Pebble Pace Pro: ভারতে লঞ্চ হয়েছে পেবেল পেস প্রো স্মার্টওয়াচ, দাম কত? দেখে নিন এই স্মার্টওয়াচের বিভিন্ন ফিচার

এই স্মার্টওয়াচে রয়েছে ১.৭ ইঞ্চির কার্ভড এইচডি ডিসপ্লে। এছাড়াও রয়েছে ব্লাড অক্সিজেন স্যাচুরেশন লেভেল বা SpO2, হার্ট রেট বা হৃদস্পন্দন এবং ব্লাড প্রেশার বা রক্তচাপ পরিমাপ করার ফিচার।

Pebble Pace Pro: ভারতে লঞ্চ হয়েছে পেবেল পেস প্রো স্মার্টওয়াচ, দাম কত? দেখে নিন এই স্মার্টওয়াচের বিভিন্ন ফিচার
ভারতে সম্প্রতি লঞ্চ হয়েছে পেবেল পেস প্রো স্মার্টওয়াচ। Photo Credit: Pebble
Follow Us:
| Edited By: | Updated on: Feb 03, 2022 | 10:58 PM

ভারতে নতুন স্মার্টওয়াচ লঞ্চ করেছে পেবেল সংস্থা (Pebble)। প্রসঙ্গত উল্লেখ্য, এই পেবেল সংস্থা আসলে একটি ভারতীয় কোম্পানি। এবার তারা তাদের সেকেন্ড জেনারেশন পেবেল পেস প্রো (Pebble Pace Pro) স্মার্ট ওয়ারেবল ডিভাইস (Smart Wearable Device) লঞ্চ করেছে দেশে। জানা গিয়েছে, এর আগে যে পেবেল পেস (Pebble Pace) স্মার্টওয়াচ লঞ্চ হয়েছিল তারই আপগ্রেডেড এবং আপডেটেড ভার্সান পেবেল পেস প্রো। নতুন এই স্মার্টওয়াচের (Smartwatch) দাম ভারতে ২৯৯৯ টাকা। চারটি রঙ- জেট ব্ল্যাক, গোল্ডেন ব্ল্যাক, আইভরি এবং মেটালিক ব্লু— এইসব কালার অপশনে দেশে লঞ্চ হয়েছে পেবেল পেস প্রো স্মার্টওয়াচ।

একনজরে দেখে নেওয়া যাক পেবেল পেস প্রো স্মার্টওয়াচের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

  • এই স্মার্টওয়াচে রয়েছে ১.৭ ইঞ্চির কার্ভড এইচডি ডিসপ্লে। এছাড়াও রয়েছে ব্লাড অক্সিজেন স্যাচুরেশন লেভেল বা SpO2, হার্ট রেট বা হৃদস্পন্দন এবং ব্লাড প্রেশার বা রক্তচাপ পরিমাপ করার নির্দিষ্ট পরিমাপক ফিচার বা মনিটরিং ফিচার।
  • ২৪x৭ অর্থাৎ প্রতিনিয়ত বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নজরে রাখা যাবে এইসব ডুয়াল সেনসরের সাহায্যে। এইসব সেনসর সঠিক পরিমাপ নিয়ে তা ডিসপ্লের মধ্যে দেখাবে বলে দাবি করেছে পেবেল সংস্থা। সারাদিনে ধরেই বিভিন্ন সময়ে বিভিন্ন হেলথ মনিটরিং ডেটা স্মার্টওয়াচের ডিসপ্লেতে দেখা যাবে।
  • পেবেল সংস্থার সহ-প্রতিষ্ঠাতা কোমল আগরওয়াল জানিয়েছেন, তাঁদের সংস্থা সবসময়ই ইউজারদের কথা মাথায় রেখে এবং তাঁদের সুবিধার্থে ডিভাইস তৈরি করে। আর তাই নতুন এই স্মার্টওয়াচে একাধিক হেলথ মনিটরিং ফিচার ও সেনসর রাখা হয়েছে। দাম অনুযায়ী এই ওয়ারেবল ডিভাইস উপযুক্ত কাজে লাগবে বলে মনে করছেন পেবেল কর্তৃপক্ষ।
  •  এই স্মার্টওয়াচে থাকছে হাইড্রেশন অ্যালার্ট। অর্থাৎ অ্যালার্মের মাধ্যমে ইউজারকে জল খাওয়ার কথা মনে করিয়ে দেবে এই স্মার্ট ওয়ারেবল ডিভাইস। এর পাশাপাশি রেকর্ড করা যাবে ঘুম সংক্রান্ত বিভিন্ন বিষয়। বিশেষ করে মহিলাদের হার্ট সংক্রান্ত অ্যালার্ট দেবে এই স্মার্টওয়াচ।
  • অন্যান্য অনেক স্মার্টওয়াচের মতো এই পেবেল পেস প্রো স্মার্টওয়াচের সাহায্যে ফোনে আসা কল ধরা বা মিউট করা এবং কাটা যাবে। এখানে ১০০- র বেশি ওয়াচ ফেস অপশন রয়েছে।
  • এছাড়াও এই স্মার্টওয়াচের স্ট্র‍্যাপ খোলা সম্ভব। swappable straps পাওয়া যাবে পেবেলের অফিশিয়াল ওয়েবসাইট এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার সাইটে।

আরও পড়ুন- Noise ColorFit Icon Buzz: ভারতে প্রথম ব্লুটুথ কলিং ফিচার যুক্ত স্মার্টওয়াচ লঞ্চ করল নয়েজ় সংস্থা, দাম কত?

আরও পড়ুন- Whatsapp: হোয়াটসঅ্যাপের মেসেজ ডিলিটের ক্ষেত্রে ‘ডিলিট ফর এভরিওয়ান’ অপশনের সময়সীমা বাড়তে চলেছে খুব তাড়াতাড়ি

আরও পড়ুন- Redmi Smart Band Pro: ৯ ফেব্রুয়ারি ভারতে আসছে রেডমি স্মার্ট ব্যান্ড প্রো, দাম কত হতে পারে?