MacBook Air M1 Offer: ৯২,০০০ টাকার ম্যাকবুক মাত্র ৬১,৮৯০ টাকায়, ফ্লিপকার্টে মিলছে অনবদ্য অফার

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Mar 05, 2022 | 6:16 PM

MacBook Discount On Flipkart: ফ্লিপকার্টে ম্যাকবুকের একটি মডেলে ব্যাপক ছাড় দেওয়া হচ্ছে। কী কী অফার থাকছে, কত কম দামে কিনতে পারবেন, জেনে নিন সব তথ্য।

MacBook Air M1 Offer: ৯২,০০০ টাকার ম্যাকবুক মাত্র ৬১,৮৯০ টাকায়, ফ্লিপকার্টে মিলছে অনবদ্য অফার
প্রতীকী ছবি।

Follow Us

অ্যাপল ম্যাকবুক (MacBook) কেনার ইচ্ছে কার না হয়! কিন্তু পকেট যে সঙ্গে দেয় না! আর তাই ম্যাকবুক ক্রয় করতে উৎসুক মানুষজন একবার প্রাইস ড্রপের অপেক্ষা করে থাকেন। সেই তাঁদের জন্যই রয়েছে দুর্ধর্ষ অফার। অ্যাপলের ঝুলিতে রয়েছে একটি এন্ট্রি-লেভেলের ল্যাপটপ, যার দাম সংস্থার অন্যান্য ম্যাকবুকের থেকে কম। সেই ল্যাপটপের নাম অ্যাপল ম্যাকবুক এয়ার এম১ (MacBook Air M1)। সেই মডেলটিই ফ্লিপকার্টে ব্যাপক ছাড়ে ক্রয় করতে পারবেন কাস্টমাররা। এই ই-কমার্স প্ল্যাটফর্মে মাত্র ৬১,৮৯০ টাকায় পেয়ে যেতে পারেন অ্যাপল ম্যাকবুক এয়ার এম১। সেই ল্যাপটপে একদিকে যেমন ফ্ল্যাট ডিসকাউন্ট রয়েছে, তেমনই আবার এক্সচেঞ্জ বোনাস থেকে শুরু করে একাধিক ব্যাঙ্কের থেকে ক্যাশব্যাক অফারও থাকছে। ফ্লিপকার্টের (Flipkart) তরফ থেকে অফার করা এই অ্যাপলের এন্ট্রি লেভেল ল্যাপটপ ম্যাকবুক এয়ার এম১ মডেলের ছাড় সংক্রান্ত বিভিন্ন তথ্য এক নজরে দেখে নেওয়া যাক।

ম্যাকবুক এয়ার এম১ ডিসকাউন্ট

অ্যাপলের এই এন্ট্রি-লেভেল ম্যাকবুক এয়ার ল্যাপটপটি লঞ্চ করা হয়েছিল ৯২,৯০০ টাকা দামে। এই দাম ল্যাপটপের ৮জিবি র‌‌্যাম ও ২৫৬জিবি স্টোরেজের জন্য। সেই ম্যাকবুক এয়ার এম১ ল্যাপটপে ফ্লিপকার্টে ৭,৯১০ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ফলে এই ম্যাকবুকের দাম হয়ে যাচ্ছে ৮৪,৯৯০ টাকা। তারপরে আবার থাকছে ২৩,১০০ টাকা এক্সচেঞ্জ বোনাস। অর্থাৎ আপনার পুরনো ল্যাপটপ এক্সচেঞ্জ করে যদি নিজেকে একটি অ্যাপল ম্যাকবুক এয়ার এম১ মডেলে আপগ্রেড করে নিতে চান, তাহলে এই ২৩,১০০ টাকা আরও অতিরিক্ত ছাড় পেয়ে যাবেন। ফলে ল্যাপটপটির দাম দাঁড়াচ্ছে ৬১,৮৯০ টাকা। তবে সেই এক্সচেঞ্জ অফার নির্ভর করবে আপনার ল্যাপটপের বর্তমান পরিস্থিতির উপরে। অফারের এখানেই শেষ নয়। তারপরেও আবার থাকছে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ডে ৫ শতাংশ পর্যন্ত আনলিমিটেড ক্যাশব্যাক।

ম্যাকবুক এয়ার এম১ স্পেসিফিকেশনস ও ফিচার্স

২০২০ সালে এই ম্যাকবুক লঞ্চ করা হয়েছিল। সিমলেস ম্যাক অভিজ্ঞতা প্রদানকারী এই ল্যাপটপ অত্যন্ত জনপ্রিয়। এম১ চিপ সাপোর্টেড এই ল্যাপটপে রয়েছে ৮-কোর সিপিইউ এবং ৭-কোর জিপিইউ। এই ল্যাপটপে ৮জিবি পর্যন্ত র‌্যাম এবং ২৫৬জিবি পর্যন্ত এসএসডি স্টোরেজ দেওয়া হয়েছে। রয়েছে একটি ১৩.৩ ইঞ্চির এলইডি ডিসপ্লে যার রেজ়োলিউশন ১৫৬০x১৬০০ পিক্সেলস এবং পিক্সেল ডেনসিটি ২২৭পিপিআই। ল্যাপটপের বক্সের সঙ্গে দেওয়া হয় একটি ৩০ ওয়াটের ইউএসবি-সি পাওয়ার অ্যাডাপ্টার।

সুরক্ষার জন্য ম্যাকবুক এম১-এর কিবোর্ডে রয়েছে টাচআইডি। পাশাপাশি দেওয়া হয়েছে ফোর্স টাচ ট্র্যাক প্যাডও। কানেক্টিভিটির দিক থেকে এই ম্যাকবুক এম১ ল্যাপটপে চারটি ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে। ২০২২ সালে মনে করা হচ্ছে ম্যাকবুক এয়ার এম২ প্রসেসর সহযোগে লঞ্চ করা হবে। আর সেই ম্যাকবুক এয়ার এম২ লঞ্চ হওয়ার আগে আরও একবার ম্যাকবুক এয়ার এম১-এর দাম কমতে পারে।

আরও পড়ুন: আপনার হোয়াটসঅ্যাপ স্টেটাস কী ভাবে ফেসবুক ও অন্যান্য অ্যাপে শেয়ার করবেন? সহজ ট্রিকস শিখে নিন

আরও পড়ুন: অ্যাপ থেকে রিচার্জ করলেই আকর্ষণীয় ছাড়! বড় ঘোষণা সরকারি বিএসএনএলের

আরও পড়ুন: রিলায়েন্স জিও-র কাছ থেকে ডেটা ধার নিলেন? শোধ করতে না পারলে কী হবে জানেন?

Next Article
WhatsApp Status To Facebook: আপনার হোয়াটসঅ্যাপ স্টেটাস কী ভাবে ফেসবুক ও অন্যান্য অ্যাপে শেয়ার করবেন? সহজ ট্রিকস শিখে নিন
Asus Vivobook 13 Slate OLED: ডিটাচেবল কিবোর্ডের দুর্ধর্ষ ল্যাপটপ নিয়ে এল আসুস, দাম ৪৫,৯৯০ টাকা