২০২১ সালটা শেষ হতেই গ্রাহকদের জন্য দুঃসংবাদ নিয়ে আসে দেশের বেসরকারি টেলিকম সংস্থাগুলি। একাধাক্কায় অনেকটাই বাড়িয়ে দেওয়া হয় একাধিক ট্যারিফ প্ল্যানের খরচ। সেই তালিকা থেকে বাদ যায়নি দেশের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা রিলায়েন্স জিও (Reliance Jio)। আর এমনই একটা পরিস্থিতিতে অনেক গ্রাহকই এখন রিলায়েন্স জিওর সস্তার প্ল্যানের (Cheapest Plans) খোঁজ করছেন। এখন রিলায়েন্স জিও-র ঝুলিতে ২০০ টাকার মধ্যে রয়েছে বেশ কয়েকটি রিচার্জ প্ল্যান। কিন্তু সেই বাজেট যদি ১০০ টাকারও (Recharge Plans Under Rs 100) কম হয়ে যায়, তাহলে কিন্তু খুবই অল্প সংখ্যক প্রিপেড প্ল্যান রয়েছে মুকেশ আম্বানির এই টেলকোর ঝুলিতে।
রিলায়েন্স জিও-র কাছে ১০০ টাকার কম খরচে মাত্র দুটি রিচার্জ প্যাক রয়েছে। তার একটির জন্য ৭৫ টাকা এবং অপরটির জন্য ৯১ টাকা খরচ করতে হয় ইউজারদের। এখন এই প্ল্যানগুলি যদি মনে করেন, বিপুল পরিমাণ ডেটা পেয়ে যাবেন, তাহলে ভুল করবেন। তবে আপনার সিম কার্ড চালু রাখতে এবং দৈনন্দিন ফোন কল করে যাওয়ার জন্য সত্যিই ১০০ টাকার কম খরচে এই প্ল্যান দুটির বিকল্প নেই। সেই সঙ্গে আবার পেয়ে যাবেন অল্প পরিমাণ ডেটাও। রিলায়েন্স জিও-র ৭৫ টাকা ও ৯১ টাকার রিচার্জ প্ল্যান দুটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।
রিলায়েন্স জিও ৭৫ টাকার প্ল্যান –
১) এই জিও প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি ২৩ দিন।
২) সমগ্র ভ্যালিডিটি পিরিওডে সমস্ত নেটওয়ার্ক আনলিমিটেড কল করা যায় এই প্ল্যানের সাহায্যে।
৩) প্ল্যানটি রিচার্জ করলে মোট ৫০টি এসএমএস পাঠাতে পারেন গ্রাহকরা।
৪) প্ল্যানটিতে গ্রাহকদের প্রতিদিন ১০০এমবি করে ডেটাও অফার করা হয়।
৫) সেই সঙ্গেই আবার অতিরিক্ত ২০০এমবি ডেটাও উপভোগ করতে পারেন গ্রাহকরা।
৬) সব মিলিয়ে ৭৫ টাকার প্ল্যানে ২.৫জিবি ডেটা পেয়ে যান জিও ব্যবহারকারীরা।
৭) সমস্ত জিও অ্যাপস বিনামূল্যে সাবস্ক্রাইব করার সুযোগ মেলে।
৮) তবে প্ল্যানটি কেবল মাত্র জিওফোন ব্যবহারকারীদের জন্য উপলব্ধ।
রিলায়েন্স জিও ৯১ টাকার প্ল্যান –
১) ৯১ টাকার জিও প্ল্যানের মেয়াদ ২৮ দিন।
২) প্রতিদিন গ্রাহকদের ১০০এমবি করে ডেটা অফার করা হয়।
৩) অতিরিক্ত ২০০এমবি করেও ডেটা উপভোগ করতে পারেন গ্রাহকরা।
৪) সব মিলিয়ে এই প্ল্যানে জিও ব্যবহারকারীরা মোট ৩জিবি ডেটা পেয়ে যান।
৫) রয়েছে ৫০টি এসএমএস পাঠানোর সুযোগও।
৬) ২৮ দিন যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল করা যাবে।
৭) সমস্ত জিও অ্যাপস কোনও অতিরিক্ত খরচ ছাড়া ব্যবহার করতে পারেন গ্রাহকরা।
৮) এই প্ল্যানটিও কেবল মাত্র জিওফোন ব্যবহারকারীদের জন্য উপলব্ধ।
আরও পড়ুন: ইন্টারনেট ছাড়াও হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায়, যদি জানা থাকে এই ট্রিকস
আরও পড়ুন: আক্রমণের প্রবল সম্ভাবনা! ইউক্রেনের অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের নোটিফিকেশনে সতর্ক করবে গুগল
আরও পড়ুন: স্মার্টফোন কিনলেই ২,৪০০ টাকা ছাড়, ৩১ মার্চ পর্যন্ত ভোডাফোন আইডিয়ার বিশেষ অফার!