AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vivo Watch 2: ২২ সেপ্টেম্বর লঞ্চের আগেই ভিভো ওয়াচ ২-এর ছবি প্রকাশ্যে, eSIM সাপোর্ট, থাকছে ডুয়াল চিপ

Vivo Watch 2 Specifications: ভিভো ওয়াচ ২ লঞ্চ করতে চলেছে ২২ ডিসেম্বর। আর তার আগেই এই হাতঘড়ির ছবি প্রকাশ করল কোম্পানি।

Vivo Watch 2: ২২ সেপ্টেম্বর লঞ্চের আগেই ভিভো ওয়াচ ২-এর ছবি প্রকাশ্যে, eSIM সাপোর্ট, থাকছে ডুয়াল চিপ
এই ছবিটিই প্রকাশ করেছে ভিভো
| Edited By: | Updated on: Dec 20, 2021 | 3:12 PM
Share

২২ ডিসেম্বর লঞ্চ করতে চলেছে ভিভো ওয়াচ ২ (Vivo Watch 2)। আর সেই অফিসিয়াল লঞ্চের কয়েক প্রহর আগেই আসন্ন এই উইয়্যারেবল ডিভাইসের ছবি লিক হয়ে গেল। আর সেখান থেকেই ভিভো ওয়াচ ২ হাতঘড়ির ডিজাইন সম্পর্কে একটা ধারণা পাওয়া গেল। ছবি থেকে একটা বিষয় নিশ্চিত হওয়া গিয়েছে, এই ভিভো ওয়াচ ২ (Vivo Watch 2) স্মার্টওয়াচে থাকছে সার্কুলার ওয়াচ ফেস এবং রাউন্ড-শেপড ডায়াল। কোম্পানির তরফ থেকে ইতিমধ্যেই নিশ্চিত করে জানানো হয়েছে, এই স্মার্টওয়াচে ইসিম (eSIM) থাকছে। এর আগে এই হাতঘড়িটি টিজ় করা হয়েছিল দুটি চিপ সহযোগে। এছাড়াও থাকছে দুটি কালার অপশন এবং এক বার চার্জে সাত দিনের ব্যাটারি লাইফ অফার করবে এই স্মার্টওয়াচ।

ভিভো ওয়াচ ২ স্মার্টওয়াচের ছবিগুলি সংস্থার তরফ থেকে চিনের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়াইবোতে শেয়ার করা হয়েছিল। যেমনটা আমরা আগেই বললাম, সংস্থার তরফ থেকে এই সোশ্যাল পোস্টে লেখা হয়েছে, এই ঘড়িতে থাকছে সার্কুলার ওয়াচ ফেস, রাউন্ড-শেপড ডায়াল এবং ইন্টারচেঞ্জেবল ওয়াচ ব্যান্ড। পাশাপাশি আবার এই স্মার্টওয়াচের এক প্রান্ত থাকছে দুটি বাটন। যদিও এই বাটন দুটি কী কী কাজে লাগতে পারে, তা নিয়ে কোম্পানির তরফ থেকে অফিসিয়ালি কিছুই জানানো হয়নি এখনও পর্যন্ত।

সংস্থার তরফ থেকে এর আগেই জানানো হয়েছিল যে, এই ভিভো ওয়াচ ২ লঞ্চ করতে চায়না টেলিকম, চায়না ইউনিকর্ন এবং চায়না মোবাইলের সঙ্গে গাঁটছড়া বাঁধা হচ্ছে। ইসিম (eSIM) সাপোর্ট ফিচার করতে চলেছে এই স্মার্টওয়াচ। এই ফাংশনের সাহায্যে ইউজাররা ফোনটি যখন ব্লুটুথ বা ওয়াই-ফাইতে কানেক্ট করা থাকবে না, তখন SMS রিসিভ করবেন। পাশাপাশি আবার পাওয়া যাবে কলিং ফিচারও।

ভিভো ওয়াচ ২ হাতঘড়িতে থাকছে দুটি চিপ – তার একটি মেন কন্ট্রোল এবং অপরটি কমিউনিকেশন চিপ। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, এই স্মার্টওয়াচে ১৪ দিনের ব্যাটারি জীবন পাওয়া যাবে, যখন তা কোনও স্মার্টফোনের সঙ্গে ব্লুটুথ দ্বারা পেয়ার করা থাকবে। আবার ৭ দিনের ব্যাটারি লাইফ দিতে পারবে এই ঘড়ি, যখন স্বতন্ত্র ভাবে তা eSIM-এর সঙ্গে সংযুক্ত করা থাকবে।

সংস্থার তরফ থেকে একটি ছবি শেয়ার করা হয়েছে, যেখানে এই স্মার্টওয়াচের মোট দুটি কালার অপশন দেখা গিয়েছে – সাদা এবং কালো। এদিকে ভিভো ওয়াচ ২ লিস্টিং করা হয়েছে চিনে ভিভোর অফিসিয়াল ওয়েবসাইটে। প্রি-বুকিংয়ের জন্যই সেখানে ঘড়িটি তালিকাভুক্ত করা হয়েছে। যদিও এই স্মার্টওয়াচের দাম সম্পর্কে সংস্থার তরফ থেকে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি।

ভিভোর তরফ থেকে ইতিমধ্যেই নিশ্চিত ভাবে জানানো হয়েছে যে, ২২ ডিসেম্বর চিনে একটি অনলাইন ইভেন্টের মাধ্যমে ভিভো ওয়াচ ২ এবং ভিভো এস১২ লঞ্চ করা হবে। আসন্ন এই লাইনআপে আরও দুটি ফোন যোগ করা হবে পরবর্তীতে – ভিভো এস১২ এবং ভিভো এস১২ প্রো।

আরও পড়ুন: অ্যামাজনের এই সেলে কোন কোন স্মার্ট টেক-আকসেসরিজ কত দামে পাওয়া যাচ্ছে? দেখে নিন

আরও পড়ুন: ক্রিসমাস এবং নতুন বছর উপলক্ষ্যে রেডমি, স্যামসাং, সোনির কোন স্মার্ট ডিভাইসে রয়েছে কত ছাড়?

আরও পড়ুন: একটু ভেবেচিন্তে অনলাইনে শপিং করুন, নিরাপদ কেনাকাটির কিছু ট্রিকস জেনে নিন