গ্যালাক্সি ট্যাব এ৭ লাইটের একটি কিডস ওরিয়েন্টেড ভার্সন লঞ্চ করল স্যামসাং। সংস্থার তরফ থেকে এই ট্যাবলেটের নাম দেওয়া হয়েছে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ কিডস (Samsung Galaxy Tab A Kids)। শিশুদের জনপ্রিয় ব্র্যান্ড স্পেশারিকির (Smeshariki) সঙ্গে গাঁটছড়া বেঁধেই এই লেটেস্ট ট্যাবলেট লঞ্চ করা হয়েছে।
মোট ২০টি এডুকেশনাল এবং এন্টারনেটমেন্ট অ্যাপ্লিকেশন প্রিলোডেড করা রয়েছে এই ট্যাবে। স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ কিডস-এর সবথেকে আকর্ষণীয় ফিচার হল তার ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট, যার নাম মারুসিয়া। কচিকাচাদের মনোরঞ্জনের জন্য এই ডিজিটাল অ্যাসিস্টান্টে গল্প থেকে শুরু করে মিউজিক, গেমস-সহ একাধিক বিষয় রয়েছে।
স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ কিডস দাম ও উপলব্ধতা
আপাতত রাশিয়ার মার্কেটের জন্যই লঞ্চ করা হয়েছে এই ট্যাবলেট। সে দেশে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ কিডসের দাম RUB ১৪,৯৯০ বা ১৫,৫০০ টাকা। রাশিয়ায় স্যামসাং-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকেই এই ট্যাবলেট কিনতে পারবেন কাস্টমাররা। পাশাপাশি আবার বাছাই করার কিছু রিটেল স্টোরেও পাওয়া যাবে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ কিডস। ভারত-সহ বিশ্বের অন্যান্য প্রান্তে এই ট্যাবলেট কবে নাগাদ লঞ্চ করবে, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি।
স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ কিডস স্পেসিফিকেশনস, ফিচার্স
কেবল মাত্র বাচ্চাদের কথা মাথায় রেখেই এই ট্যাবলেটের ইন্টারফেস ডিজাইন করা হয়েছে। অ্যাকসেস নিয়ন্ত্রণ আনার জন্য ট্যাবলেটটিতে থাকছে প্যারেন্টাল কন্ট্রোলও। এমনই কিছু কনটেন্ট দেওয়া হয়েছে যা শুধুই বাচ্চাদের জন্য। এই ট্যাবলেট যাতে পড়ে গিয়ে ভেঙে না যায় তার জন্য থাকছে শক-রেজিস্ট্যান্ট কেস।
স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ কিডস ট্যাবলেটে অত্যন্ত শক্তিশালী একটি ৫১০০এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। সিঙ্গেল চার্জেই এক দিন পর্যন্ত ব্যাকআপ ধরে রাখতে পারবে এই ফোনের ব্যাটারি। ৮.৭ ইঞ্চির TFT টাচস্ক্রিন ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের রেজোলিউশন ১৩৪০X৮০০ পিক্সেলস। পারফরম্যান্সের জন্য এই ট্যাবলেটে একটি মিডিয়াটেক হেলিও পি২২টি প্রসেসর রয়েছে।
ক্যামেরা সেটআপের দিক থেকে ফোনটি ঢেলে সাজানো হয়েছে। প্রাইমারি সেন্সর হিসেবে থাকছে একটি ৮ মেগাপিক্সেল সেন্সর যা অটোফোকাস সাপোর্ট করবে। এই ফোনের ক্যামেরা ৩০fps রেটে ফুল HD ভিডিয়ো রেকর্ড করতে পারে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে একটি ২ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে।
কানেক্টিভিটির দিক থেকে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ কিডস একটি ওয়াই-পাই অনলি ট্যাবলেট এবং এতে রয়েছে ব্লুটুথ ভি৫। ৩জিবি পর্যন্ত র্যাম এবং ৩২জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ রয়েছে এই ট্যাবলেটে। এছাড়াও রয়েছে একটি মাইক্রোএসডি কার্ড স্লট যার সাহায্যে স্টোরেজ ১টিবি পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন গ্রাহকরা।
আরও পড়ুন: Honor Play 30 Plus 5G: দুর্দান্ত এই স্মার্টফোন লঞ্চ হল ১৪ হাজার টাকারও কম দামে, দেখে নিন ফিচার্স
আরও পড়ুন: Vivo V23 Pro: সূর্যের সংস্পর্শে এলেই বদলে যাবে ফোনের রঙ! ভিভোর নতুন ফোনে থাকতে পারে দারুণ ফিচার