OnePlus Smart TV Offer: ২১,৯৯৯ টাকা থেকে সোজা ১০,৪১৯ টাকা! ওয়ানপ্লাসের ৩২ ইঞ্চি স্মার্টটিভিতে অ্যামাজনের দুর্দান্ত অফার

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Feb 24, 2022 | 3:09 PM

Amazon Deals: এক্কেবারে হাফ দামে অ্যামাজন থেকে মিলছে ওয়ানপ্লাসের একটি ৩২ ইঞ্চি স্মার্টটিভি। অফার সম্পর্কে বিশদে জেনে নিন।

OnePlus Smart TV Offer: ২১,৯৯৯ টাকা থেকে সোজা ১০,৪১৯ টাকা! ওয়ানপ্লাসের ৩২ ইঞ্চি স্মার্টটিভিতে অ্যামাজনের দুর্দান্ত অফার
প্রতীকী ছবি।

Follow Us

৩২ ইঞ্চির স্মার্টটিভি (32 Inches Smart TV) কেনার পরিকল্পনা করছেন? অ্যামাজন (Amazon) আপনার জন্য দুর্দান্ত অফার নিয়ে হাজির হয়েছে। সেই অফারে আপনি সদ্য লঞ্চ হওয়া একটি ওয়ানপ্লাস স্মার্টটিভি (OnePlus Smart TV) পেয়ে যাবেন একবারে হাফ দামে। ওয়ানপ্লাস খুব সম্প্রতিই একটি ৩২ ইঞ্চির স্মার্টটিভি নিয়ে এসেছে, যার নাম ওয়ানপ্লাস টিভি ৩২ওয়াই১এস। সেই ওয়ানপ্লাস টিভিতে রয়েছে গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট এবং সেটি অ্যালেক্সাও সাপোর্ট করে। ওয়ানপ্লাসের এই স্মার্টটিভি ভারতে লঞ্চ করা হয়েছিল ২১,৯৯৯ টাকায়। তবে অ্যামাজনে রয়েছে তাক লাগানো অফার। আর তারই দৌলতে এই ওয়ানপ্লাস স্মার্টটিভি ক্রয় করতে আপনার খরচ হবে মাত্র ১০,৪১৯ টাকা।

কী কী অফার থাকছে

যেমনটা আমরা আগেই বললাম, এমনিতে মার্কেটে এই স্মার্টটিভির দাম ২১,৯৯৯ টাকা। অ্যামাজন থেকে প্রাথমিক ভাবে এই টিভির উপরে আপনাকে ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে। ফলে সেই ৫,৫০০ টাকা ফ্ল্যাট ডিসকাউন্টের পরে এই স্মার্টটিভি ক্রয় করতে আপনার খরচ হবে ১৬,৪৯৯ টাকা। তারপরেও থাকছে ২,০০০ টাকা ক্যাশব্যাক অফার। হ্যাঁ, তবে সেই অফার আপনি তখনই পাবেন, যখন অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে ওয়ানপ্লাস টিভিটি ক্রয় করবেন। পাশাপাশি আবার এই টিভির সঙ্গে ৪,০৮০ টাকা এক্সচেঞ্জ বোনাস অফার করছে অ্যামাজন। ফলে, সব মিলিয়ে অ্যামাজন থেকে এই স্মার্টটিভি ক্রয় করতে আপনার খরচ হবে মাত্র ১০,৪১৯ টাকা।

ওয়ানপ্লাস ৩২ ইঞ্চির স্মার্টটিভি ফিচার্স ও স্পেসিফিকেশনস

১) এই ওয়ানপ্লাস স্মার্টটিভির রেজ়োলিউশন এইচডি রেডি এবং রিফ্রেশ রেট ৬০ হার্ৎজ়। টিভির ডিসপ্লেতে বেজ়েল লেস ডিজ়াইন দেওয়া হয়েছে।

২) কানেক্টিভিটির জন্য এই স্মার্টটিভিতে রয়েছে দুটি এইচডিএমআই পোর্ট, দুটি ইউএসবি পোর্ট এবং ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই।

৩) ডলবি অডিও এবং ডলবি অ্যাটমোস ডিকোডিং প্রযুক্তি দেওয়া হয়েছে এই স্মার্টটিভিতে, যার দ্বারা ২০ ওয়াট পর্যন্ত সাউন্ড আউটপুট দিতে পারে এই স্মার্টটিভি।

৪) হালফিলের স্মার্টটিভির সমস্ত লেটেস্ট ফিচার্স দেওয়া হয়েছে এই ওয়ানপ্লাস টিভিতে। রয়েছে, অ্যান্ড্রয়েড টিভি ১১ অপারেটিং সিস্টেম। পাশাপাশি সংস্থার নিজস্ব ওয়ানপ্লাস কানেক্ট ইকোসিস্টেম, গুগল অ্যাসিস্ট্যান্ট এবং মিরাকাস্ট দেওয়া হয়েছে এই স্মার্টটিভিতে।

৫) নেটফ্লিক্স থেকে শুরু করে ইউটিউব, প্রাইম ভিডিয়ো, হটস্টার, সনি লিভ, হাঙ্গামা, জিও সিনেমা, জ়িফাইভ, ইরস নাও এবং অক্সিজেন প্লে-সহ একাধিক ওটিটি প্ল্যাটফর্ম প্রি-ইনস্টলড অবস্থায় পেয়ে যাবেন।

৬) এই স্মার্টটিভির সঙ্গে ১ বছরের ওয়ারান্টি দিচ্ছে ওয়ানপ্লা। অন্য দিকে গ্রাহকের বাড়িতে সম্পূর্ণ বিনামূল্যে এই স্মার্টটিভি ইনস্টল করে দেবে অ্যামাজন। পাশাপাশি ১০ দিনের মধ্যেই রিপ্লেসমেন্টের সুবিধাও পেয়ে যাবেন ইউজাররা।

আরও পড়ুন: অনলাইন নিরাপত্তায় ‘সেফটি ইন ইন্ডিয়া’ রিসোর্স হাব লঞ্চ করল হোয়াটসঅ্যাপ, সুবিধা কেবল ভারতীয়দের জন্য

আরও পড়ুন: আইফোন ১৩ কেনা যাবে আইফোন ১২- র দামে! কোথায় পাবেন এই ব্যাপক অফার?

আরও পড়ুন: অবিশ্বাস্য কম দামে পাওয়া যাচ্ছে আইফোন ১২! কোথায়-কীভাবে পাবেন? দেখে নিন

Next Article