গে একটা রাউটার-জুড়ে সেটি ওয়াই-ফাই কানেকশন (Wi-Fi) হয়ে গেলে তো আলাদাই মজা! কাজটা যেন মাখনের মতো সহজ হয়ে যায়। কিন্তু সেই ওয়াই-ফাই যদি কেউ চুরি (Wi-Fi Stolen) করে, কী ভয়ানক সমস্যাটা হতে পারে তখন, ভেবে দেখেছেন? হয়তো আপনার সঙ্গেই হয়, হুট করে অনেকটা নেমে যায় ইন্টারনেটের স্পিড (Internet Speed)। আর আপনি ধরতেই পারেন না। ওয়াই-ফাই কেউ চুরি করলে কী ভাবে বুঝবেন, যারা চুরি করছে, তাদের তাড়াবেন কী ভাবে, ভবিষ্যতে যাতে ওয়াই-ফাই চুরি না হয়, তা নিশ্চিত করতে কী করবেন, সেই সব তথ্যই জেনে নেওয়া যাক।
ওয়াই-ফাই চুরি হলে কী ভাবে বুঝবেন?
ইন্টারনেট কানেকশন স্লো হয়ে গেলে প্রোভাইডারকে ফোন করি আমরা। হয়তো প্রোভাইডারের দিক থেকে সমস্যা থাকে বা থাকতেও পারে। কিন্তু আপনার ওয়াই-ফাই অন্য কেউ ব্যবহার করলেও ইন্টারনেট স্পিড কম হয়ে যেতে পারে। তাই ওয়াই-ফাই চুরি হলে তা বোঝার সবথেকে ভাল উপায় হল ইন্টারনেট কানেকশন স্লো হয়ে যাচ্ছে কি না, তা দেখা। এছাড়াও ওয়াই-ফাই চুরি হলে তা বোঝার একাধিক টুল রয়েছে। সেগুলিই একবার জেনে নিন।
রাউটারের স্টেটাস লাইট চেক করুন
পড়শি বা অন্য কেউ আপনারই ওয়াই-ফাই চুরি করছে কি না, তা বোঝার সবথেকে ভাল উপায় হল, রাউটারের লাইট স্টেটাস দেখা। তবে তার জন্য আপনার যতগুলি ডিভাইস কানেক্টেড রয়েছে, সেগুলি ডিসকানেক্ট করতে হবে। অথবা আপনার ব্যবহৃত ওয়্যারলেস সবকটি ডিভাইসকে এয়ারপ্লেন মোডে পাঠিয়েও অফলাইন রাখতে পারেন। আপনার কোনও ডিভাইস যদি ওয়াই-ফাই কানেক্টেড না থাকে, তাহলে দেখবেন রাউটারের সিগন্যাল লাইট জ্বলজ্বল করবে না, সেটি স্তব্ধ থাকবে। আর তারপরেও যদি তা জ্বলজ্বল করে, তাহলে বুঝতে হবে অন্য কেউ সেই ওয়াই-ফাই কানেকশন ব্যবহার করছেন।
ওয়াই-ফাই ডিটেক্টিভ অ্যাপ ব্যবহার করুন
একাধিক অ্যাপ রয়েছে যেগুলি আপনাকে দেখাবে যে, মোট কতগুলি ডিভাইস আপনার ওয়াই-ফাই কানেকশন ব্যবহার করছে। মূলত নেটওয়ার্ক স্ক্যানিংয়ের মাধ্যমে অ্যাপগুলি কানেক্টেড ডিভাইসের তালিকা আপনার সামনে হাজির করে। এদের মধ্যেই একটি অত্যন্ত বিশ্বস্ত অ্যাপ হল ওয়াইফাই গার্ড। আইওএস এবং অ্যান্ড্রয়েড দুই প্ল্যাটফর্মের জন্যই অ্যাপটি উপলব্ধ। আপনার পরিচতি ডিভাইসগুলির সঙ্গেই সেখানে আসবে একটি ‘অজানা ডিভাইস’, সেটি এলেই বুঝতে হবে আপনার ওয়াই-ফাই কানেকশন চুরি হচ্ছে।
রাউটার অ্যাপ ব্যবহার করুন
হালফিলের প্রায় বেশির ভাগ রাউটারেরই একটা আলাদা করে মোবাইল অ্যাপ্লিকেশন থাকে। সেই অ্যাপটি আপনি ডাউনলোড করলে, সেখানে দেখতে পাবেন কতগুলি ডিভাইস কানেক্টেড রয়েছে। সেখানে আপনাকে নেটওয়ার্ক ম্যাপ এবং ক্লায়েন্ট লিস্টও দেখানো হবে। সেই নেটওয়ার্ক ম্যাপ থেকেই দেখে নিতে পারবেন যে, আপনার বাড়ির আশপাশে আর কোথা থেকে ওই ওয়াই-ফাই কানেকশন ব্যবহৃত হচ্ছে এবং আর কোন কোন ক্লায়েন্ট সেটি ব্যবহার করছে, বোঝা যাবে তাও।
আপনার ওয়াই-ফাই নেটওয়ার্ক থেকে অন্যদের তাড়াবেন কী ভাবে?
১) রাউটারের মোবাইল অ্যাপ হা অ্যাডমিন কন্ট্রোল প্যানেলে যদি অননুমোদিত ক্লায়েন্ট হিসেবে কাউকে দেখতে পান, তাহলে সেই ডিভাইসের এন্ট্রি সিলেক্ট করুন। তারপরে আপনার কাছে তিনটি অপশন দেখানো হবে – ব্লক, ব্যান বা ইজেক্ট। আপনার ইচ্ছে অনুযায়ী যে কোনও একটি বেছে নিন।
২) তবে ব্লক করার থেকেও সবথেকে কার্যকরী উপায় হল নিজের ওয়াই-ফাই পাসওয়ার্ড বদলে দেওয়া। আর আপনি যদি কোনও পাসওয়ার্ড দ্বারা আপনার ওয়াই-ফাই সুরক্ষিত না করে থাকেন, তাহলে নেটওয়ার্ক সিকিওরিটি যত দ্রুত সম্ভব টার্ন অন করুন এবং একটি পাসওয়ার্ড দিয়ে দিন।
ওয়াই-ফাই কানেকশন সুরক্ষিত রাখার উপায়
১) বেশ বড় এবং একটি জটিল পাসওয়ার্ড বেছে নিন।
২) রাউটারের লগইন তথ্য পরিবর্তন করুন।
৩) রাউটারের এসএসআইডি লুকিয়ে রাখুন। এটি করে রাখলে যে কেউ তাঁর নিকটবর্তী কোথায় ওয়াই-ফাই কানেকশন রয়েছে, একাধিক অপশন পেলেও আপনারটি দেখতে পাবে না।
৪) এয়ারস্নেয়ার নামের একটি ইন্টারনেট মনিটরিং সফ্টওয়্যার ব্যবহার করতে পারেন। অজানা ডিভাইস লগইন করলেই আপনাকে সতর্ক করবে এই সফ্টওয়্যার।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
আরও পড়ুন: ফেব্রুয়ারি মাসে যে ৫ অ্যাপ আপনার ফোনে রাখতেই হবে
আরও পড়ুন: এবার মাত্র ১৪৯ টাকায় এয়ারটেল এক্সট্রিম প্রিমিয়াম প্যাক, হইচই-সহ মোট ১৩ ওটিটি অফার, ১০ হাজার সিনেমা