AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কেতাদুরস্ত NoiseFit Metallix স্মার্টওয়াচ হাজির, HD ডিসপ্লে + SpO2 সেন্সর মাত্র 2,499 টাকায়

NoiseFit Metallix স্মার্টওয়াচটি লঞ্চ করা হয়েছে 2,499 টাকায়। এলিট সিলভার, এলিট নিকেল এবং এলিট ব্ল্যাক এই তিনটি রঙে স্মার্ট হাতঘড়িটি কিনতে পারবেন কাস্টমাররা। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যামাজ়ন থেকে স্মার্টওয়াচটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা।

কেতাদুরস্ত NoiseFit Metallix স্মার্টওয়াচ হাজির, HD ডিসপ্লে + SpO2 সেন্সর মাত্র 2,499 টাকায়
এসে গেল দুর্ধর্ষ স্মার্টওয়াচ।
| Edited By: | Updated on: Sep 17, 2023 | 2:02 PM
Share

Latest Smartwatch: ফ্যাশনিস্তাদের জন্য চমৎকার একটি ঘড়ি নিয়ে এল Noise। সেই নতুন ঘড়ির নাম NoiseFit Metallix। প্রিমিয়াম ও স্টাইলিশ ডিজ়াইনের এই ঘড়িতে রয়েছে একাধিক স্মার্ট ও হেল্থ-সেন্ট্রিক ফিচার্স। NoiseFit Metallix দেখতে খুবই আকর্ষণীয় হয়েছে তার স্টেইনলেস স্টিল বডির কারণে। রয়েছে মেটাল স্ট্র্যাপ, যা ঘড়িটিকে আরও নজরকাড়া করে তুলেছে। রোটেটিং ক্রাউন সহযোগে সার্কুলার ডায়াল রয়েছে, ঘড়িটির ডানদিকে রয়েছে একটি ফিজ়িক্যাল বাটন। এই স্মার্টওয়াচে একটি 1.41 ইঞ্চির LCD ডিসপ্লে দেওয়া হয়েছে, যা HD রেজ়োলিউশন সাপোর্ট করে। IP68 রেটিং প্রাপ্ত স্মার্টওয়াচটি ডাস্ট ও ওয়াটার রেজ়িস্ট্যান্ট।

ফিটনেসের দিক থেকে NoiseFit Metallix স্মার্টওয়াচটি ইক্যুইপ করা রয়েছে হার্ট-রেট মনিটরের সঙ্গে। SpO2 সেন্সর, স্লিপ ট্র্যাকার এবং ফিমেল সাইকেল মনিটর রয়েছে এতে। ইউজ়ারের স্লিপ লেভেলও ট্র্যাক করতে পারে স্মার্টওয়াচটি। বিভিন্ন স্পোর্টস মোডেরও সাপোর্ট রয়েছে এই ঘড়িতে।

NoiseFit Metallix স্মার্টওয়াচে বিল্ট-ইন স্পিকার ও মিকের মাধ্যমে ব্লুটুথ কলিং সাপোর্ট করছে। রয়েছে সিঙ্গেল চিপ টেকনোলজি এবং স্টেবল কানেক্টিভিটির জন্য ব্লুটুথ 5.3। ওয়ান স্টেপ পেয়ারিং সাপোর্ট করে এবং লো পাওয়ার কনজ়াম্পশনের জন্যও এই স্মার্টওয়াচ উপযুক্ত। এছাড়া স্মার্টওয়াচটিতে নোটিফিকেশন ডিসপ্লে, ওয়েদার আপডেট, ক্যামেরা ও মিউজ়িক কন্ট্রোল, ক্যালকুলেটার সহ আরও একাধিক ফিচার্স রয়েছে। সবথেকে বড় কথা হল, এই স্মার্টওয়াচ এক চার্জে 7 দিনের ব্যাটারি লাইফ দিতে পারে।

এই NoiseFit Metallix স্মার্টওয়াচটি লঞ্চ করা হয়েছে 2,499 টাকায়। এলিট সিলভার, এলিট নিকেল এবং এলিট ব্ল্যাক এই তিনটি রঙে স্মার্ট হাতঘড়িটি কিনতে পারবেন কাস্টমাররা। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যামাজ়ন থেকে স্মার্টওয়াচটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা। 22 সেপ্টেম্বর থেকে এই হাতঘড়ির বিক্রিবাট্টা শুরু হবে। প্রথম 500 জন কাস্টমার এই ডিভাইস ক্রয় করলে 200 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবেন।