Nokia Earphones And Earbuds: ভারতে লঞ্চ হয়েছে নোকিয়ার দু’টি নতুন ইয়ারফোন, কী কী লঞ্চ হয়েছে? দাম কত?
ভারতে Nokia Lite Earbuds BH-205- এর দাম ২৭৯৯ টাকা। অন্যদিকে, Nokia Wired Buds WB 101- এর দাম ভারতে ২৯৯ টাকা।
ভারতে লঞ্চ হয়েছে নোকিয়ার দুটো ইয়ারবাডস। একই সঙ্গে দেশে গত ১১ জানুয়ারি লঞ্চ হয়েছে নোকিয়া লাইট ইয়ারবাডস বিএইচ-২০৫ এবং নোকিয়া ওয়্যারড বাডস ডব্লুবি ১০১। এই দুই ট্রু ওয়্যারলেস স্টিরিয়ো ইয়ারবাডসে মোট ৩৬ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ থাকতে পারে চার্জিং কেস সমেত। নোকিয়ার এই ওয়্যারড বাডসে রয়েছে একটি ফ্ল্যাট কেবল যা সহজে জড়িয়ে যাবে না, একটি অডিয়ো জ্যাজ এবং একটি কেবল ক্লিপ। নোকিয়ার এই নতুন দুটো ইয়ারফোন দেশের HMD Global অডিয়ো অ্যাকসেসরিজের তালিকাভুক্ত হয়েছে।
ভারতে Nokia Lite Earbuds BH-205 এবং Nokia Wired Buds WB 101- এর দাম ও উপলব্ধতা
ভারতে Nokia Lite Earbuds BH-205- এর দাম ২৭৯৯ টাকা। এই ট্রু ওয়্যারলেস স্টিরিয়ো ইয়ারফোন চারকোল কালার অপশনে লঞ্চ হয়েছে। ভারতে এই ইয়ারবাডস একটিই রঙে লঞ্চ হয়েছে। নোকিয়ার অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই ইয়ারবাডস কেনা যাবে। এ ছাড়াও বিভিন্ন ই-কমার্স সংস্থা এবং রিটেল স্টোর থেকেও এই ইয়ারবাডস কেনা যাবে বলে শোনা গিয়েছে।
অন্যদিকে, Nokia Wired Buds WB 101- এর দাম ভারতে ২৯৯ টাকা। এই ইয়ারফোন কালো, সাদা, নীল এবং লাল রঙে লঞ্চ হয়েছে। এই ইয়ারফোনটিও নোকিয়ার অফিশিয়াল ওয়েবসাইট, ই-কমার্স সংস্থা এবং বিভিন্ন রিটেল স্টোর থেকে কেনা যাবে।
Nokia Lite Earbuds BH-205- এর বিভিন্ন স্পেসিফিকেশন
- এই ওয়্যারলেস ইয়ারবাডসে রয়েছে ৬mm ড্রাইভার্স। স্টুডিয়ো টিউনের মতো অডিয়ো কোয়ালিটি রয়েছে এই ইয়ারবাডসে।
- ইউজাররা চাইলে যেকোনও একটা ইয়ারবাডস ব্যবহার করতে পারেন। দুটোই একসঙ্গে ব্যবহার করতে হবে, এমন কোনও ব্যাপার নেই।
- একটি ইয়ারবাডস ব্যবহার করলে mono audio মোডে সুইচ করার বা স্থানান্তরিত হওয়া সুবিধা ইউজাররা পাবেন।
- নোকিয়া এই ওয়্যারলেস ইয়ারবাডসে ব্লুটুথ ভি ৫.০ কানেক্টিভিটি রয়েছে।
- HMD Global সূত্রে জানা গিয়েছে, নোকিয়া লাইট ইয়ারবাডস বিএইচ-২০৫- এ গুগল অ্যাসিসট্যান্ট এবং সিরি ভয়েস কম্যান্ড সাপোর্ট রয়েছে।
- এই ট্রু ওয়্যারলেস স্টিরিয়ো ইয়ারবাডসে রয়েছে একটি ৪০এমএএইচ ব্যাটারি। একবার চার্জ দিলে এই ব্যাটারি ৬ ঘণ্টা পর্যন্ত চার্জ ধরে রাখতে পারে। আর চার্জিং কেসে রয়েছে ৪০০এমএএইচ ব্যাটারি। সেখানে পুরো চার্জ থাকলে অতিরিক্ত আরও ৩০ ঘণ্টা ব্যাটারি লাইফ বজায় থাকবে।
- নোকিয়ার এই ইয়ারফোনে অ্যালেক্সা, গুগল অ্যাসিসট্যান্ট এবং সিরি ভয়েস কম্যান্ড ফিচারের সাপোর্ট রয়েছে বলে জানিয়েছে HMD Global।
- প্যাসিভ নয়েজ আইসোলেশন মোড রয়েছে এই ওয়্যারড ইয়ারফোনে। হাঁটাচলা বা মুভমেন্টের সময় বাড়তি প্রয়োজনীয় আওয়াজ কমাতে সাহায্য করে এমন ফিচারের সাপোর্ট রয়েছে নোকিয়ার এই ইয়ারফোনে।
- এখানে রয়েছে ইন-লাইন মাইক্রোফোন যা ফোনকল এবং মিডিয়া প্লেব্যাকের ক্ষেত্রে সাহায্য করে।