দুটি সেটের ট্যাবলেট নিয়ে কাজ করছে স্যামসাং – গ্যালাক্সি ট্যাব এস৮ এবং গ্যালাক্সি ট্যাব এ৮ (Galaxy Tab S8 And Galaxy Tab A8)। চলতি মাসের শেষ দিকেই এই দুটি ট্যাবলেট লঞ্চ করে যেতে পারে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি এক লিকস্টার গ্যালাক্সি ট্যাব এস৮ সিরিজের মেমোরি, স্টোরেজ এবং কালার অপশন সম্পর্কে একাধিক তথ্য জানিয়েছেন।
পাশাপাশিই আবার গ্যালাক্সি ট্যাব এ৮ (২০২১) মডেলের একাধিক রেন্ডার্স তিনি প্রকাশ্যে নিয়ে এসেছেন। এদের মধ্যে গ্যালাক্সি ট্যাব এস৮ সিরিজের যে রেন্ডার লিক হয়েছে, সেখানে দেখা গিয়েছে গ্যালাক্সি ট্যাব এস৮ আলট্রা মডেলে থাকছে দুটি সেলফি ক্যামেরা এবং একটি সিমেট্রিক্যাল বেজ়েল ডিজাইন।
বৃহস্পতিবারই টিপস্টার স্নুপি টুইট করে গ্যালাক্সি ট্যাব এস৮ সিরিজের কনফিগারেশনস-সহ কালার অপশনেরও এক ঝলক দেখিয়েছিলেন। টুইটে তিনি পরিষ্কার ভাবে জানিয়েছিলেন, গ্যালাক্সি ট্যাব এস৮ এবং গ্যালাক্সি ট্যাব এস৮প্লাস মডেল দুটিতে থাকছে ৮জিবি পর্যন্ত র্যাম এবং ১২৮জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ।
এই দুটি ট্যাবলেটে ওয়াই-ফাই এবং ৫জি – দুটি ভ্যারিয়েন্টই দিতে চলেছে স্যামসাং। ডার্ক গ্রে এবং সিলভার কালার অপশনে লঞ্চ হতে পারে মডেল দুটি। গ্যালাক্সি ট্যাব এস৮-এর বেস মডেলে একটি ১১ ইঞ্চির ডিসপ্লে থাকছে, যেখানে গ্যালাক্সি ট্যাব এস৮প্লাস মডেলে থাকতে পারে একটি ১২.৪ ইঞ্চির স্ক্রিন।
অন্য দিকে আবার স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৮ আলট্রা মডেলে দেওয়া হচ্ছে একটি ১৪.৬ ইঞ্চির ডিসপ্লে। আসন্ন এই ট্যাবলেট লঞ্চ করা হবে ওয়াই-ফাই এবং ৫জি ভ্যারিয়েন্টে এবং ৮জিবি পর্যন্ত র্যাম এবং ১২৮জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ থাকছে।
অন্য দিকে গ্যালাক্সি এস৮ আলট্রা ট্যাবলেটে থাকছে ১২জিবি পর্যন্ত র্যাম এবং ৫১২জিবি পর্যন্ত স্টোরেজ। এই ট্যাবলেট আবার কেবল মাত্র ৫জি ভ্যারিয়েন্ট হিসেবেই লঞ্চ হতে পারে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, এই ট্যাবলেটের একটাই মাত্র কালার ভ্যারিয়েন্ট থাকবে – ডার্ক কালার গ্রে।
আর একটি টুইটে স্নুপি স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ৮ (২০২১) মডেলের প্রেস রেন্ডার্স প্রকাশ্যে নিয়ে এসেছেন। ছবিতে দেখা গিয়েছে এই ট্যাবলেটের দুটি কালার অপশন। মনে করা হচ্ছে, সেই গ্রে এবং সিলভার কালার অপশনেই লঞ্চ করা হতে পারে এই ট্যাবলেট।
এর আগে একাধিক লিক থেকে জানা গিয়েছিল, গ্যালাক্সি ট্যাব এ৮ (২০২১) মডেলে থাকছে একটি ১০.৫ ইঞ্চির ডিসপ্লে। পারফরম্যান্সের দিক থেকে একটি Unisoc Tiger T618 প্রসেসর দ্বারা চালিত হবে এই ট্যাবলেট। এছাড়াও জানা গিয়েছে, বেশ মজবুত একটি ৭০৪০এমএএইচ ব্যাটারি দেওয়া হচ্ছে এই ট্যাবলেটে, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
আরও পড়ুন: Xiaomi MIX Fold 2: শাওমির ফোল্ডেড মডেলের কিছু তথ্য ফাঁস, লঞ্চ হতে পারে আগামী বছরেই…