AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

iPhone SE 3 and New iPad: আইফোন এসই৩ এবং নতুন আইপ্যাড লঞ্চ হতে পারে আসন্ন মার্চ মাসের অ্যাপেল ইভেন্টে

শোনা গিয়েছে যে, ভারতে খুব শিগগিরই লঞ্চ হতে পারে আইফোন এসই থ্রি। একই সঙ্গে লঞ্চ হতে পারে নতুন একটি আইপ্যাড।

iPhone SE 3 and New iPad: আইফোন এসই৩ এবং নতুন আইপ্যাড লঞ্চ হতে পারে আসন্ন মার্চ মাসের অ্যাপেল ইভেন্টে
নতুন আইফোন এসই৩ মডেলে থাকতে পারে ৫জি কানেক্টিভিটি। Photo Credit: 9to5Mac
| Edited By: | Updated on: Feb 05, 2022 | 11:49 PM
Share

আইফোন এসই৩ (iPhone SE 3), অ্যাপেল আইফোন এসই (২০২০) (iPhone SE 2020) ফোনের একটি আপডেটেড ভার্সান, যেখানে আবার ৫জি কানেক্টিভিটি (5G capability) রয়েছে— সেই আইফোন এসই৩ লঞ্চ হতে পারে আগামী ৮ মার্চ বা তার কাছাকাছি সময়ে। শোনা যাচ্ছে, ওই নির্ধারিত সময়ে অ্যাপেলের একটি ইভেন্ট (new Apple event ) হতে পারে। সেখানেই লঞ্চ হতে পারে নতুন আইফোন এসই৩। তার সঙ্গে আবার একটি নতুন আইপ্যাড (new iPad) লঞ্চেরও সম্ভাবনা রয়েছে। ব্লুমবার্গ নিউজ (Bloomberg News) সম্প্রতি এই তথ্যগুলি প্রকাশ করেছে। অন্য একটি রিপোর্টে বলা হয়েছে, আইফোন এসই৩ আসলে গত দু’বছরে আইফোন এসই মডেলের প্রথম আপডেটেড ভার্সান। ৫জি নেটওয়ার্ক, উন্নত ক্যামেরা সেনসর এবং দ্রুততর প্রসেসর নিয়ে লঞ্চ হতে চলেছে এই আইফোন এসই৩।

অন্যদিকে গত বছর অক্টোবর মাসে অ্যাপেল সংস্থা ঘোষণা করেছিল ছিল তারা নতুন ম্যাকবুক প্রো মডেল লঞ্চের পরিকল্পনা করছে যেখানে আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী ইন-হাউস চিপ থাকবে। অনুমান করা হচ্ছে, আইফোন এসই৩- এর সঙ্গে যে নতুন আইপ্যাড লঞ্চের কথা হয়েছে, সেটির কথাই বলা হয়েছে। তবে এখনও একমাসের বেশি দেরি রয়েছে। তাই শেষ মুহূর্তে অ্যাপেল সংস্থা তাদের আইফোন এসই৩ এবং নতুন আইপ্যাড লঞ্চের পরিকল্পনা বাতিল করতে বা পিছিয়ে দিতে পারে। যদিও এই দুই ডিভাইস লঞ্চ প্রসঙ্গে কার্যন্ত মুখে কুলুপ এঁটেছে অ্যাপেল সংস্থা। এখনও এই প্রসঙ্গে অ্যাপেল কর্তৃপক্ষের তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

আবার শোনা গিয়েছে যে, ভারতে খুব শিগগিরই লঞ্চ হতে পারে আইফোন এসই থ্রি। সম্প্রতি একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, দেশে এই ফোনের দাম হবে ২২,৫০০ টাকার কাছাকাছি। আর তা নিয়েই রীতিমতো জল্পনা ছড়িয়েছে চতুর্দিকে। কারণ এত কম দামে আইফোন পাওয়া কার্যত অবিশ্বাস্য ব্যাপার। সংবাদমাধ্যম৯১ মোবাইলস-এর একটি রিপোর্ট থেকে এই তথ্য জানা গিয়েছে। সেখানে বলা হয়েছে, এই আইফোন এসই থ্রি মডেলে দাম হতে পারে ৩০০ মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ২২,৫০০ টাকার কাছাকাছি। আর তাই যদি হয়, তাহলে তা আইফোন এসই ২০২০ মডেলের থেকে অনেকটাই কম হবে।

এর আগে বিভিন্ন লিক থেকে জানা গিয়েছিল, আইফোন এসই থ্রি মডেলে থাকছে একটি ৪.৭ ইঞ্চির এলসিডি ডিসপ্লে এবং তার চারদিকে থাকছে ফ্যাট বেজ়েল। আগের মতো হোম বাটনেই দেওয়া হবে টাচ আইডি সেন্সর। রিয়ার প্যানেলে থাকছে একটি মাত্রই ১২ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৭ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আগের মতোই ওয়াটার ডাস্ট রেজিস্ট্যান্স আইপি৬৭ রেটিংও থাকছে। মূল যে জায়গায় পুরনো মডেলগুলির সঙ্গে আইফোন এসই থ্রি-র পার্থক্য থাকবে, তা হল প্রসেসর। জানা গিয়েছে, এই ফোনটিতে থাকতে পারে এ১৫ বায়োনিক চিপ। এ১৩ চিপের থেকে অনেক ভাল পারফর্ম্যান্স মিলবে এবং সেই সঙ্গেই পাওয়া যাবে ৫জি কানেক্টিভিটিও।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

আরও পড়ুন- Realme Buds Air 3: ভারতে লঞ্চ হতে পারে রিয়েলমি বাডস এয়ার ৩, কবে লঞ্চ হতে পারে?