লুকিয়ে সোনুর পানীয়ে মদ! সলমনের জন্য কী হয়েছিল নায়কের?
সোনু সুদ বলিউডের অন্যতম আলোচিত অভিনেতা। তাঁর ফিটনেসের জন্য আরও বেশি জনপ্রিয়তা লাভ করেছেন নায়ক । পঞ্চাশ ছুঁয়ে ফেললেও, তাঁর সুঠাম দেহ, ফিটনেস রুটিন তাঁকে নতুন প্রজন্মের অভিনেতাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার ক্ষমতা দেয়।
সোনু সুদ বলিউডের অন্যতম আলোচিত অভিনেতা। তাঁর ফিটনেসের জন্য আরও বেশি জনপ্রিয়তা লাভ করেছেন নায়ক । পঞ্চাশ ছুঁয়ে ফেললেও, তাঁর সুঠাম দেহ, ফিটনেস রুটিন তাঁকে নতুন প্রজন্মের অভিনেতাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার ক্ষমতা দেয়। সোনু সুদ নিজে একজন নিরামিষাশী এবং মদ থেকে দূরে থাকেন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, কী ভাবে সলমন খান তাঁকে একবার মদ খাওয়ানোর চেষ্টা করেছিলেন। সলমন তাঁর চোখের আড়ালে নরম পানীয়ের সঙ্গে মদ মিশিয়ে গ্লাসটি সোনুর হাতে ধরিয়ে দিয়েছিলেন। তবে সোনু তা পান না করে গ্লাসটি ফেরত দিয়ে দেন। সোনু বলেন, “যারা মদ্যপান করেন, তাঁদের সাধারণত অন্যদেরকেও এতে শামিল করতে চাওয়ার অভ্যাস থাকে।”
এছাড়া, সোনু তার ডায়েট প্রসঙ্গে বলেন যে, প্রতিদিনের খাদ্যাভ্যাস বেশ সাধারণ এবং ‘বোরিং’। তিনি রুটি খাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছেন, দুপুরে সামান্য ডাল-ভাত খান, এবং তার ডায়েটে কুসুম ছাড়া ডিমের ওমলেট, মরশুমি ফল, সেদ্ধ সবজি, পেঁপে থাকে।
গত ডিসেম্বরে, সোনু সুদ কলকাতায় এসেছিলেন তার আসন্ন সিনেমা ‘ফতেহ’-এর প্রচারের জন্য। শহরের ঐতিহ্য কফি হাউজে গিয়েছিলেন এবং হাওড়া ব্রিজের নীচে ভক্তদের সঙ্গে ছবি তোলেন। বাস ও হলুদ ট্যাক্সিতে চড়ে শহর ঘুরে দেখেন। ‘ফতেহ’ সিনেমাটি ১০ জানুয়ারি মুক্তি পেতে চলেছে, যেখানে সোনু সুদের সঙ্গে অভিনয় করেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ, বিজয় রাজ, নাসিরুদ্দিন শাহ, এবং দিব্যেন্দু ভট্টাচার্য।