Donald Trump: ‘ধ্বংসলীলা চলবে…’, হামাসদের সময় বেঁধে দিয়ে ‘বন্দিদের মুক্ত করার’ হুঁশিয়ারি ট্রাম্পের

Donald Trump: মঙ্গলবার একটি সাংবাদিক সম্মেলনে হামাসের হাতে বন্দি আমেরিকার নাগরিক কথা জিজ্ঞাসা করতেই হুঙ্কার তোলেন ট্রাম্প।

Donald Trump: 'ধ্বংসলীলা চলবে...', হামাসদের সময় বেঁধে দিয়ে 'বন্দিদের মুক্ত করার' হুঁশিয়ারি ট্রাম্পের
Image Credit source: Ilia Yefimovich/picture alliance via Getty Images | PTI
Follow Us:
| Updated on: Jan 08, 2025 | 1:41 PM

ওয়াশিংটন: হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন। তারপরেই আমেরিকার প্রেসিডেন্ট পদে বসবেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। আর তার আগেই বড় বড় হুঁশিয়ারি দিচ্ছেন সদ্য নির্বাচিত এই মার্কিন প্রেসিডেন্ট। হামাসকে রীতিমতো সময় বেঁধে দিয়ে এদিন তিনি বলেন, ‘আগামী ২০ জানুয়ারির মধ্যে বন্দিদের না ছাড়লে মধ্যপ্রাচ্যে ধ্বংসলীলা চলবে।’

মঙ্গলবার একটি সাংবাদিক সম্মেলনে হামাসের হাতে বন্দি আমেরিকার নাগরিক কথা জিজ্ঞাসা করতেই হুঙ্কার তোলেন ট্রাম্প। বলেন, ‘আমেরিকার প্রেসিডেন্ট পদে দায়িত্ব নেওয়ার আগে হামাস যদি বন্দি মার্কিন নাগরিকদের না ছাড়ে, তবে এটা তাদের জন্য তো বটেই, কারোর জন্যই ভাল হবে না। মধ্যপ্রাচ্য জুড়ে ধ্বংসলীলা চলবে।’

মধ্য প্রাচ্যে চলতি অশান্তির মাঝে ট্রাম্পের এই হুঙ্কার আন্তর্জাতিক রাজনীতিতে বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। রাষ্ট্রপতির আসনে বসার পরেই যে মধ্যপ্রাচ্যের দিকে সম্মুখসমরে নামতে পারে মার্কিন সেনাবাহিনী এমনই ইঙ্গিত ট্রাম্পের।

শুধু তা-ই নয়, ইজরায়েলের উপর হামাসের আক্রমণ নিয়েও মুখ খোলেন তিনি। তাঁর কথায়, ‘ওদের (হামাস) অনেক আগেই বন্দিদের (পণবন্দি মার্কিন নাগরিক) ছেড়ে দেওয়া উচিত ছিল। সর্বপরি ওদের কখনওই এদেরকে বন্দি বানানো উচিত হয়নি। এমনকি, ৭ই অক্টোবর ওরা হামলা চালিয়েও যথেষ্ট ভুল করেছে।’

হামাসের হাতে বন্দি মার্কিন নাগরিকদের মুক্ত করতে এর আগেও শান্তিপ্রস্তাবের মাধ্যমে আসরে নেমেছিল বাইডেনের সরকার। নানা ভাবে আলোচনার ব্যবস্থা করে হলেও, বাস্তবে তা ফলপ্রসূ হয়নি বললেই চলে। এবার বছর কাটিয়ে মার্কিন মুলুকে নতুন রাষ্ট্রপতি। সামনের ২০ জানুয়ারি আমেরিকার সাদা বাড়ি থেকে গোটা দেশের দায়িত্বভার নিজের কাঁধে তুলে নেবেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। তার আগেই বাইডেনের ‘শান্তির’ পথে না গিয়ে হামাসদের হাত থেকে বন্দিদের মুক্ত করতে আগ্রাসনকেই বেছে নিলেন তিনি।