Realme Book Prime: ভারতে খুব তাড়াতাড়ি আসতে চলেছে রিয়েলমি বুক প্রাইম, সম্ভবত এপ্রিলে লঞ্চ
৯১মোবাইলসের তরফে বলা হয়েছে যে টিপস্টার মুকুল শর্মা জানিয়েছেন আগামী দু'মাসের মধ্যে ভারতে লঞ্চ হবে রিয়েলমি বুক প্রাইম। অনুমান এপ্রিল মাসের কোনও একদিন এই ল্যাপটপ লঞ্চ হবে ভারতে।
ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে রিয়েলমি বুক প্রাইম (Realme Book Prime)। বলা হচ্ছে, রিয়েলমির এই নতুন ল্যাপটপ আসলে রিয়েলমি বুক এনহ্যান্সড এডিশনের (Realme Book Enhanced Edition) রিব্র্যান্ডেড ভার্সান। চিনে লঞ্চ হয়েছিল এই রিয়েলমি বুক এনহ্যান্সড এডিশন। ভারতে আসন্ন রিয়েলমির ল্যাপটপে থাকবে 11th Gen ইন্টেল কোর প্রসেসর (11th Gen Intel Core processor)। এছাড়াও ১২ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে এই ল্যাপটপে। শোনা যাচ্ছে, ভারতের পাশাপাশি অন্যান্য দেশেও রিয়েলমি বুক প্রাইম লঞ্চ হতে পারে। কবে ভারতে রিয়েলমি সংস্থার এই ল্যাপটপ লঞ্চ হবে আনুষ্ঠানিক ভাবে তা এখনও জানা যায়নি। অর্থাৎ ভারতে রিয়েলমি বুক প্রাইম লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা হয়নি।
৯১মোবাইলসের তরফে বলা হয়েছে যে টিপস্টার মুকুল শর্মা জানিয়েছেন আগামী দু’মাসের মধ্যে ভারতে লঞ্চ হবে রিয়েলমি বুক প্রাইম। অনুমান এপ্রিল মাসের কোনও একদিন এই ল্যাপটপ লঞ্চ হবে ভারতে। গত মাসে চিনে লঞ্চ হওয়া রিয়েলমি বুক এনহ্যান্সড এডিশনের রিব্র্যান্ডেড মডেল বলা হচ্ছে রিয়েলমি বুক প্রাইমকে। প্রসঙ্গত উল্লেখ্য, চিনে রিয়েলমি বুক এনহ্যান্সড এডিশন লঞ্চের পর কোম্পানি রিয়েলমি বুক এনহ্যান্সড এডিশন এয়ার- ও লঞ্চ করেছে। মূল মডেলের তুলনায় এই ল্যাপটপ ওজনে কিছুটা হাল্কা। চিনে রিয়েলমি বুক এনহ্যান্সড এডিশনের ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল CNY ৪৬৯৯, ভারতীয় মুদ্রায় প্রায় ৫৫,২০০ টাকা। ভারতে রিয়েলমি বুক প্রাইমের দাম কত হতে পারে তা এখনও জানা যায়নি।
রিয়েলমি বুক এনহ্যান্সড এডিশনের বিভিন্ন স্পেসিফিকেশন
- এই ল্যাপটপে রয়েছে উইন্ডোজ ১১ আউট-অফ-দ্য-বক্সের সাপোর্ট। ১৪ ইঞ্চির ২কে আইপিএস ডিসপ্লে রয়েছে এই ল্যাপটপে। এছাড়াও রয়েছে 11th generation ইন্টেল কোর i5-11320H সিপিইউ। এর সঙ্গে যুক্ত রয়েছে ১২ জিবি LPDDR4x ডুয়াল চ্যানেল মেমোরি এবং ৫১২ জিবি পর্যন্ত PCIe SSD স্টোরেজ।
- রিয়েলমি বুক এনহ্যান্সড এডিশনের ল্যাপটপে একটা ভেপার চেম্বার কুলিং সিস্টেম রয়েছে। এছাড়াও রয়েছে স্টিরিয়ো Harman স্পিকার। সেখানে আবার রয়েছে DTS অডিয়ো টেকনোলজির সাপোর্ট।
- এছাড়াও এই ল্যাপটপে রয়েছে একটি 720p এইচডি ওয়েবক্যাম। এর মধ্যে ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ভি৫.২ এবং একটি ইউএসবি ৩.২ জেনারেশন ২ টাইপ- সি পোর্ট, একটি ইউএসবি ৩.১ জেনারেশন ১, টাইপ- এ পোর্ট, একটি থান্দারবোল্ট ৪ পোর্ট এবং একটি ৩.৫ মিলিমিটারের জ্যাক রয়েছে।
- রিয়েলমির এই ল্যাপটপে একটি ৫৪Wh ব্যাটারি রয়েছে। এর সাহায্যে একবার চার্জ দিলেই ১২ ঘণ্টা ল্যাপটপ ব্যবহার করা যাবে। এখানে রয়েছে ৬৫ ওয়াটের সুপার ফাস্ট চার্জ সাপোর্ট।