HMD Global- এর তরফে জানানো হয়েছে যে আগামী মাসে অর্থাৎ অক্টোবর মাসে নতুন প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে নোকিয়া সংস্থা। আপাতত নোকিয়া মোবাইলের তরফে একটি ছবি টুইট করে হয়েছে। আর সেখানে অনেকগুলো ফোনের পাশে একটা নতুন বাক্সের (প্রোডাক্ট বক্স) ছবি দেখা গিয়েছে। বাক্সের আকার-আয়তন ফোনের বাক্সের তুলনায় কিছুটা বড় হওয়ায়, তা দেখে থেকে অনুমান করা হচ্ছে যে, অক্টোবর মাসে সম্ভবত নতুন কোনও ট্যাব লঞ্চ করতে চলেছে নোকিয়া সংস্থা।
গত কয়েক মাস ধরেই নোকিয়া টি২০ ট্যাব নিয়ে আলোচনা-জল্পনা চলছে। বিশেষজ্ঞদের অনেকেই অনুমান করছেন যে হয়তো অক্টোবর মাসের লঞ্চ ইভেন্টে এই ট্যাবই লঞ্চ হতে চলেছে। আগামী ৬ অক্টোবর নোকিয়ার এই ভার্চুয়াল ইভেন্টের আয়োজন করা হয়েছে। নোকিয়া মোবাইলের টুইটার হ্যান্ডেল থেকে যে ছবি টুইট করা হয়েছে সেখানে দেখা গিয়েছে যে নোকিয়া ৩৩১০, নোকিয়া ৮১১০ ৪জি, নোকিয়া ৬.২, নোকিয়া এক্স১০ এবং নোকিয়া এক্সআর ২০ ফোনের পাশে একটা বড় বাক্স রাখা রয়েছে। ওই বাক্সের কাছে কোনও ব্র্যান্ড, মডেল বা ডিভাইসের নাম লেখা নেই। ফোনের তুলনায় বাক্সের সাইজ বড় হওয়ায় ধরে নেওয়া হয়েছে ট্যাব লঞ্চ হতে পারে।
Our family keeps growing.
Coming 6.10.21 pic.twitter.com/B55fUMWAOs— Nokia Mobile (@NokiaMobile) September 20, 2021
যদি সত্যিই নোকিয়া টি২০ ট্যাব লঞ্চ হয়ে তাহলে দীর্ঘদিন পর কোনও ট্যাব লঞ্চ করবে নোকিয়া। জুলাই মাসে প্রথম এই ট্যাব নিয়ে আলোচনা শুরু হয়েছিল। তখন এই ট্যাবের সম্ভাব্য দাম প্রকাশ হয়েছিল অনলাইনে। ইউকে অর্থাৎ ব্রিটেনের নিরিখে নোকিয়া টি২০ ট্যাবের ওয়াই-ফাই অনলি ভ্যারিয়েন্টের দাম GBP ১৮৫, ভারতীয় মুদ্রায় প্রায় ১৮,৬০০ টাকা। অন্যদিকে ওয়াই-ফাই + সেলুলার ভ্যারিয়েন্টের দাম GBP ২০২, ভারতীয় মুদ্রায় প্রায় ২০,৩০০ টাকা। নোকিয়া এই টি২০ ট্যাব লঞ্চ হলে বলা যাবে যে সংস্থার licensee HMD Global- এর তরফে প্রথম ট্যাব লঞ্চ হয়েছে।
তবে HMD Global- এর তরফে উক্ত কোনও তথ্য প্রকাশ্যে আসেনি।
আরও পড়ুন- Moto Tab 8: ফ্লিপকার্টের বিগ সেভিং ডে’জ সেলে লঞ্চ হতে পারে মোটোরোলার নতুন ট্যাব