AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

USB Type-C Dongle: মৌমাছির হুল বা মশার কামড়ের ব্যথার নিরাময় করতে পারে এই USB ডঙ্গল

কামেডি (Kamedi) নামক একটি জার্মান সংস্থা এই ইউএসবি টাইপ-সি ডঙ্গলটি ভারতে নিয়ে এসেছে, যার নাম (Heat-It)। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, মশার কামড়, যে কোনও পোকামাকড়ের কামড় নিমেষের মধ্যে নিরাময় করতে পারে ডঙ্গলটি। ছোট্ট এই গ্যাজেটটি আপনার ফোনের টাইপ-সি পোর্টের সঙ্গে ফিট করা যেতে পারে এবং একটি ধাতব পৃষ্ঠে তাপ উৎপন্ন করে।

USB Type-C Dongle: মৌমাছির হুল বা মশার কামড়ের ব্যথার নিরাময় করতে পারে এই USB ডঙ্গল
কল্পনাও করতে পারছেন না, তাই তো?
| Edited By: | Updated on: Dec 21, 2023 | 8:34 PM
Share

USB Type-C ডঙ্গল আজকাল আমাদের অনেক কাজে লাগে। ডিভাইস কানেক্ট করা থেকে শুরু করে ফোন চার্জ করার জন্য ব্যবহৃত হয়। কিন্তু এই ডঙ্গলের আর একটা কাজ শুনলে আপনি অবাক হয়ে যাবেন! মশা বা পোকামাকড় কামড়ানোর পর আপনার শরীরের সেই অংশটাও নিরাময়ের কাজ করতে পারবে ইউএসবি টাইপ-সি ডঙ্গল। কল্পনাও করতে পারছেন না, তাই তো? হ্যাঁ, সম্প্রতি বাজারে এমনই ডঙ্গল এসে গিয়েছে, যা তাপ ব্যবহার করে পোকামাকড়ের কামড় নিরাময় করতে পারে।

কামেডি (Kamedi) নামক একটি জার্মান সংস্থা এই ইউএসবি টাইপ-সি ডঙ্গলটি ভারতে নিয়ে এসেছে, যার নাম (Heat-It)। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, মশার কামড়, যে কোনও পোকামাকড়ের কামড় নিমেষের মধ্যে নিরাময় করতে পারে ডঙ্গলটি। ছোট্ট এই গ্যাজেটটি আপনার ফোনের টাইপ-সি পোর্টের সঙ্গে ফিট করা যেতে পারে এবং একটি ধাতব পৃষ্ঠে তাপ উৎপন্ন করে।

আপনি এটিকে প্লাগ ইন করার পরে Android বা iOS ফোন থেকে অ্যাপটি ব্যবহার করুন। তবে আপনি কি ডিভাইসের সংবেদনশীলতা নিয়ে চিন্তিত? এই অ্যাপটি তার ব্যবহারকারীদের একাধিক সেন্সিটিভ স্কিন মোড অফার করছে। সেই অনুযায়ী তাপমাত্রা সামঞ্জস্য করে 51 ডিগ্রি সেলসিয়াস (123.8 ডিগ্রি ফারেনহাইট) তাপের মাধ্যমে মানুষকে স্বস্তি দিতে পারে।

সুইডিশ জার্নাল অ্যাক্টা ডার্মাটো-ভেনরিওলজিকাতে প্রকাশিত একটি গবেষণার মাধ্যমে কামেডি নামের এই সংস্থাটি এই ডঙ্গল নিয়ে তাদের দাবিকে সমর্থন করে। হিট-ইন ডিভাইসের দ্বারা পরিচালিত এই গবেষণা, পোকামাকড়ের কামড় বা হুলের চুলকানি থেকে মুক্তি দেওয়ার জন্য তাপের প্রভাবের উপর প্রথম নিয়ন্ত্রিত এবং বাস্তব সম্মতও বটে। 1,700 জন ব্যক্তির উপর 12,000 বারেরও বেশি বার চিকিৎসার পর দেখা গিয়েছে, চুলকানি এবং ব্যথার মাত্রা অনেকটাই কমাতে পারে এই ডঙ্গল।

এই উদ্ভাবন বহু পুরনো সমস্যার হাই-টেক সমাধান দিতে পেরেছে। যদিও আগে মানুষজন ফুটন্ত জলে ডুবানো গরম চামচ বা একটি উষ্ণ কাপের আশ্রয় নিতেন এই ব্যথাগুলি থেকে মুক্তি পাওয়ার জন্য়। হিট-ইট ডঙ্গল সেই জায়গায় আরও সুবিধাজনক সমাধান দিতে পেরেছে। বাইরে বেড়াতে গেলে বা পাহাড়ে ট্রেক করার সময় এই ডঙ্গল সবথেকে বেশি পরিমাণে কাজে লাগতে পারে। Heat-It ডঙ্গলটি আপাতত মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে পাওয়া যাচ্ছে।