Honor Play 30 Plus 5G: দুর্দান্ত এই স্মার্টফোন লঞ্চ হল ১৪ হাজার টাকারও কম দামে, দেখে নিন ফিচার্স
Honor Play 30 Plus 5G Price, Specifications: ১৪ হাজার টাকার মধ্যেই লঞ্চ হয়ে গেল দুর্ধর্ষ এই স্মার্টফোন। সমগ্র ফিচার্স ও স্পেসিফিকেশনস দেখে নিন।
বৃহস্পতিবার নতুন স্মার্টফোন লঞ্চ করল Honor। কোম্পানির সেই লেটেস্ট হ্যান্ডসেটের নাম Honor Play 30 Plus 5G। এটিই সংস্থার নতুন এন্ট্রি লেভেল ৫জি স্মার্টফোন। পারফরম্যান্সের দিক থেকে এই ফোনে একটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর দেওয়া হয়েছে। ১২৮জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ রয়েছে। এমনই একটি চমৎকার ডিসপ্লে এই ফোনে দেওয়া হয়েছে যার রিফ্রেশ রেট ৯০Hz। ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিটও রয়েছে, যার প্রাইমারি সেন্সর ১৩ মেগাপিক্সেল। চারটি ভিন্ন কালার মডেল রয়েছে এই স্মার্টফোনের। অত্যন্ত শক্তিশালী একটি ৫০০০এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
Honor Play 30 Plus 5G দাম ও উপলব্ধতা
আপাতত এই ফোনটি কেবল মাত্র চিনের মার্কেটের জন্যই লঞ্চ করা হয়েছে। সে দেশে এই ফোনের বেস মডেল ৪জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজ স্পেসের দাম CNY ১০৯৯ বা ১৩,৯৯৯ টাকা। আবার ফোনের ৬জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজ এবং ৮জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজ মডেলের দাম যথাক্রমে CNY ১২৯৯ (১৫,৫০০ টাকা) ও CNY ১৪৯৯ (১৭,৯০০ টাকা)।
Honor Play 30 Plus 5G ফোনের ম্যাজিক নাইট ব্ল্যাক শেড ও তার সঙ্গে চার্ম সি ব্লু, ডন গোল্ড এবং টাইটানিয়াম এম্পটি সিলভার কালার অপশন দেওয়া হয়েছে। ১৬ ডিসেম্বর থেকে এই ফোনের প্রি-অর্ডার শুরু হয়ে যাচ্ছে। কেনাকাটির জন্য উপলব্ধ হবে ৩১ ডিসেম্বর থেকে।
Honor Play 30 Plus 5G স্পেসিফিকেশনস, ফিচার্স
ডুয়াল-সিম সাপোর্টেড এই ফোনটি সফ্টওয়্যারের দিক থেকে অ্যান্ড্রয়েড ১১-ভিত্তিক Magic UI 5.0 অপারেটিং সিস্টেম দ্বারা চালিত হবে। এই লেটেস্ট ফোনে রয়েছে একটি ৬.৭৪ ইঞ্চির TFT LCD ডিসপ্লে, যার পিক্সেল রেজোলিউশন ১৬০০X৭২০০ পিক্সেলস, স্ক্রিন অ্যাসপেক্ট রেশিও ২০:৯ এবং রিফ্রেশ রেট ৯০Hz। লো ব্লু লাইটের জন্য এই ফোনের ডিসপ্লে TUV Rheinland-সার্টিফায়েড।
পারফরম্যান্সের দিক থেকে এই ফোনটি চালিত হবে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসরের সাহায্যে। এই প্রসেসর আবার পেয়ার করা থাকছে ৮জিবি পর্যন্ত র্যাম এবং ১২৮জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজের সঙ্গে। এছাড়াও এই ফোনের স্টোরেজ একটি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়িয়ে নিতে পারবেন ইউজাররা। আর তার জন্য রয়েছে একটি ডেডিকেটেড স্লটও।
ডুয়াল-রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে, যার প্রাইমারি সেন্সর ১৩ মেগাপিক্সেল এবং অ্যাপার্চার f/১.৮। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে একটি ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর দেওয়া হয়েছে, যার অ্যাপার্চার f/২.৪। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে রয়েছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং সেন্সর, যার অ্যাপার্চার f/২.২।
Honor Play 30 Plus 5G স্মার্টফোনের রিয়ার ক্যামেরা ইউনিটে রয়েছে একাধিক আকর্ষণীয় ফিচার্স। তার মধ্যে উল্লেখযোগ্য হল, পোর্ট্রেইট মোড, বিউটিফিকেশন, প্যানোরমা, HDR, ভয়েস কনট্রোল ফটোগ্রাফি, টাইমড ফটোগ্রাফি এবং AI ফটোগ্রাফি।
অত্যন্ত শক্তিশালী একটি ৫০০০এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে ফোনটিতে, যা ২২.৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। বায়োমেট্রিক সিকিওরিটির জন্য এই ফোনে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে।