ptron Force X12N: মাত্র 1199 টাকায় কলিং ও ক্যামেরা কন্ট্রোল ফিচারের সঙ্গে স্মার্টওয়াচ নিয়ে এল PTron

ptron Force X12N Price: ptron নতুন ব্লুটুথ কলিং স্মার্টওয়াচ Force X12N ভারতে লঞ্চ করল। ptron Force X12N স্মার্টওয়াচের দাম 1499 টাকা। তবে লঞ্চের অফারে স্মার্টওয়াচটি 1199 টাকায় কেনা যাবে।

ptron Force X12N: মাত্র 1199 টাকায় কলিং ও ক্যামেরা কন্ট্রোল ফিচারের সঙ্গে স্মার্টওয়াচ নিয়ে এল PTron
Follow Us:
| Edited By: | Updated on: Feb 23, 2023 | 10:42 AM

ptron Force X12N Features: ভারতীয় বাজারে স্মার্টওয়াচ কোম্পানিগুলির মধ্য়ে একটি জনপ্রিয় কোম্পানি হল, ptron। বর্তমানে এদের অনেক দামের স্মার্টওয়াচ রয়েছে। আপনি যদি কম দামে এমন একটি স্মার্টওয়াচ কিনতে চান, যাতে অনেক ফিচার রয়েছে, তবে এই কোম্পানিটি আপনার জন্য় সেরা প্রমানিত হতে পারে। বাজারে যে এদের শুধু স্মার্টওয়াচ রয়েছে তাই নয়। এদের অনেক কম দামের ইয়ারবাডও রয়েছে। তবে ptron নতুন ব্লুটুথ কলিং স্মার্টওয়াচ Force X12N ভারতে লঞ্চ করল। ptron Force X12N স্মার্টওয়াচের দাম 1499 টাকা। তবে লঞ্চের অফারে স্মার্টওয়াচটি 1199 টাকায় কেনা যাবে। এর সঙ্গে এক বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। এর মানে হল, যদি এক বছরের মধ্য়ে আপনার স্মার্টওয়াচটি নষ্ট হয়ে যায়, তবে এটি কোম্পানির তরফে বিনামূল্যে মেরামত করা হবে। তবে চলুন দেখে নেওয়া যাক এই নতুন ptron Force X12N স্মার্টওয়াচের ফিচার ও স্পেসিফিকেশন।

ptron Force X12n smartwatch

ptron Force X12N স্মার্টওয়াচের ফিচার ও স্পেসিফিকেশন:

ptron force X12N স্মার্টওয়াচটি চারটি রঙে বাজারে উপলব্ধ। এর মধ্যে রয়েছে কার্বন ব্ল্যাক, গোল্ড ব্ল্যাক, ব্লেজিং ব্লু এবং শ্যাম্পেন পিঙ্ক রঙ। স্মার্টওয়াচটি একটি 1.85-ইঞ্চি সম্পূর্ণ ইমারসিভ টাচ ডিসপ্লে সহ চালু করা হয়েছে। এই স্মার্টওয়াচটিতে 580nits এর সর্বোচ্চ উজ্জ্বলতা দেওয়া হয়েছে। এই নতুন স্মার্টওয়াচটিতে ক্রাউন ফাংশন কন্ট্রোল রয়েছে। এছাড়াও রয়েছে উন্নত ব্লুটুথ কলিং ফাংশন। এছাড়াও, এই স্মার্টওয়াচটি শক্তিশালী বিল্ড কোয়ালিটির। এতে সুইট হেলথ ট্র্যাকিং সুবিধা দেওয়া হয়েছে। এছাড়াও ওয়াচ ফুল টাচ 2.5D কার্ভড ডিসপ্লে সাপোর্ট দেওয়া হয়েছে। ঘড়িটি ওজনেও বেশ হালকা।

এছাড়াও এই ptron Force X12N স্মার্টওয়াচে 130টিরও বেশি ওয়াচ ফেস দেওয়া হয়েছে। এছাড়াও, মাল্টি-স্পোর্ট মোড এবং 5 দিনের ব্যাটারি লাইফ দেওয়া হয়েছে। ptron Force X12N-এ রয়েছে হার্ট রেট মনিটর (HRM), স্লিপ ট্র্যাকার, ডেইলি অ্যাক্টিভিটি ট্র্যাকার, ব্লাড অক্সিজেন (SP02 মনিটর) এবং গাইডেড ব্যায়াম সহ স্ট্রেস কন্ট্রোল। ইনকামিং কল অ্যালার্ট, টেক্সট মেসেজ অ্যালার্ট, সোশ্যাল মিডিয়া অ্যালার্ট-এর মতো ফাংশনগুলি স্মার্টওয়াচে পাওয়া যাবে। স্মার্টওয়াচটিতে ব্লুটুথের মাধ্যমে মিউজিক এবং ক্যামেরা কন্ট্রোল পাওয়া যাবে। এছাড়াও এতে দেওয়া হয়েছে সফট সিলিকন ব্যান্ড। ঘড়িটি সহজেই অ্যাপের সঙ্গে যুক্ত করা যায়।