Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Noise Voyage: ফোনের দরকার নেই! এই স্মার্টওয়াচ থেকেই কল করতে পারবেন Jio-Airtel গ্রাহকরা

যাঁরা Noise Voyage স্মার্টওয়াচটি ক্রয় করবেন, তাঁদের জন্য থাকছে চমৎকার অফার। e-SIM সার্ভিসের মাধ্যমে তিন মাসের জন্য ফ্রি কলিং পরিষেবা পেয়ে যাবেন কাস্টমাররা। Jio বা Airtel আপনি যে টেলিকম সংস্থারই গ্রাহক হোন না কেন, তিন মাসের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি কলিং পরিষেবা পেয়ে যাবেন।

Noise Voyage: ফোনের দরকার নেই! এই স্মার্টওয়াচ থেকেই কল করতে পারবেন Jio-Airtel গ্রাহকরা
এসে গেল এক দুর্দান্ত স্মার্টওয়াচ।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 16, 2023 | 5:16 PM

Noise তাদের একটি নতুন স্মার্টওয়াচ নিয়ে এসেছে, যার নাম Noise Voyage। এই স্মার্টওয়াচের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল তার 4G কলিং ফিচার। এই বৈশিষ্ট্য দেওয়ার জন্য ব্র্যান্ডটি Jio ও Airtel-এর জুটি বেঁধেছে সংস্থাটি। বেসরকারি এইদুই টেলিকম সংস্থার e-SIM স্মার্টওয়াচে ব্যবহার করতে পারবেন কাস্টমাররা। GoNoise অফিসিয়াল ওয়েবসাইট থেকে ইতিমধ্যেই Noise Voyage স্মার্টওয়াচের বুকিং শুরু হয়ে গিয়েছে। 23 ডিসেম্বর থেকে ফ্লিপকার্ট ও সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে বিক্রিবাট্টা শুরু হবে স্মার্টওয়াচের।

স্লিক মেটালিক বিল্ডের এই স্মার্টওয়াচে রয়েছে 1.4 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যা ক্রিস্টাল ক্লিয়ার ভিজ়ুয়াল ও চমৎকার ইউজার ইন্টারফেস দিতে পারে। GPS GLONASS ফিচার্স রয়েছে পজ়িশন ট্র্যাকিংয়ের জন্য, যা স্মার্টওয়াচটিকে অনন্য গুণাবলী দিতে সক্ষম হয়েছে। একাধিক হেলথ্ ও অ্যাক্টিভিটি ট্র্যাকিং মেট্রিক্সও রয়েছে ঘড়িটিতে।

এখন এই স্মার্টওয়াচ 4G কলিং ক্ষমতাসম্পন্ন হওয়ার ফলে ব্যবহারকারীরা তাঁদের কবজি থেকেই ফোন কল করতে এবং ধরতে পারবেন। হ্যাঁ, স্মার্টফোন সঙ্গে না থাকলেও এই স্মার্টওয়াচ থেকেই কলিং, মেসেজিং সবই সম্ভব হয়ে যাবে। ট্র্যাকিং ক্ষমতার মধ্যে রয়েছে স্টেপ এবং হার্ট রেট মাপার সেন্সর।

যাঁরা Noise Voyage স্মার্টওয়াচটি ক্রয় করবেন, তাঁদের জন্য থাকছে চমৎকার অফার। e-SIM সার্ভিসের মাধ্যমে তিন মাসের জন্য ফ্রি কলিং পরিষেবা পেয়ে যাবেন কাস্টমাররা। Jio বা Airtel আপনি যে টেলিকম সংস্থারই গ্রাহক হোন না কেন, তিন মাসের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি কলিং পরিষেবা পেয়ে যাবেন।