রিলায়েন্স জিও-র ওয়েব ব্রাউজ়ারটি (Reliance Jio Browser) সুরক্ষিত রাখতে একটি নতুন ফিচার যোগ করা হল। এর ফলে জিওপেজেস (JioPages) এবার থেকে একটি ইন-বিল্ট ফিচার পেয়ে গেল, যার মাধ্যমে ইউজ়ারদের সব ওয়েব অ্যাক্টিভিটিতে ট্র্যাকারদের নজর রাখা থেকে রোখা যাবে। নতুন সেই ফিচারটির নাম সিকিওর মোড (Secure Mode)। জিওপেজেস-এর এই নতুন টুল ইউজারদের একটা বিষয় নিশ্চিত করছে, প্রাইভেট ব্রাউজ়িংয়ের জন্য এবার থেকে তাঁদের আর এক্সটেনশন ডাউনলোড করতে হবে না। এই নতুন জিওপেজেস সিকিওর মোড ফিচার সম্পর্কে যাবতীয় খুটিনাটি তথ্য জেনে নেওয়া যাক।
জিও সিকিওর মোড কী
রিলায়েন্স জিও-র নিজস্ব ব্রাউজ়ার জিওপেজেস-এর জন্য এই সিকিওর মোড ফিচারটি নিয়ে আসা হয়েছে, যা ইউজারদের নিরাপদ ব্রাউজ়িং অভিজ্ঞতা দিতে পারবে। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, ট্র্যাক করার বিভিন্ন মেকানিজ়ম যেমন, কুকিজ়, ফিঙ্গারপ্রিন্টিং, ওয়েব বিকনস, রেফারার হেডার, ট্র্যাকিং রিসোর্সেস ইত্যাদি ব্লক করার মধ্যে দিয়ে এটি ইউজারদের অনলাইন প্রাইভেসির বিষয়টি জোরদার করতে পারবে। জিওপেজেস-এর অ্যান্ড্রয়েড মোবাইল ভার্সনে ইতিমধ্যেই ফিচারটি চলে এসেছে। শীঘ্রই জিওপেজেস অ্যান্ড্রয়েড টিভি এবং জিও সেট-টপ বক্স ব্যবহারকারীদের জন্যও ফিচারটি পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
সিকিওর মোডের ফিচার্স
ইউজারের পরিচয় সুরক্ষিত রাখে – জিওপেজেস-এর সিকিওর মোড তার ইউজারদের পরিচিতি নিরাপদে রাখতে পারে। রেফারার হেডার লুকিয়ে রাখে এবং ফিঙ্গারপ্রিন্ট র্যান্ডমাইজেশন (ফিঙ্গারপ্রিন্টের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক একটি পদ্ধতি, যার সাহায্যে প্রতিটি ওয়েবসাইটের ক্ষেত্রে ইউজারের লুক ভিন্ন হয় ) পারফর্ম করার মধ্যে দিয়ে ইউজারের কোনও তথ্য যাতে ট্র্যাকাররা সংগ্রহ করতে না পারে, সেই দিকটি নিশ্চিত করে।
বিজ্ঞাপন ইউজারকে বিরক্ত করতে পারবে না – জিওপেজেস সমস্ত ট্র্যাকিং মেকানিজ়ম ব্লক করে রাখতে পারে এবং সিকিওর মোডের সঙ্গে তার অ্যাডব্লকার এনাবল করার পরামর্শ দেয়। এই কম্বিনেশনে ইউজারের তথ্য কোথাও শেয়ার হওয়ার ভয় থাকে না। ফলত, তাঁরা যখন ব্রাউজ় করবেন, তখন বিজ্ঞাপন দেখানোরও কোনও সম্ভাবনা থাকবে না।
কুকি কনসেন্ট পপ আপ ব্লক করে – জিওপেজেস-এর সিকিওর মোড ওয়েবসাইট ট্র্যাকিং কনসেন্ট রিকোয়েস্ট লুকিয়ে রাখবে। এর অর্থ হল, একজন ইউজার কোনও ওয়েবসাইট যতবার ভিজ়িট করবেন, বারংবার তাঁকে সেই সাইটের কনসেন্ট রিকোয়েস্ট দেখানো হবে না। বাই ডিফল্ট এটি থার্ড পার্টি ট্র্যাকারদের কাউন্টার করবে। যদিও তা ফার্ট পার্টি ট্র্যাকারদের জন্য লাগু হবে না কারণ সেগুলি সংশ্লিষ্ট ওয়েবসাইটের এক্সক্লুসিভ এবং ইউজার অভিজ্ঞতার জন্যও জরুরি। পাশাপাশি এই ফিচারটি বিভিন্ন ওয়েবসাইটের কুকি পলিসি দ্বারা উপলব্ধ করা তথ্যও ব্লক করতে পারবে।
আপনি যখন ব্রাউজ়িং করেন, বিভিন্ন থার্ড পার্টি আপনার ব্রাউজ়িং হিস্ট্রি, লোকেশন, আইপি অ্যাড্রেস ইত্যাদি একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে। এমনকি কিছু সময় তো ইউজারের প্রোফাইল তথ্য পর্যন্ত সংগ্রহ করা হয়। জিওপেজেস সিকিওর মোড ফিচারটি থার্ড পার্টি কুকিজ় ব্লক করার মাধ্যমে আপনার কোনও জরুরি তথ্য সংগ্রহ করা এবং সেটিকে শেয়ার করা থেকে ট্র্যাকারদের আটকে দিতে পারে।
মোবাইলে সিকিওর মোড কী ভাবে অ্যাকসেস করবেন
পদ্ধতি ১ : প্লে স্টোর থেকে প্রথমেই জিওপেজেস ডাউনলোড করুন।
পদ্ধতি ২: হোম স্ক্রিনের নীচে ঠিক ডানদিকে হ্যামবার্গার মেনুতে ট্যাপ করুন।
পদ্ধতি ৩: এবার সিকিওর মোডে ক্লিক করুন।
পদ্ধতি ৪: সিকিওর মোড পপ আপে ওকে অপশনে ক্লিক করুন (ভাল অভিজ্ঞতার জন্য অ্যাডব্লক প্লাস এনাবল করুন)।
পদ্ধতি ৫: সুরক্ষিত ব্রাউজ়িং অভিজ্ঞতা সঞ্চয় করুন।
আরও পড়ুন: সুরক্ষিত ইন্টারনেট ইউজার হওয়ার চাবিকাঠি কী? নিরাপদ ‘অনলাইন জীবনের’ ৬ টিপস, টের পাবে না কাকপক্ষীও!
আরও পড়ুন: দু’দিন বিনামূল্যে কলিং ও ডেটার অফার রিলায়েন্স জিও-র, আপনার জন্যও?
আরও পড়ুন: একসঙ্গে একাধিক কমেন্ট-কনটেন্ট ডিলিট করার ফিচার নিয়ে এল ইনস্টাগ্রাম