AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

LG-র 32 ইঞ্চি স্মার্ট টিভি পাওয়া যাচ্ছে মাত্র 8 হাজারে, সুযোগ হাতছাড়া করবেন না

Affordable Smart TV: আপনিও যদি একটি স্মার্ট টিভি কেনার প্ল্যান করে থাকেন, তাহলে আপনার জন্য একটি সুখবর রয়েছে। বেশি বাজেটও লাগবে না। মাত্র 10 হাজার টাকার মধ্যেই আপনি একটি দুর্দান্ত স্মার্ট টিভি কিনে ফেলতে পারবেন।

LG-র 32 ইঞ্চি স্মার্ট টিভি পাওয়া যাচ্ছে মাত্র 8 হাজারে, সুযোগ হাতছাড়া করবেন না
| Edited By: | Updated on: May 26, 2023 | 3:08 PM
Share

LG (32 inch) LED Smart Tv: অনেকেই ঘরে একটি সুন্দর টিভি চান। তবে দামের কারণে অনেকেই কিনে উঠতে পারেন না। বাজারে অনেক দাম থেকে শুরু করে অনেক কম দামের, সব ধরনের টিভিই আছে। তাছাড়াও বিগত কয়েক বছর ধরে স্মার্ট টিভির জনপ্রিয়তা প্রচুর পরিমাণে বেড়েছে। সাধারণ টিভি ছেড়ে অনেকেই স্মার্ট টিভির দিকে ঝুঁকছে। আপনিও যদি একটি স্মার্ট টিভি কেনার প্ল্যান করে থাকেন, তাহলে আপনার জন্য একটি সুখবর রয়েছে। বেশি বাজেটও লাগবে না। মাত্র 10 হাজার টাকার মধ্যেই আপনি একটি দুর্দান্ত স্মার্ট টিভি কিনে ফেলতে পারবেন। এখন প্রশ্ন হল স্মার্ট টিভিটি কিনতে আপনাকে কত টাকা খরচ করতে হবে? মাত্র 8,499 টাকায় আপনি LG-এর একটি 32 ইঞ্চি LED স্মার্ট টিভি পেয়ে যাবেন। চলুন জেনে নেওয়া যাক কোথা থেকে কীভাবে কিনবেন?

অফার দেখে নিন:

LG (32 inch) LED Smart WebOS TV আসল দাম 21,999 টাকা। কিন্তু আপনি এটি ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart থেকে 36 শতাংশ ছাড়ে কিনে নিতে পারবেন। অর্থাৎ আপনি মাত্র 13,999 টাকায় কিনতে পারবেন। কিন্তু আপনি যদি আরও কম দামে এই টিভি কিনতে চান, তাহলে সেই সুযোগও আছে। এই প্ল্যাটফর্মটিতে আপনি ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফারের সুবিধাও পেয়ে যাবেন। আপমার কাছে যদি একটি পুরনো স্মার্ট টিভি থাকে, তাহলে আপনি সেটা দিয়ে নতুন স্মার্ট টিভিটি কিনতে পারবেন। পুরনো টিভিটির উপর আপনি 5,500 টাকার এক্সচেঞ্জ অফার পাবেন। তখন এই LG (32 inch) LED Smart TV-র দাম হবে মাত্র 8,499 টাকা। এছাড়াও আপনি যদি HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের সাহায্যে কেনেন, তাহলে আপনি 1,250 টাকা ছাড় পাবেন।

এই 32-ইঞ্চি স্মার্ট টিভিটির ফিচার ও স্পেসিফিকেশন দেখে নিন:

LG এর 32 ইঞ্চি স্মার্টটি ওয়েবওএস ভিত্তিক। আপনি এই স্মার্ট টিভিতে হালকা বেজেল পাবেন। এর ছবির রেজোলিউশনও অনেক বেশি। ফলে আপনি একদম ঝকঝকে ছবি দেখতে পাবেন। এতে 1366 x 768 পিক্সেল রেজোলিউশন ব্যবহার করা হয়েছে। স্মার্ট টিভিটিতে 10W সাউন্ড আউটপুট রয়েছে। এছাড়াও এতে বিনোদনের জন্য নেটফ্লিক্স, প্রাইম ভিডিয়ো এবং হটস্টারের মতো ইন-বিল্ড OTT প্ল্যাটফর্ম দেওয়া রয়েছে।