Solar Cap With Fan: 899 টাকার এই টুপি পরলে গরমটাকে জব্দ করতে পারবেন! ফ্যান চালালে আর এক ফোঁটাও ঘাম হবে না
TLISMI Portable Fan Sun Hat আপনি মোট তিনটি কালার ভ্যারিয়েন্টে ক্রয় করতে পারেন। Amazon থেকেই পেয়ে যাবেন সোলার ক্যাপটি। ঠান্ডা রাখার এই টুপি কিনতে আপনাকে মাত্র 899 টাকা খরচ করতে হবে। তবে এই টুপি একটি বিশেষ নীল রঙে পাওয়া যায়, যার দাম অ্যামাজ়নে 1,499 টাকা।
Portable Fan With Sun Hat: রাস্তায় বেরোলেই ঘেমে নেয়ে একসা। কী গরমটাই না পড়েছে। যেখানেই যাচ্ছেন, মাথা থেকে পা পর্যন্ত ভিজে চপচপ করছে। এমন পরিস্থিতিতে ঘরে থাকলে AC বা পাখার হাওয়া আপনি খেতে পারবেন ঠিকই। কিন্তু বাইরে বেরোলে? বাইরে বেরোলেই আপনাকে শান্তি দিতে পারে জাস্ট একটা টুপি। না, সে টুপি যে আপনাকে শুধুই রোদ থেকে মুক্তি দেবে তা নয়। তার সঙ্গে আবার শীতলতাও দেবে। সেই টুপিতে এমনই এক যন্ত্র রয়েছে, যা আপনাকে ঠান্ডা হাওয়া দিতে পারবে তীব্র গরমেও।
Solar Cap
এই মুহূর্তে বাজারে এসির পাশাপাশি রয়েছে একাধিক পোর্টেবল এসি, কুলিং ফ্যান সহ বেশ কিছু ইলেকট্রনিক্স গ্যাজেট। তেমনই এক গ্যাজেট হল একটি Solar Cap, যার ভিতরে রয়েছে একটি কুলিং Fan। এই সোলার ক্যাপ বা টুপি ব্যবহার করতে আপনাকে চার্জ দেওয়ার দরকার হবে না। গরমে আপনাকে ঠান্ডা এবং সতেজ রাখতে সূর্যালোক ব্যবহার করে ওই যন্ত্র। আপনার মাথার আকার অনুযায়ী সেটিকে অ্যাডজাস্টও করে নেওয়া যেতে পারে।
Portable Fan Sun Hat: ফিচার ও স্পেসিফিকেশন
ওই সোলার ক্যাপের নাম TLISMI Portable Fan Sun Hat। এই ডিভাইসে একটি রিচার্জেবল ব্যাটারি রয়েছে। তবে আপনি চাইলে সেই ব্যাটারি ব্যাতিরেকেও ডিভাইসটি ব্যবহার করতে পারেন। বাইরে ভ্রমণের জন্য আপনার উপযুক্ত হতে পারে এই টুপি। ব্যবহারকারীরা একটি USB কেবেলের সাহায্যে এই টুপি চার্জ দিতে পারেন। ক্যাপের উপরের দিকটি যদি লক্ষ্য করেন, তাহলে সেখানে একটি ফ্যান দেখতে পাবেন। ছোট্ট সেই ফ্যানই আপনাকে অবিরাম হাওয়া দিতে পারবে।
TLISMI Portable Fan Sun Hat: কোথায় পাবেন, কত দাম
TLISMI Portable Fan Sun Hat আপনি মোট তিনটি কালার ভ্যারিয়েন্টে ক্রয় করতে পারেন। Amazon থেকেই পেয়ে যাবেন সোলার ক্যাপটি। ঠান্ডা রাখার এই টুপি কিনতে আপনাকে মাত্র 899 টাকা খরচ করতে হবে। তবে এই টুপি একটি বিশেষ নীল রঙে পাওয়া যায়, যার দাম অ্যামাজ়নে 1,499 টাকা।
যে টুপি সকলে পরতে চাইবেন
টুপি পরানোর কথা আমরা আখছারই শুনে থাকি। কেউ ঠকে গেলে সাধারণত বলে হয়, ‘টুপি পরিয়েছে’! কিন্তু এই সান হ্যাট বোধ হয় পৃথিবীর প্রথম কোনও টুপি, যা মানুষ পরতে চাইবেন। এর সবথেকে বড় বৈশিষ্ট্য হল, D DECQLE ফ্যান রয়েছে এতে, যা সর্বক্ষণ আপনাকে ঠান্ডা হাওয়া দিতে পারবে। তার থেকেও বড় কথা, এই টুপি খুবই স্টাইলিশ, যা তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয়। ব্যাটারি না লাগিয়েও আপনি এই টুপি ব্যবহার করতে পারেন। রোদে আপনি এই টুপি পরে বেরোলে স্বয়ংক্রিয় ভাবে চার্জ হতে শুরু করে।