Philips নিয়ে এল নতুন Airfryer, মুহুর্তে মুচমুচে খাবার! ভিতরে কতটা রান্না হল, দেখতেও পাবেন বাইরে থেকে

Philips Airfryer HD9257/80 এর দাম মাত্র 15,995 টাকা। এয়ার ফ্রায়ারটি আপনি ক্রয় করতে পারবেন। দেশের বেশির ভাগ ট্রেড আউটলেটে এই এয়ার ফ্রায়ারটি আপনি ক্রয় করতে পারবেন। সেই সঙ্গেই আবার Philips ডোমেস্টিক আউটলেটেও পাওয়া যাবে এটি।

Philips নিয়ে এল নতুন Airfryer, মুহুর্তে মুচমুচে খাবার! ভিতরে কতটা রান্না হল, দেখতেও পাবেন বাইরে থেকে
এই এয়ার ফ্রায়ারের বাইরে থেকে সবই দেখা যাবে!
Follow Us:
| Edited By: | Updated on: May 27, 2023 | 2:08 PM

Philips তার কিচেন অ্যাপ্লায়েন্স লাইনআপে নতুন প্রডাক্ট যোগ করল। ভারতে একটি নতুন এয়ার ফ্রায়ার নিয়ে এসেছে সংস্থাটি। ক্রোমার সঙ্গে জুটি বেঁধে এই প্রডাক্টটি লঞ্চ করা হয়েছে। এই কুকিং উইন্ডো এয়ার ফ্রায়ারের সবথেকে মজাদার বিষয়টি হল, এটি একটি সি থ্রু ডিভাইস। অর্থাৎ, আপনি এর ভিতরে যা-ই রেখে ভাজবেন, তা বাইরে থেকে দেখতে পাবেন। তার জন্য Philips Airfryer-এ দেওয়া হয়েছে একটি সি থ্রু উইন্ডো। ফিচারটি ইউজারদের জন্য হ্যান্ডি রাখা হয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, খাবারদাবার অতিরিক্ত রান্না হওয়া বা পুড়ে যাওয়া থেকে নিশ্চিন্তে থাকতে পারবেন কাস্টমাররা।

ডিভাইসের মডেল নম্বর Philips Airfryer HD9257/80। এর দাম মাত্র 15,995 টাকা। এয়ার ফ্রায়ারটি আপনি ক্রয় করতে পারবেন। দেশের বেশির ভাগ ট্রেড আউটলেটে এই এয়ার ফ্রায়ারটি আপনি ক্রয় করতে পারবেন। সেই সঙ্গেই আবার Philips ডোমেস্টিক আউটলেটেও পাওয়া যাবে এটি।

Philips Airfryer: ফিচার্স

* 14-ইন-1 কুকিং ফাংশন রয়েছে এই ডিভাইসে, যার সাহায্যে ব্যবহারকারীরা ফ্রাই, বেক, গ্রিল, রোস্ট, ডিহাইড্রেট, টোস্ট, ডিফ্রস্ট, রিহিট-সহ আরও অনেক কিছু করতে পারবেন।

* Philips-এর তরফ থেকে দাবি করা হয়েছে, এটিই তাদের প্রথম এয়ারফ্রায়ার যাতে সি থ্রু উইন্ডো রয়েছে।

* ফিলিপ্স এয়ার ফ্রায়ারটিতে টাচ স্ক্রিন দেওয়া হয়েছে, যাতে সাতটি প্রিসেট রয়েছে।

* এই প্রিসেটগুলির মাধ্যমে বিভিন্ন ধরনের রান্না আপনি সেট করে নিতে পারবেন।

* রয়েছে ডিজিটাল টাচ ডিসপ্লে এবং র‌্যাপিড এয়ার টেকনোলজি, যা আপনার খাবার আরও মুচমুচে করবে।

* এয়ার ফ্রায়ারটি NutriU অ্যাপ সাপোর্ট করে, যার মাধ্যমে আপনি একাধিক নতুন রেসিপি এক্সপ্লো করতে পারবেন।